টেকসই ও পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন দেশের বাজারে। বিভিন্ন ক্যাম্পেইনে বোলিং উইদ আ স্প্ল্যাশ ও আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ডিভাইসটিকে হ্যামার ফোন হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবহারকারীরা। পানিরোধী প্রযুক্তিসহ আর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে—
আইপি ৬৯ রেটিং
রিয়েলমি সি৭৫-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, এর অত্যাধুনিক পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি। রিয়েলমি সি৭৫-এর আইপি ৬৬, আইপি ৬৮ ও আইপি ৬৯—প্রতিটি রেটিং আলাদাভাবে পরিপূর্ণ সুরক্ষা দেয়। আইপি ৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি ৬৮ পানির নিচে এবং আইপি ৬৯ হাই প্রেশার, হাই টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে রক্ষা করে। এই সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে! এ ছাড়া ২.৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চ চাপের পানি স্প্রে এবং এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতেও কার্যক্ষম থাকে। এ জন্য দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের সময়—যেকোনো পরিস্থিতিতে ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।
ক্যামেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পেছনের প্যানেলে একটি ফ্লিকার লেন্স রয়েছে। ফ্লিকার লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সাহায্য করে। একটি এলইডি লাইটবক্স বা ডিসপ্লে দিয়ে ছবি তোলার সময় এটি অতিরিক্ত সুবিধা দেয়। এর সঙ্গে এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
টেকসই
রিয়েলমি সি৭৫ ড্রপ-প্রুফ। ডিভাইসটি ১ দশমিক ৮ মিটার উচ্চতা থেকে মার্বেলের ওপর সামনের দিকে পড়ে গেলেও অক্ষত থাকে। স্ট্যান্ডার্ড ল্যাব পরীক্ষাগুলোতে ফোনটি ০.৯ মিটার উচ্চতা থেকে মার্বেলে ১৫০ বার মুখ থুবড়ে পড়া এবং ১.৫ মিটার উচ্চতা থেকে ৩০ বার একইভাবে পড়া সত্ত্বেও অক্ষত থেকেছে।
এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি ৮১০ এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন অর্জন করেছে এই ফোন। এ ছাড়া ডিভাইসটিতে ব্যবহৃত আর্মারশেল গ্লাস অতিরিক্ত চাপ ও স্ক্র্যাচ থেকে সুরক্ষা দেয়।
এসব বৈশিষ্ট্য ছাড়াও এই স্মার্টফোনে আছে ব্যাটারির স্থায়িত্ব, উন্নত চিপসেট ও এআই প্রযুক্তি, আল্ট্রাবুম স্পিকার, মিনি ক্যাপসুল ৩.০ প্রযুক্তি, এআই স্মার্ট লুপের মতো বেশ কিছু প্রযুক্তি।
মাত্র ২০ হাজার টাকায় রিয়েলমির আউটলেটে এই ফোন পাওয়া যাচ্ছে।
টেকসই ও পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন দেশের বাজারে। বিভিন্ন ক্যাম্পেইনে বোলিং উইদ আ স্প্ল্যাশ ও আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ডিভাইসটিকে হ্যামার ফোন হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবহারকারীরা। পানিরোধী প্রযুক্তিসহ আর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে—
আইপি ৬৯ রেটিং
রিয়েলমি সি৭৫-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, এর অত্যাধুনিক পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি। রিয়েলমি সি৭৫-এর আইপি ৬৬, আইপি ৬৮ ও আইপি ৬৯—প্রতিটি রেটিং আলাদাভাবে পরিপূর্ণ সুরক্ষা দেয়। আইপি ৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি ৬৮ পানির নিচে এবং আইপি ৬৯ হাই প্রেশার, হাই টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে রক্ষা করে। এই সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে! এ ছাড়া ২.৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চ চাপের পানি স্প্রে এবং এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতেও কার্যক্ষম থাকে। এ জন্য দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের সময়—যেকোনো পরিস্থিতিতে ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।
ক্যামেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পেছনের প্যানেলে একটি ফ্লিকার লেন্স রয়েছে। ফ্লিকার লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সাহায্য করে। একটি এলইডি লাইটবক্স বা ডিসপ্লে দিয়ে ছবি তোলার সময় এটি অতিরিক্ত সুবিধা দেয়। এর সঙ্গে এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
টেকসই
রিয়েলমি সি৭৫ ড্রপ-প্রুফ। ডিভাইসটি ১ দশমিক ৮ মিটার উচ্চতা থেকে মার্বেলের ওপর সামনের দিকে পড়ে গেলেও অক্ষত থাকে। স্ট্যান্ডার্ড ল্যাব পরীক্ষাগুলোতে ফোনটি ০.৯ মিটার উচ্চতা থেকে মার্বেলে ১৫০ বার মুখ থুবড়ে পড়া এবং ১.৫ মিটার উচ্চতা থেকে ৩০ বার একইভাবে পড়া সত্ত্বেও অক্ষত থেকেছে।
এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি ৮১০ এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন অর্জন করেছে এই ফোন। এ ছাড়া ডিভাইসটিতে ব্যবহৃত আর্মারশেল গ্লাস অতিরিক্ত চাপ ও স্ক্র্যাচ থেকে সুরক্ষা দেয়।
এসব বৈশিষ্ট্য ছাড়াও এই স্মার্টফোনে আছে ব্যাটারির স্থায়িত্ব, উন্নত চিপসেট ও এআই প্রযুক্তি, আল্ট্রাবুম স্পিকার, মিনি ক্যাপসুল ৩.০ প্রযুক্তি, এআই স্মার্ট লুপের মতো বেশ কিছু প্রযুক্তি।
মাত্র ২০ হাজার টাকায় রিয়েলমির আউটলেটে এই ফোন পাওয়া যাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু তথ্য বিশ্লেষণেই নয়, চিকিৎসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগীদের প্রতি সহানুভূতি দেখানো এবং আবেগ বোঝার ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকদেরও ছাড়িয়ে যাচ্ছে এআই। এমনই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিরল রোগে আক্রান্ত র্যাচেল স্টল এবং দেশটির শীর্ষ চিকিৎসকের
৬ ঘণ্টা আগেবাংলাদেশের অপোর সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে এখন পাওয়া যাচ্ছে ‘অপো রেনো১৩ ৫জি’ এবং এই মোবাইলের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৯ হাজার ৯৯০ টাকা।
৭ ঘণ্টা আগেআইফোনের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার চেষ্টা করলেও এখন পর্যন্ত চীনের বিকল্প হিসেবে উপযুক্ত কোনো দেশ খুঁজে পায়নি অ্যাপল। উৎপাদনের ক্ষেত্রে চীনের দক্ষ জনশক্তি, সুসংগঠিত অবকাঠামো এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা অ্যাপলকে দেশটির ওপর নির্ভরশীল হতে বাধ্য করেছে।
১৫ ঘণ্টা আগেপ্রথমবারের মতো টিউশন ফি পরিশোধে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গ্রহণের ঘোষণা দিয়েছে স্কটল্যান্ডের একটি বেসরকারি বোর্ডিং স্কুল। চলতি বছরের শরৎকালীন সেশন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে স্কটল্যান্ডের আর্গাইল অ্যান্ড বুট কাউন্টির হেলেন্সবার্গে অবস্থিত লোমন্ড স্কুল। বছরে সর্বোচ্চ ৩৮ হাজার পাউন্ড...
১৯ ঘণ্টা আগে