Ajker Patrika

বার্ষিক ৩ লাখ বিদ্যুচ্চালিত যানবাহন বানাতে কারখানা দিচ্ছে শাওমি

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

বার্ষিক ৩ লাখ যানবাহন উৎপাদনে লক্ষ্যে বেইজিংয়ে একটি কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন জায়ান্ট শাওমি। প্রতিষ্ঠানটির বিদ্যুচ্চালিত যানবাহন ইউনিটের জন্য এ কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছে চীনের রাজধানী কর্তৃপক্ষ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কারখানাটি দুটি ধাপে নির্মিত হবে। বেইজিংয়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলে শাওমির অটো ইউনিটের সদর দপ্তর, বিক্রয় এবং গবেষণা অফিস তৈরি করবে। সরকার-সমর্থিত অর্থনৈতিক উন্নয়ন সংস্থা বেইজিং ই-টাউনের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে। 

বেইজিং ই-টাউনের পক্ষ থেকে বলা হচ্ছে—গত অক্টোবরে শাওমির প্রধান নির্বাহী লেই জুন ঘোষণা দেন, ২০২৪ সালে কারখানাটি ব্যাপক উৎপাদনে পৌঁছানোর প্রত্যাশা রাখছে। সে লক্ষ্যে কাজও চলছে। 

এর আগে চলতি বছরের মার্চে শাওমি নতুন বিদ্যুচ্চালিত যান নির্মাণ খাতে ১০ বিলিয়ন ডলার (১ হাজার কোটি) বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি আগস্টের শেষের দিকে ব্যবসায়িক নিবন্ধন সম্পন্ন করেছে। 

স্মার্টফোন ব্যবসায় দেশীয় বিক্রয় বাড়াতে শাওমি হাজার হাজার দোকান খুলছে। এরই মাঝে বিদ্যুচ্চালিত যানবাহন বিক্রি পরিকল্পনা করায় এই দোকানগুলোকে চ্যানেল হিসেবে ব্যবহার করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত