মিহিকা মৌরিন
শহর কিংবা গ্রাম—ফ্রিজ এখন আর বিলাসিতার জিনিস নয়; প্রয়োজন। ফ্রিজ নির্দিষ্ট সময়ের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে খাবার রক্ষা করে ও সতেজ রাখে। ফ্রিজ কেনার আগে এর বিভিন্ন ধরন, সুবিধা-অসুবিধা, দাম ও বিক্রয়োত্তর সেবার আদ্যোপান্ত জেনে নেওয়া ভালো।
বরফ জমাটবাঁধার ওপর ভিত্তি করে ফ্রিজ দুই রকমের হতে পারে—ফ্রস্ট ও নন-ফ্রস্ট। দুটোরই সুবিধা ও অসুবিধা রয়েছে। ফ্রস্ট ফ্রিজে খাবার দ্রুত ঠান্ডা হয় এবং বরফ জমে যায়। এর সুবিধা হলো, বিদ্যুৎ না থাকলেও ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত খাবার ভালো থাকে। ফ্রস্ট ফ্রিজ একই সঙ্গে বিদ্যুৎসাশ্রয়ী এবং তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। ফ্রস্ট ফ্রিজ ব্যবহারের অসুবিধা হলো ডিপ ফ্রিজ থেকে মাছ-মাংস বের করে স্বাভাবিক হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। নন-ফ্রস্ট ফ্রিজে বরফ কম জমবে। আধুনিক ফ্রিজগুলোতে টোটাল নো ফ্রস্ট প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির ভালো দিক হলো, খাবার ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্না করা যাবে, ফ্রস্ট ফ্রিজের মতো সময়ের প্রয়োজন নেই। তবে বিদ্যুৎ না থাকলে দুই থেকে তিন ঘণ্টার বেশি খাবার ভালো থাকে না এবং এতে বিদ্যুৎ খরচ বেশি।
এরপর ফ্রিজের নকশার দিকে নজর দিতে পারেন। সে ক্ষেত্রে শুরুতেই ফ্রিজ রাখার জায়গা ও ক্যাপাসিটি নিয়ে ভাবতে হবে। সাধারণত সবচেয়ে বেশি চোখে পড়ে টপ ফ্রিজার মডেলগুলো, যেখানে ফ্রিজের ওপরের অংশটি ডিপ থাকে। প্রায় সব ফ্রিজ নির্মাতা প্রতিষ্ঠান এই নকশার বেসিক কিছু মডেল তৈরি করে। এখন এর সঙ্গে আরও কয়েক ধরনের ডিজাইন দেখা যায়, যেমন সাইড বাই সাইড, ফ্রেঞ্চ ডোর ও বটম ফ্রিজার। এসব ফ্রিজে খাবার ভালো রাখা এবং ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে আছে ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তি, যা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে বিশেষভাবে কাজ করে।
ব্র্যান্ড ও প্রযুক্তির ওপর ফ্রিজের
দরদাম নির্ভর করে। ওয়ালটন, স্যামসাং, ট্রান্সটেক, ওয়ার্লপুল, এলজি, সনি-র্যাংগসসহ বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বাজার ঘুরে পেয়ে যাবেন। ঈদ সামনে রেখে প্রতিষ্ঠানগুলো
বিভিন্ন ছাড় ও ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। তা ছাড়া কিস্তিতেও ফ্রিজ কেনার সুযোগ পাবেন।
ফ্রিজ যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় এবং ২৪ ঘণ্টা চালু থাকে, তাই এটি নিঃসন্দেহে বাড়ির বেশি ব্যবহৃত গ্যাজেটগুলোর একটি। কিছুদিন পরপর এর যত্নে কিছু সময় ব্যয় করলে হঠাৎ ফ্রিজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে পারেন।
সূত্র: ডিজাইনার অ্যাপ্লায়েন্সেস, অনসাইটগো, ক্লেভার কনজ্যুমার
শহর কিংবা গ্রাম—ফ্রিজ এখন আর বিলাসিতার জিনিস নয়; প্রয়োজন। ফ্রিজ নির্দিষ্ট সময়ের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে খাবার রক্ষা করে ও সতেজ রাখে। ফ্রিজ কেনার আগে এর বিভিন্ন ধরন, সুবিধা-অসুবিধা, দাম ও বিক্রয়োত্তর সেবার আদ্যোপান্ত জেনে নেওয়া ভালো।
বরফ জমাটবাঁধার ওপর ভিত্তি করে ফ্রিজ দুই রকমের হতে পারে—ফ্রস্ট ও নন-ফ্রস্ট। দুটোরই সুবিধা ও অসুবিধা রয়েছে। ফ্রস্ট ফ্রিজে খাবার দ্রুত ঠান্ডা হয় এবং বরফ জমে যায়। এর সুবিধা হলো, বিদ্যুৎ না থাকলেও ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত খাবার ভালো থাকে। ফ্রস্ট ফ্রিজ একই সঙ্গে বিদ্যুৎসাশ্রয়ী এবং তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। ফ্রস্ট ফ্রিজ ব্যবহারের অসুবিধা হলো ডিপ ফ্রিজ থেকে মাছ-মাংস বের করে স্বাভাবিক হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। নন-ফ্রস্ট ফ্রিজে বরফ কম জমবে। আধুনিক ফ্রিজগুলোতে টোটাল নো ফ্রস্ট প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির ভালো দিক হলো, খাবার ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্না করা যাবে, ফ্রস্ট ফ্রিজের মতো সময়ের প্রয়োজন নেই। তবে বিদ্যুৎ না থাকলে দুই থেকে তিন ঘণ্টার বেশি খাবার ভালো থাকে না এবং এতে বিদ্যুৎ খরচ বেশি।
এরপর ফ্রিজের নকশার দিকে নজর দিতে পারেন। সে ক্ষেত্রে শুরুতেই ফ্রিজ রাখার জায়গা ও ক্যাপাসিটি নিয়ে ভাবতে হবে। সাধারণত সবচেয়ে বেশি চোখে পড়ে টপ ফ্রিজার মডেলগুলো, যেখানে ফ্রিজের ওপরের অংশটি ডিপ থাকে। প্রায় সব ফ্রিজ নির্মাতা প্রতিষ্ঠান এই নকশার বেসিক কিছু মডেল তৈরি করে। এখন এর সঙ্গে আরও কয়েক ধরনের ডিজাইন দেখা যায়, যেমন সাইড বাই সাইড, ফ্রেঞ্চ ডোর ও বটম ফ্রিজার। এসব ফ্রিজে খাবার ভালো রাখা এবং ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে আছে ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তি, যা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে বিশেষভাবে কাজ করে।
ব্র্যান্ড ও প্রযুক্তির ওপর ফ্রিজের
দরদাম নির্ভর করে। ওয়ালটন, স্যামসাং, ট্রান্সটেক, ওয়ার্লপুল, এলজি, সনি-র্যাংগসসহ বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বাজার ঘুরে পেয়ে যাবেন। ঈদ সামনে রেখে প্রতিষ্ঠানগুলো
বিভিন্ন ছাড় ও ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। তা ছাড়া কিস্তিতেও ফ্রিজ কেনার সুযোগ পাবেন।
ফ্রিজ যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় এবং ২৪ ঘণ্টা চালু থাকে, তাই এটি নিঃসন্দেহে বাড়ির বেশি ব্যবহৃত গ্যাজেটগুলোর একটি। কিছুদিন পরপর এর যত্নে কিছু সময় ব্যয় করলে হঠাৎ ফ্রিজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে পারেন।
সূত্র: ডিজাইনার অ্যাপ্লায়েন্সেস, অনসাইটগো, ক্লেভার কনজ্যুমার
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
৩ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
৪ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
৬ ঘণ্টা আগে