শাওমির নতুন স্মার্টফোনের সিরিজ রেডমি নোট ১৩ বাজারে আসছে শিগগির। এই ফোনে কি কি বৈশিষ্ট্য থাকছে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদন বলছে, শাওমির অন্যান্য নোট সিরিজের মত এই সিরিজেও রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো ও রেডমি নোট ১৩ প্রো প্লাস মডেল থাকবে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে Skrzypek নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করে বলা হয়, সম্প্রতি প্রকাশিত রেডমি কে৬০ আলট্রা মডেলের মত রেডমি নোট ১৩ সিরিজেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকবে। পেছনে ৪টি ক্যামেরা থাকবে। ক্যামেরায় ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি ৩ প্রাইমারি সেন্সর থাকতে পারে।
এই তথ্যদাতা আরও জানান, প্রাইমারি সেন্সরের সঙ্গে আলট্রা–ওয়াইড–অ্যাঙ্গেল লেন্সসহ ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৩৫৫ সেন্সর ও মাইক্রো লেন্সসহ ২ মেগাপিক্সেল অমনিভিশন ওভি২বি১০ সেন্সর থাকবে।
রেডমি নোট ১৩ প্রো প্লাস: সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল, ৪ এক্স জুমসহ
ডিসপ্লে: কার্ভ–এজ
রেজুলেশন: ১.৫ কে
রিফ্রেশ রেট: ১২০ হার্জ
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চাজিং: ১২০ ওয়াট, ফাস্ট চার্জিং
গত বছরের ডিসেম্বরে রেডমি নোট ১২ সিরিজ বাজারে আসে। রেডমি নোট ১২ প্রো ও রেডমি নোট ১২ প্রো প্লাসে অক্টাকোর ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১২ প্রোর পেছনের ক্যামেরায় ৫০ মেগা মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আলট্রা–ওয়াইড–অ্যাঙ্গেল লেন্সসহ ৮ মেগাপিক্সেল সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সামনের ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
রেডমি নোট ১২ প্রো প্লাসে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়া রেডমি নোট ১২ প্রো এর মত একই ধরনের স্পেসিফিকেশন রয়েছে।
শাওমির নতুন স্মার্টফোনের সিরিজ রেডমি নোট ১৩ বাজারে আসছে শিগগির। এই ফোনে কি কি বৈশিষ্ট্য থাকছে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদন বলছে, শাওমির অন্যান্য নোট সিরিজের মত এই সিরিজেও রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো ও রেডমি নোট ১৩ প্রো প্লাস মডেল থাকবে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে Skrzypek নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করে বলা হয়, সম্প্রতি প্রকাশিত রেডমি কে৬০ আলট্রা মডেলের মত রেডমি নোট ১৩ সিরিজেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকবে। পেছনে ৪টি ক্যামেরা থাকবে। ক্যামেরায় ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি ৩ প্রাইমারি সেন্সর থাকতে পারে।
এই তথ্যদাতা আরও জানান, প্রাইমারি সেন্সরের সঙ্গে আলট্রা–ওয়াইড–অ্যাঙ্গেল লেন্সসহ ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৩৫৫ সেন্সর ও মাইক্রো লেন্সসহ ২ মেগাপিক্সেল অমনিভিশন ওভি২বি১০ সেন্সর থাকবে।
রেডমি নোট ১৩ প্রো প্লাস: সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল, ৪ এক্স জুমসহ
ডিসপ্লে: কার্ভ–এজ
রেজুলেশন: ১.৫ কে
রিফ্রেশ রেট: ১২০ হার্জ
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চাজিং: ১২০ ওয়াট, ফাস্ট চার্জিং
গত বছরের ডিসেম্বরে রেডমি নোট ১২ সিরিজ বাজারে আসে। রেডমি নোট ১২ প্রো ও রেডমি নোট ১২ প্রো প্লাসে অক্টাকোর ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১২ প্রোর পেছনের ক্যামেরায় ৫০ মেগা মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আলট্রা–ওয়াইড–অ্যাঙ্গেল লেন্সসহ ৮ মেগাপিক্সেল সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সামনের ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
রেডমি নোট ১২ প্রো প্লাসে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়া রেডমি নোট ১২ প্রো এর মত একই ধরনের স্পেসিফিকেশন রয়েছে।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
১ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
২ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
৪ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৫ ঘণ্টা আগে