প্রযুক্তি ডেস্ক
ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো ব্যক্তিগত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লুটুথ। কারণ এই প্রযুক্তি ডিভাইস নিরপেক্ষ। অ্যাপল, স্যামসাং বা এ ধরনের বড় ব্র্যান্ডের ডিভাইসগুলোর ডেটা ট্রান্সফারের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে। এসব অ্যাপ্লিকেশন ওয়াইফাই, ব্লুটুথ অথবা ক্লাউড সার্ভিস ব্যবহার করে।
কিন্তু আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) এমন একটি প্রযুক্তি যেটিতে এসবের ওপর নির্ভর করার দরকার নেই। এই প্রযুক্তি কাছাকাছি দূরত্বে দুর্দান্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।
গুগলের ডিভাইসে এখন এই প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সামনের ক্রোমবুকগুলোতে ব্লুটুথ মডিউল রাখাই হবে না।
পিক্সেল ওয়াচ ২–এ ইউডব্লিউবি মডিউল থাকবে বলে গুঞ্জন রয়েছে।
ক্রোমবুক বিষয়ক ব্লগ ক্রোম আনবক্সড জানিয়েছে, ক্রোমিয়াম গেরিট–এ ইউডব্লিউবির সূত্র পাওয়া গেছে।
ক্রোমিয়াম গেরিট একটি ওপেন–সোর্স ওয়েব–ভিত্তিক কোড কোলাবরেশন টুল। এখানে ডেভেলপারেরা সোর্স কোডের পরিবর্তন পর্যালোচনা করতে পারেন। এই প্ল্যাটফর্মের এই সোর্স কোড দেখে ধারণা করা যায়, গুগল বর্তমানে ক্রোমবুকে ইউডব্লিউবি প্রযুক্তি পরীক্ষা করছে।
ব্লগটি অনুসারে, গুগল প্রযুক্তিটির কয়েকটি ব্যবহারের ক্ষেত্র পরীক্ষা করছে। ক্রোমবুক থেকে ক্রোমবুক, ক্রোমবুক থেকে ফোন এবং একসঙ্গে একাধিক ব্যবহারকারী যুক্ত হওয়ার সুবিধা পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
ইউডব্লিউবি প্রযুক্তি কী
ইউডব্লিউবি হলো স্বল্প-পরিসরে এবং কম দূরত্বে বেতার যোগাযোগ প্রযুক্তি। এই প্রযুক্তি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, বহুমুখী এবং সস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এর গতি ৪ এমবিপিএস থেকে ৬৭৫ এমবিপিএস বা এরও বেশি। সেই সঙ্গে খুবই নির্ভুলভাবে লোকেশন ট্র্যাক করতে পারে।
এটি বর্তমানে সরাসরি এন্ট্রি, অটোমেশন, ট্র্যাকিং এবং আরও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেক ফোন এবং ট্র্যাকার ট্যাগে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
ক্রোমবুকে এ ধরনের প্রযুক্তি থাকলে সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। একটি কক্ষে একটি শেয়ার্ড ড্রাইভ ইউডব্লিউবি–এর সঙ্গে যুক্ত করলে একাধিক ব্যক্তি সেটিতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। কোনো অ্যাপ মিরর করার সময় আর কোনো ল্যাগ থাকবে না। অর্থাৎ ঘরের মধ্যে তারহীন সংযোগে একটি বৈপ্লবিক পরিবর্তন অপেক্ষা করছে।
ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো ব্যক্তিগত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লুটুথ। কারণ এই প্রযুক্তি ডিভাইস নিরপেক্ষ। অ্যাপল, স্যামসাং বা এ ধরনের বড় ব্র্যান্ডের ডিভাইসগুলোর ডেটা ট্রান্সফারের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে। এসব অ্যাপ্লিকেশন ওয়াইফাই, ব্লুটুথ অথবা ক্লাউড সার্ভিস ব্যবহার করে।
কিন্তু আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) এমন একটি প্রযুক্তি যেটিতে এসবের ওপর নির্ভর করার দরকার নেই। এই প্রযুক্তি কাছাকাছি দূরত্বে দুর্দান্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।
গুগলের ডিভাইসে এখন এই প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সামনের ক্রোমবুকগুলোতে ব্লুটুথ মডিউল রাখাই হবে না।
পিক্সেল ওয়াচ ২–এ ইউডব্লিউবি মডিউল থাকবে বলে গুঞ্জন রয়েছে।
ক্রোমবুক বিষয়ক ব্লগ ক্রোম আনবক্সড জানিয়েছে, ক্রোমিয়াম গেরিট–এ ইউডব্লিউবির সূত্র পাওয়া গেছে।
ক্রোমিয়াম গেরিট একটি ওপেন–সোর্স ওয়েব–ভিত্তিক কোড কোলাবরেশন টুল। এখানে ডেভেলপারেরা সোর্স কোডের পরিবর্তন পর্যালোচনা করতে পারেন। এই প্ল্যাটফর্মের এই সোর্স কোড দেখে ধারণা করা যায়, গুগল বর্তমানে ক্রোমবুকে ইউডব্লিউবি প্রযুক্তি পরীক্ষা করছে।
ব্লগটি অনুসারে, গুগল প্রযুক্তিটির কয়েকটি ব্যবহারের ক্ষেত্র পরীক্ষা করছে। ক্রোমবুক থেকে ক্রোমবুক, ক্রোমবুক থেকে ফোন এবং একসঙ্গে একাধিক ব্যবহারকারী যুক্ত হওয়ার সুবিধা পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।
ইউডব্লিউবি প্রযুক্তি কী
ইউডব্লিউবি হলো স্বল্প-পরিসরে এবং কম দূরত্বে বেতার যোগাযোগ প্রযুক্তি। এই প্রযুক্তি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, বহুমুখী এবং সস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এর গতি ৪ এমবিপিএস থেকে ৬৭৫ এমবিপিএস বা এরও বেশি। সেই সঙ্গে খুবই নির্ভুলভাবে লোকেশন ট্র্যাক করতে পারে।
এটি বর্তমানে সরাসরি এন্ট্রি, অটোমেশন, ট্র্যাকিং এবং আরও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেক ফোন এবং ট্র্যাকার ট্যাগে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
ক্রোমবুকে এ ধরনের প্রযুক্তি থাকলে সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। একটি কক্ষে একটি শেয়ার্ড ড্রাইভ ইউডব্লিউবি–এর সঙ্গে যুক্ত করলে একাধিক ব্যক্তি সেটিতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। কোনো অ্যাপ মিরর করার সময় আর কোনো ল্যাগ থাকবে না। অর্থাৎ ঘরের মধ্যে তারহীন সংযোগে একটি বৈপ্লবিক পরিবর্তন অপেক্ষা করছে।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
৯ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১০ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১২ ঘণ্টা আগে