Ajker Patrika

স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করবেন যেভাবে

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে বাজারে সেরা মোবাইল ফোনগুলোর দাম আকাশছোঁয়া। তাই নতুন ফোন না কিনে পুরোনো ফোনটিকেই যত্নে ব্যবহার করে দীর্ঘদিন চালিয়ে যাওয়া অনেক বেশি লাভজনক ও পরিবেশবান্ধব। এ জন্য যা করতে পারেন—

সব আপডেট ইনস্টল করুন

নিয়মিত সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট না করলে মোবাইল ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে কিংবা হ্যাকারদের জন্য তা নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। তাই মোবাইল ফোন নিয়মিত আপডেট রাখুন।

ভালো কাভার ব্যবহার করুন

মোবাইল ফোন কেনার সঙ্গে একটি ভালো মানের কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করলে ফোনটি দুর্ঘটনাজনিত যেকোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে। পরবর্তীকালে বিক্রি করার সময় ফোনের ভালো চেহারা দাম বাড়াতে সাহায্য করবে।

ব্যাটারিই বদলান

মোবাইল ফোন পুরোনো হলে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। এ ক্ষেত্রে মোবাইল ফোন না বদলে কোনো বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্যাটারি বদলাতে পারেন।

অপ্রয়োজনীয় অ্যাপ ও ছবি বাদ দিন

মোবাইল ফোনে দীর্ঘদিন জমে থাকা পুরোনো অ্যাপ, ভিডিও, ছবি—সবকিছুই ফোনের স্টোরেজ দখল করে রাখে। সে কারণে সেটি ক্রমেই ধীরগতির হয়ে যায়। ছবি ও ভিডিও ক্লাউডে ব্যাকআপ নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন।

পোর্ট পরিষ্কার করুন

টুথপিক দিয়ে ধীরে ধীরে পোর্ট পরিষ্কার করুন। পাশাপাশি ফোনের স্পিকার ও মাইক্রোফোনে জমে থাকা ধুলাবালু একটি শুকনা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নিন।

সূত্র: সি-নেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত