অনলাইন ডেস্ক
মটোরোলার জি সিরিসের নতুন স্মার্টফোন মটো জি৮৪ সেপ্টেম্বরে বাজারে আসছে। আগের দুটি মডেলের স্পেসিফিকেশনের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে মটোরোলার এই নতুন ফোনে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে মুকুল শর্মার (স্টাফলিস্টিংস) নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে বলা হয়, এই ফোনের একটি ভার্সন গাড় মেজেন্টা রঙের হতে পারে। এতে ভেগান লেদার (উদ্ভিজ্জ চামড়া) ব্যবহার করা হয়েছে।
গত মাসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটির ডিসপ্লতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। সেই সাথে ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর ফোনটি কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে।
মটো জি৮৪ এর সম্ভাব্য স্পেসিফেকশন
নেটওয়ার্ক: ৫ জি
চিপসেট: কোয়ালকাম স্নাপড্রাগন ৬৯৫
ডিসপ্লে: ১০ বিট পি–ওলেড
রিফ্রেস রেট: ১২০ হার্জ
প্লাটফর্ম/অপারেটিং সিস্টেম:
মেমোরি: ১২ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
রঙ: গাড় মেজেন্টা, কালো, ধূসর ও লাল।
মটো জি৮৪ ফোনটির দাম কত হবে তা জানা যায়নি। গত বছরের মটো জি৮২ ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ছিল ২১ হাজার ৪৯৯ রুপি। এ বছরের মার্চে বাজারে আসা মটো জি৭৩ ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ১৮ হাজার ৯৯৯ রুপি।
আগের মটো জি৮২ ও মটো জি৭৩ এর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মটোরোলার জি সিরিসের নতুন স্মার্টফোন মটো জি৮৪ সেপ্টেম্বরে বাজারে আসছে। আগের দুটি মডেলের স্পেসিফিকেশনের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে মটোরোলার এই নতুন ফোনে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে মুকুল শর্মার (স্টাফলিস্টিংস) নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে বলা হয়, এই ফোনের একটি ভার্সন গাড় মেজেন্টা রঙের হতে পারে। এতে ভেগান লেদার (উদ্ভিজ্জ চামড়া) ব্যবহার করা হয়েছে।
গত মাসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটির ডিসপ্লতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। সেই সাথে ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর ফোনটি কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে।
মটো জি৮৪ এর সম্ভাব্য স্পেসিফেকশন
নেটওয়ার্ক: ৫ জি
চিপসেট: কোয়ালকাম স্নাপড্রাগন ৬৯৫
ডিসপ্লে: ১০ বিট পি–ওলেড
রিফ্রেস রেট: ১২০ হার্জ
প্লাটফর্ম/অপারেটিং সিস্টেম:
মেমোরি: ১২ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
রঙ: গাড় মেজেন্টা, কালো, ধূসর ও লাল।
মটো জি৮৪ ফোনটির দাম কত হবে তা জানা যায়নি। গত বছরের মটো জি৮২ ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ছিল ২১ হাজার ৪৯৯ রুপি। এ বছরের মার্চে বাজারে আসা মটো জি৭৩ ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ১৮ হাজার ৯৯৯ রুপি।
আগের মটো জি৮২ ও মটো জি৭৩ এর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
৫ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
৬ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৬ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৯ ঘণ্টা আগে