প্রযুক্তি প্রতিবেদক
দেশের বাজারে উন্মুক্ত হলো ভিভোর সিনেম্যাটিক ফোন ভিভো এক্স৬০প্রো। ফোনটিকে সিনেম্যাটিক বলার কারণ হচ্ছে, জার্মানভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান কার্ল জেইসের লেন্স স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে। পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের ক্যামেরাগুলোতেও কার্ল জেইসের লেন্স ব্যবহার করা হয়। ফলে স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফির জন্যেও দারুণভাবে কাজে দিবে। ফোনটির পিছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে।
গত বুধবার দেশের বাজারে উন্মুক্ত করা হয় এই স্মার্টফোনটি। এটি বাংলাদেশে ভিভোর প্রথম এক্স সিরিজের ফোন। পাশাপাশি ভিভোর প্রথম ৫জি স্মার্টফোনও এটি।
ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘ভিভোর গ্লোবাল একটি জরিপে দেখা গেছে, স্মার্টফোনে তোলা ছবির ৬৪ শতাংশ ছবিই নষ্ট হয়ে যায় শুধু স্মার্টফোন কেঁপে যাওয়ার কারণে। তবে স্মার্টফোনটি এ সমস্যার সমাধান করবে। এমনকি ফোনটি দিয়ে পেশাদার ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফিও করা যাবে। এই স্মার্টফোনে জেইসের সেভেন-পি লেন্স ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে আর কোনো স্মার্টফোনে নেই।
ভিভোর এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৭ ন্যানোমিটারের চিপসেটসহ অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ-রেসপন্স রেট ২৪০ হার্টজ।
ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম।
থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যাটিন ফিনিশের এজি গ্লাস। ফলে এতে কোনো দাগ পড়বে না। এ ফোনটি পাওয়া যাবে নীল ও কালো রঙের। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে।
৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের সঙ্গে ভিভো এক্স৬০প্রো’তে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।
দেশের বাজারে উন্মুক্ত হলো ভিভোর সিনেম্যাটিক ফোন ভিভো এক্স৬০প্রো। ফোনটিকে সিনেম্যাটিক বলার কারণ হচ্ছে, জার্মানভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান কার্ল জেইসের লেন্স স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে। পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের ক্যামেরাগুলোতেও কার্ল জেইসের লেন্স ব্যবহার করা হয়। ফলে স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফির জন্যেও দারুণভাবে কাজে দিবে। ফোনটির পিছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে।
গত বুধবার দেশের বাজারে উন্মুক্ত করা হয় এই স্মার্টফোনটি। এটি বাংলাদেশে ভিভোর প্রথম এক্স সিরিজের ফোন। পাশাপাশি ভিভোর প্রথম ৫জি স্মার্টফোনও এটি।
ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘ভিভোর গ্লোবাল একটি জরিপে দেখা গেছে, স্মার্টফোনে তোলা ছবির ৬৪ শতাংশ ছবিই নষ্ট হয়ে যায় শুধু স্মার্টফোন কেঁপে যাওয়ার কারণে। তবে স্মার্টফোনটি এ সমস্যার সমাধান করবে। এমনকি ফোনটি দিয়ে পেশাদার ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফিও করা যাবে। এই স্মার্টফোনে জেইসের সেভেন-পি লেন্স ব্যবহার করা হয়েছে, যা বর্তমানে আর কোনো স্মার্টফোনে নেই।
ভিভোর এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৭ ন্যানোমিটারের চিপসেটসহ অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ-রেসপন্স রেট ২৪০ হার্টজ।
ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম।
থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যাটিন ফিনিশের এজি গ্লাস। ফলে এতে কোনো দাগ পড়বে না। এ ফোনটি পাওয়া যাবে নীল ও কালো রঙের। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে।
৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের সঙ্গে ভিভো এক্স৬০প্রো’তে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৬ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৬ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৬ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে