Ajker Patrika

গুগলের সঙ্গে মিলে সস্তা ফোন আনলেন মুকেশ আম্বানি

আপডেট : ২৪ জুন ২০২১, ২২: ০০
গুগলের সঙ্গে মিলে সস্তা ফোন আনলেন মুকেশ আম্বানি

ঢাকা: গুগলের সঙ্গে মিলে সাশ্রয়ী ফোরজি স্মার্টফোন আনল ভারতের রিলায়েন্স জিও। আজ বৃহস্পতিবার বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সামনে ফোনটি প্রদর্শন করেন। এ অনুষ্ঠানে যোগ দেন অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

রিলায়েন্স জিও সস্তায় ফোরজি ফোন আনছে–এ খবর অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। পরে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয় অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রতিষ্ঠান গুগল। অবশেষে দুই কোম্পানি যৌথভাবে বাজারে আনতে যাচ্ছে ‘ভারতীয়দের জন্য ফোরজি স্মার্টফোন’ জিওফোন নেক্সট।

মুকেশ আম্বানি ডিভাইসটি প্রদর্শনের সময় এটির সক্ষমতা তুলে ধরতে গিয়ে বলেন, এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণে চলবে। সুন্দর পিচাই ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, এই ফোন ‘ভারতের জন্য তৈরি’। এতে রয়েছে–অনুবাদ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং দুর্দান্ত ক্যামেরা ফিচার।

দুই কোম্পানির ইঞ্জিনিয়াররা নয় মাসেরও বেশি সময় ধরে অ্যান্ড্রয়েডের একটি কাস্টমাইজড সংস্করণের সঙ্গে জিওনেক্সট–এর হার্ডওয়্যারগুলোর সিঙ্ক করার কাজ করেছেন।

ভারতের প্রধান ই–কমার্স প্ল্যাটফর্মগুলোতে আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই ফোন বিক্রি শুরু হবে। তবে ফোনটির দাম প্রকাশ করা হয়নি।

ভারতের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি রিলায়েন্স জিও। বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ৪২ কোটি ৩০ লাখের বেশি। গত বছর রিলায়েন্সের ৪৫০ বিলিয়ন ডলারের শেয়ার কেনার ঘোষণা দেয় গুগল। জিওর আসন্ন ফাইভজি ওয়্যারলেস সেবা অনেকাংশে গুগল ক্লাউড প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত