প্রযুক্তি ডেস্ক
একসময়ের নকিয়ার জনপ্রিয় ফোন ‘নকিয়া ৬৬০০’। এই ফিচার ফোনটি ছিল ওই সময়ে বাজারের অন্যতম জনপ্রিয় ফোনগুলোর মধ্যে একটি। নকিয়া এই ফোনটি আবার বাজারে আনছে। তবে এবার নতুন রূপে ৫জি প্রযুক্তিতে আনা হচ্ছে এই ফোন। নতুন এই সংস্করণের নাম দেওয়া হয়েছে নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা।
গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষায় থাকবে ৭কে কর্নিং গরিলা গ্লাস। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮। থাকছে ৮ জিবি ও ১২ জিবি র্যাম। স্টোরেজ হবে যথাক্রমে ১২৮ জিবি ও ৫১২ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১৩। ক্যামেরা সেকশনে থাকছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।
এই ফোনটি কবে উন্মোচন করা হবে সে বিষয়ে এইচএমডি গ্লোবাল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। ফোনটির দাম সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
সম্প্রতি, মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে।
জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
একসময়ের নকিয়ার জনপ্রিয় ফোন ‘নকিয়া ৬৬০০’। এই ফিচার ফোনটি ছিল ওই সময়ে বাজারের অন্যতম জনপ্রিয় ফোনগুলোর মধ্যে একটি। নকিয়া এই ফোনটি আবার বাজারে আনছে। তবে এবার নতুন রূপে ৫জি প্রযুক্তিতে আনা হচ্ছে এই ফোন। নতুন এই সংস্করণের নাম দেওয়া হয়েছে নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা।
গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, নকিয়া ৬৬০০ ৫জি আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষায় থাকবে ৭কে কর্নিং গরিলা গ্লাস। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮। থাকছে ৮ জিবি ও ১২ জিবি র্যাম। স্টোরেজ হবে যথাক্রমে ১২৮ জিবি ও ৫১২ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১৩। ক্যামেরা সেকশনে থাকছে একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর।
এই ফোনটি কবে উন্মোচন করা হবে সে বিষয়ে এইচএমডি গ্লোবাল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। ফোনটির দাম সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি।
সম্প্রতি, মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে।
জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১৬ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১৭ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১৭ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
২০ ঘণ্টা আগে