Ajker Patrika

আসছে ৫ গিগাহার্টজের চিপ, পারফরম্যান্সে আইফোনকে ছাড়িয়ে যেতে পারে অ্যান্ড্রয়েড

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৫: ১৯
কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ আগেভাগেই বাজারে আনতে যাচ্ছে। ছবি: কোয়ালকম
কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ আগেভাগেই বাজারে আনতে যাচ্ছে। ছবি: কোয়ালকম

নতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। কারণ, এতে থাকবে ৫ গিগাহার্টজ গতির প্রধান কোর, ফলে ডিভাইসের সফটওয়্যার ও অ্যাপলিকেশনগুলো অত্যন্ত দ্রুত গতিতে চলবে।

তথ্যসূত্র অনুযায়ী, এই প্রসেসরে থাকবে ৫ গিগাহার্টজ গতিসম্পন্ন প্রধান কোর, যা পারফরম্যান্সের দিক দিয়ে চিপটিকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে। এই চিপে থাকবে কোয়ালকমের নিজস্ব ‘ইনহ্যান্সড পেগাসেস কোরস’, যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।

গেমিংয়ের ক্ষেত্রে এই চিপ কাজ করবে। কারণ এতে থাকবে ‘অ্যাডরিনো ৮৪০ জিপিইউ’, যা যুক্ত হবে অত্যাধুনিক ‘এলপিডিডিআর ৬ র‍্যাম’ মডিউলের সঙ্গে।

কবে আসছে এই চিপ

প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় লিকস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’-এর তথ্যমতে, কোয়ালকম তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ আগেভাগেই বাজারে আনতে যাচ্ছে। সাধারণত অক্টোবরে কোয়ালকম তাদের ফ্ল্যাগশিপ চিপসেট উন্মোচন করে, তবে এবার সেটি এক মাস আগেই প্রকাশ পেতে পারে। ২০২৪ সালে ২১ থেকে ২৩ অক্টোবর কোম্পানির বার্ষিক সামিট অনুষ্ঠিত হয়েছিল হাওয়াইয়ে। আগে কোয়ালকম এই সামিট নভেম্বরে করলেও গত দুই বছর সেটি অক্টোবরে নিয়ে এসেছে। এবার সম্ভবত আইফোন ১৭-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার জন্য সেটি সেপ্টেম্বরে নিয়ে আসার পরিকল্পনা করছে।

এই সময়ে যদি কোয়ালকম তাদের নতুন চিপ বাজারে নিয়ে আসে, তাহলে সেটি ঠিক সেপ্টেম্বরে আসন্ন আইফোন ১৭ সিরিজের উন্মোচনের পরপরই হবে। ফলে অ্যাপলকে নতুন আইফোনের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।

যেসব ফোনে দেখা যাবে এই চিপ

স্ন্যাপড্রাগন ৮ এলাইট ২ প্রথমে পাওয়া যেতে পারে শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে। এর মধ্যে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৬-এর মতো ফোন, যা ২০২৬ সালের শুরুতেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

নতুন এই চিপ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোকে অ্যাপলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত