টেকসই ও পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন দেশের বাজারে। বিভিন্ন ক্যাম্পেইনে বোলিং উইদ আ স্প্ল্যাশ ও আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ডিভাইসটিকে হ্যামার ফোন হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবহারকারীরা। পানিরোধী প্রযুক্তিসহ আর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে—
আইপি ৬৯ রেটিং
রিয়েলমি সি৭৫-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, এর অত্যাধুনিক পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি। রিয়েলমি সি৭৫-এর আইপি ৬৬, আইপি ৬৮ ও আইপি ৬৯—প্রতিটি রেটিং আলাদাভাবে পরিপূর্ণ সুরক্ষা দেয়। আইপি ৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি ৬৮ পানির নিচে এবং আইপি ৬৯ হাই প্রেশার, হাই টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে রক্ষা করে। এই সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে! এ ছাড়া ২.৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চ চাপের পানি স্প্রে এবং এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতেও কার্যক্ষম থাকে। এ জন্য দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের সময়—যেকোনো পরিস্থিতিতে ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।
ক্যামেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পেছনের প্যানেলে একটি ফ্লিকার লেন্স রয়েছে। ফ্লিকার লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সাহায্য করে। একটি এলইডি লাইটবক্স বা ডিসপ্লে দিয়ে ছবি তোলার সময় এটি অতিরিক্ত সুবিধা দেয়। এর সঙ্গে এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
টেকসই
রিয়েলমি সি৭৫ ড্রপ-প্রুফ। ডিভাইসটি ১ দশমিক ৮ মিটার উচ্চতা থেকে মার্বেলের ওপর সামনের দিকে পড়ে গেলেও অক্ষত থাকে। স্ট্যান্ডার্ড ল্যাব পরীক্ষাগুলোতে ফোনটি ০.৯ মিটার উচ্চতা থেকে মার্বেলে ১৫০ বার মুখ থুবড়ে পড়া এবং ১.৫ মিটার উচ্চতা থেকে ৩০ বার একইভাবে পড়া সত্ত্বেও অক্ষত থেকেছে।
এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি ৮১০ এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন অর্জন করেছে এই ফোন। এ ছাড়া ডিভাইসটিতে ব্যবহৃত আর্মারশেল গ্লাস অতিরিক্ত চাপ ও স্ক্র্যাচ থেকে সুরক্ষা দেয়।
এসব বৈশিষ্ট্য ছাড়াও এই স্মার্টফোনে আছে ব্যাটারির স্থায়িত্ব, উন্নত চিপসেট ও এআই প্রযুক্তি, আল্ট্রাবুম স্পিকার, মিনি ক্যাপসুল ৩.০ প্রযুক্তি, এআই স্মার্ট লুপের মতো বেশ কিছু প্রযুক্তি।
মাত্র ২০ হাজার টাকায় রিয়েলমির আউটলেটে এই ফোন পাওয়া যাচ্ছে।
টেকসই ও পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন দেশের বাজারে। বিভিন্ন ক্যাম্পেইনে বোলিং উইদ আ স্প্ল্যাশ ও আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ডিভাইসটিকে হ্যামার ফোন হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবহারকারীরা। পানিরোধী প্রযুক্তিসহ আর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে—
আইপি ৬৯ রেটিং
রিয়েলমি সি৭৫-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, এর অত্যাধুনিক পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি। রিয়েলমি সি৭৫-এর আইপি ৬৬, আইপি ৬৮ ও আইপি ৬৯—প্রতিটি রেটিং আলাদাভাবে পরিপূর্ণ সুরক্ষা দেয়। আইপি ৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি ৬৮ পানির নিচে এবং আইপি ৬৯ হাই প্রেশার, হাই টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে রক্ষা করে। এই সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে! এ ছাড়া ২.৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চ চাপের পানি স্প্রে এবং এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতেও কার্যক্ষম থাকে। এ জন্য দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের সময়—যেকোনো পরিস্থিতিতে ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।
ক্যামেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পেছনের প্যানেলে একটি ফ্লিকার লেন্স রয়েছে। ফ্লিকার লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সাহায্য করে। একটি এলইডি লাইটবক্স বা ডিসপ্লে দিয়ে ছবি তোলার সময় এটি অতিরিক্ত সুবিধা দেয়। এর সঙ্গে এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
টেকসই
রিয়েলমি সি৭৫ ড্রপ-প্রুফ। ডিভাইসটি ১ দশমিক ৮ মিটার উচ্চতা থেকে মার্বেলের ওপর সামনের দিকে পড়ে গেলেও অক্ষত থাকে। স্ট্যান্ডার্ড ল্যাব পরীক্ষাগুলোতে ফোনটি ০.৯ মিটার উচ্চতা থেকে মার্বেলে ১৫০ বার মুখ থুবড়ে পড়া এবং ১.৫ মিটার উচ্চতা থেকে ৩০ বার একইভাবে পড়া সত্ত্বেও অক্ষত থেকেছে।
এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি ৮১০ এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন অর্জন করেছে এই ফোন। এ ছাড়া ডিভাইসটিতে ব্যবহৃত আর্মারশেল গ্লাস অতিরিক্ত চাপ ও স্ক্র্যাচ থেকে সুরক্ষা দেয়।
এসব বৈশিষ্ট্য ছাড়াও এই স্মার্টফোনে আছে ব্যাটারির স্থায়িত্ব, উন্নত চিপসেট ও এআই প্রযুক্তি, আল্ট্রাবুম স্পিকার, মিনি ক্যাপসুল ৩.০ প্রযুক্তি, এআই স্মার্ট লুপের মতো বেশ কিছু প্রযুক্তি।
মাত্র ২০ হাজার টাকায় রিয়েলমির আউটলেটে এই ফোন পাওয়া যাচ্ছে।
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৫ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
৮ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১০ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১২ ঘণ্টা আগে