বিশ্ববাজারে ভি সিরিজের নতুন মডেল ভি৩০ লাইট ৪জি ফোন নিয়ে এল ভিভো। এতে চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫। এই ফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৫ হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে।
ফোনটি এর আগে রাশিয়া ও কম্বোডিয়ার বাজারে উন্মোচন করা হয়।
ভি ৩০ লাইট ৪জি ফোনের দাম ও রং
ভি ৩০ লাইট ৪জি ফোনটির দাম প্রায় ২২ হাজার ৫১০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটি ক্রিস্টালাইন ব্ল্যাক ও সেরেন গ্রিন রঙে পাওয়া যাবে।
ভি ৩০ লাইট ৪জি ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
আয়তন: ১৬৩.১৭ × ৭৫.৮১ × ৭.৯৫ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
ব্লুটুথ: ব্লুটুথ ৫.০
ইউএসবি: ইউএসবি
আইপি রেটিং: আইপি রেটিং ৫৪
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
ফাস্ট চার্জিং: ৮০ ওয়াট
বিশ্ববাজারে ভি সিরিজের নতুন মডেল ভি৩০ লাইট ৪জি ফোন নিয়ে এল ভিভো। এতে চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫। এই ফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৫ হাজার এমএএইচের ব্যাটারি রয়েছে।
ফোনটি এর আগে রাশিয়া ও কম্বোডিয়ার বাজারে উন্মোচন করা হয়।
ভি ৩০ লাইট ৪জি ফোনের দাম ও রং
ভি ৩০ লাইট ৪জি ফোনটির দাম প্রায় ২২ হাজার ৫১০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটি ক্রিস্টালাইন ব্ল্যাক ও সেরেন গ্রিন রঙে পাওয়া যাবে।
ভি ৩০ লাইট ৪জি ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি এলটিই
আয়তন: ১৬৩.১৭ × ৭৫.৮১ × ৭.৯৫ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫
মেমোরি: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
ব্লুটুথ: ব্লুটুথ ৫.০
ইউএসবি: ইউএসবি
আইপি রেটিং: আইপি রেটিং ৫৪
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
ফাস্ট চার্জিং: ৮০ ওয়াট
মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
২৯ মিনিট আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৮ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগে