অনলাইন ডেস্ক
প্রযুক্তির জগতে বড় ধরনের পরিবর্তন ঘটে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল চ্যাটজিপিটি বাজারে আসার পরে। এই প্রযুক্তি শুধু বিশ্বজুড়ে এআই নিয়ে ভাবনার ধারা বদলে দেয়নি, একই সঙ্গে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে এই খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছে। এই বিপ্লবের কেন্দ্রে ছিলেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যান। এবার তাঁকে নিয়ে মুভি বানাবে অ্যামাজন, যেখানে অল্টম্যানের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে স্পাইডার-ম্যান খ্যাত অ্যান্ড্রু গারফিল্ডের।
২০২৩ সালে স্যাম অল্টম্যানকে ওপেনএআই থেকে বরখাস্ত ও পুনর্বহালের নাটকীয় পাঁচ দিনের কাহিনি এবার উঠে আসবে ‘আর্টিফিশিয়াল’ নামের মুভিতে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
৪০ মিলিয়ন ডলারের এই সিনেমার পেছনে রয়েছে অ্যামাজনের অর্থায়ন। পাক নিউজের (Puk news) হাতে আসা একটি প্রাথমিক চিত্রনাট্যের খসড়া অনুসারে সিনেমাটি প্রযুক্তি দুনিয়ায় কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে।
চিত্রনাট্য অনুযায়ী, সিনেমাটি মূলত ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক বোর্ড সদস্য ইলিয়া সুতস্কেভারের ভূমিকার ওপর গুরুত্ব দেবে। বিভিন্ন বিশ্লেষকের মতে, সুতস্কেভার অল্টম্যানকে অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে সিনেমাটির অধিকাংশ চরিত্রকেই তেমন ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্বয়ং অল্টম্যানই। চিত্রনাট্য অনুযায়ী ইলন মাস্ক ও দারিও অ্যামোডেইয়ের চরিত্রকে ছোট পরিসরে দেখানো হতে পারে।
ইন্টারনেট মুভি ডেটাবেজ আইএমডিবির তথ্যমতে, ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের কাস্টিং চূড়ান্ত হয়েছে।
অভিনয়ে যাঁরা থাকতে পারেন
স্পাইডার-ম্যান খ্যাত অ্যান্ড্রু গারফিল্ড সিনেমাটিতে স্যাম অল্টম্যানের চরিত্রে অভিনয় করছেন। গারফিল্ড আগেও প্রযুক্তিভিত্তিক চলচ্চিত্র ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ কাজ করেছেন। সেখানে তিনি ফেসবুক সহপ্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সেভেরিনের চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে আবেগঘন ড্রামা ‘উই লিভ ইন টাইম’-এ।
রাশিয়ান অভিনেতা ইউরা বোরিসভ হচ্ছেন ইলিয়া সুতস্কেভার। তিনি ‘অ্যানোরা’ সিনেমায় অভিনয় করে অস্কার মনোনয়ন পান।
সুতস্কেভার ছিলেন ওপেনএআইয়ের অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং ২০২৩ সালের নভেম্বরে বোর্ডের সদস্য হিসেবে অল্টম্যানকে অপসারণে ভোট দেন। পরে অবশ্য নিজের ভূমিকায় অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্তে অংশ নেওয়াটা আমার জন্য অনুশোচনার।’
অল্টম্যান পুনরায় ফিরে এলে সুতস্কেভারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। তখন তাকে অফিসে খুব একটা দেখা যায়নি এবং তিনি ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেন। অবশেষে ছয় মাস পর তিনি ওপেনএআই ছেড়ে নতুন গবেষণা প্রতিষ্ঠান ‘সেফ সুপারইন্টিলিজেন্স ল্যাব’ প্রতিষ্ঠা করেন, যেখানে নিরাপদ সুপারইন্টেলিজেন্স নিয়ে কাজ চলছে।
স্ক্রিপ্ট অনুসারে, হলিউডি উপস্থাপনায় সবচেয়ে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে সুতস্কেভারকেই।
এদিকে ওপেনএআইয়ের সাবেক চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাতি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে মনিকা বারবারোর। তিনি ‘আ কম্পিলিট আননোওন’ সিনেমার তারকা। অল্টম্যান বরখাস্ত হওয়ার সময় কিছুদিনের জন্য সিইওর দায়িত্বও সামলেছিলেন মীরা মুরাতি।
পরে তিনি আবার সিটিও হিসেবে ফিরে যান। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে ওপেনএআই ছেড়ে যান এবং ‘থিংকিং মেশিনস ল্যাব’ নামে নতুন এক এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি মানুষের সঙ্গে এআইয়ের সহযোগিতার ওপর জোর দিয়ে মডেল তৈরি করছে এবং ওপেনএআইয়ের কিছু সাবেক কর্মীকেও নিয়োগ দিয়েছে।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
প্রযুক্তির জগতে বড় ধরনের পরিবর্তন ঘটে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল চ্যাটজিপিটি বাজারে আসার পরে। এই প্রযুক্তি শুধু বিশ্বজুড়ে এআই নিয়ে ভাবনার ধারা বদলে দেয়নি, একই সঙ্গে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে এই খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছে। এই বিপ্লবের কেন্দ্রে ছিলেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যান। এবার তাঁকে নিয়ে মুভি বানাবে অ্যামাজন, যেখানে অল্টম্যানের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে স্পাইডার-ম্যান খ্যাত অ্যান্ড্রু গারফিল্ডের।
২০২৩ সালে স্যাম অল্টম্যানকে ওপেনএআই থেকে বরখাস্ত ও পুনর্বহালের নাটকীয় পাঁচ দিনের কাহিনি এবার উঠে আসবে ‘আর্টিফিশিয়াল’ নামের মুভিতে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
৪০ মিলিয়ন ডলারের এই সিনেমার পেছনে রয়েছে অ্যামাজনের অর্থায়ন। পাক নিউজের (Puk news) হাতে আসা একটি প্রাথমিক চিত্রনাট্যের খসড়া অনুসারে সিনেমাটি প্রযুক্তি দুনিয়ায় কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে।
চিত্রনাট্য অনুযায়ী, সিনেমাটি মূলত ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক বোর্ড সদস্য ইলিয়া সুতস্কেভারের ভূমিকার ওপর গুরুত্ব দেবে। বিভিন্ন বিশ্লেষকের মতে, সুতস্কেভার অল্টম্যানকে অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে সিনেমাটির অধিকাংশ চরিত্রকেই তেমন ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্বয়ং অল্টম্যানই। চিত্রনাট্য অনুযায়ী ইলন মাস্ক ও দারিও অ্যামোডেইয়ের চরিত্রকে ছোট পরিসরে দেখানো হতে পারে।
ইন্টারনেট মুভি ডেটাবেজ আইএমডিবির তথ্যমতে, ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের কাস্টিং চূড়ান্ত হয়েছে।
অভিনয়ে যাঁরা থাকতে পারেন
স্পাইডার-ম্যান খ্যাত অ্যান্ড্রু গারফিল্ড সিনেমাটিতে স্যাম অল্টম্যানের চরিত্রে অভিনয় করছেন। গারফিল্ড আগেও প্রযুক্তিভিত্তিক চলচ্চিত্র ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ কাজ করেছেন। সেখানে তিনি ফেসবুক সহপ্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সেভেরিনের চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে আবেগঘন ড্রামা ‘উই লিভ ইন টাইম’-এ।
রাশিয়ান অভিনেতা ইউরা বোরিসভ হচ্ছেন ইলিয়া সুতস্কেভার। তিনি ‘অ্যানোরা’ সিনেমায় অভিনয় করে অস্কার মনোনয়ন পান।
সুতস্কেভার ছিলেন ওপেনএআইয়ের অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং ২০২৩ সালের নভেম্বরে বোর্ডের সদস্য হিসেবে অল্টম্যানকে অপসারণে ভোট দেন। পরে অবশ্য নিজের ভূমিকায় অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্তে অংশ নেওয়াটা আমার জন্য অনুশোচনার।’
অল্টম্যান পুনরায় ফিরে এলে সুতস্কেভারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। তখন তাকে অফিসে খুব একটা দেখা যায়নি এবং তিনি ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেন। অবশেষে ছয় মাস পর তিনি ওপেনএআই ছেড়ে নতুন গবেষণা প্রতিষ্ঠান ‘সেফ সুপারইন্টিলিজেন্স ল্যাব’ প্রতিষ্ঠা করেন, যেখানে নিরাপদ সুপারইন্টেলিজেন্স নিয়ে কাজ চলছে।
স্ক্রিপ্ট অনুসারে, হলিউডি উপস্থাপনায় সবচেয়ে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে সুতস্কেভারকেই।
এদিকে ওপেনএআইয়ের সাবেক চিফ টেকনোলজি অফিসার মীরা মুরাতি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে মনিকা বারবারোর। তিনি ‘আ কম্পিলিট আননোওন’ সিনেমার তারকা। অল্টম্যান বরখাস্ত হওয়ার সময় কিছুদিনের জন্য সিইওর দায়িত্বও সামলেছিলেন মীরা মুরাতি।
পরে তিনি আবার সিটিও হিসেবে ফিরে যান। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে ওপেনএআই ছেড়ে যান এবং ‘থিংকিং মেশিনস ল্যাব’ নামে নতুন এক এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি মানুষের সঙ্গে এআইয়ের সহযোগিতার ওপর জোর দিয়ে মডেল তৈরি করছে এবং ওপেনএআইয়ের কিছু সাবেক কর্মীকেও নিয়োগ দিয়েছে।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের
২ ঘণ্টা আগেবর্তমানে ফ্রিল্যান্সিং একটি বহুল আলোচিত ও জনপ্রিয় পেশা। প্রযুক্তির অগ্রগতির সুবাদে এখন ঘরে বসে বিশ্বের যেকোনো প্রান্তে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে; বিশেষ করে, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারে দেশের বহু তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন। তবে সময়ের সঙ্গে কাজের ধরনেও..
৫ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা টেসলা এ বছর বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি কেবল বাজারে নতুন প্রযুক্তি আর কম মূল্যের গাড়ি এনে টেসলাকে পেছনে ফেলেছে, তা-ই নয়; বরং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগেআজকের বিশ্বে প্রযুক্তি কেবল বিলাসিতা নয়; বরং নিত্যদিনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন, ইন্টারনেট কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও বিশ্বের নানা প্রান্তে এমন কিছু প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা অদ্ভুত ও চমকপ্রদ। এই উদ্ভাবনগুলো মানুষের জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তুলছে। এমনই কিছু ব্যতিক্রমী...
৫ ঘণ্টা আগে