Ajker Patrika

এক্সের আদলে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করছে ওপেনএআই

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯: ৪৪
ওপেনএআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছবি: ইনসিড
ওপেনএআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছবি: ইনসিড

ডিজিটাল জগতে নতুন চমক আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এক্সের (সাবেক টুইটার) আদলে একটি সামাজিক যোগাযোগমাধ্যম নির্মাণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ওপেনএআই একটি অভ্যন্তরীণ প্রোটোটাইপ তৈরি করেছে, যেখানে চ্যাটজিপিটির ইমেজ জেনারেশনের ওপর ভিত্তি করে একটি সোশ্যাল ফিড রয়েছে। ইতিমধ্যে এই প্রকল্প সম্পর্কে বহিরাগতদের সঙ্গে মতবিনিময়ও করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তবে এটি আলাদা অ্যাপ হিসেবে আসবে, নাকি চ্যাটজিপিটির মধ্যেই একীভূত করা হবে, তা এখনো চূড়ান্ত নয়।

বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটির মধ্যে এমন একটি ফিচার যুক্ত হলে অল্টম্যান ও ইলন মাস্কের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকট হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মাস্ক যখন ওপেনএআই কেনার জন্য ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি অনানুষ্ঠানিক প্রস্তাব দেন, তখন অল্টম্যান ব্যঙ্গ করে বলেন, ‘না ধন্যবাদ, তবে চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়নে কিনে নিতে পারি।’

ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় পা রাখলে মেটার সঙ্গেও ওপেনএআইয়ের প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জানা গেছে, মেটাও তাদের আসন্ন এআই অ্যাপের জন্য একটি সোশ্যাল ফিড চালুর পরিকল্পনা করছে। কিছুদিন আগে মেটার এআই অ্যাপ তৈরির খবর ছড়িয়ে পড়লে অল্টম্যান টুইটারে বলেন, ‘ঠিক আছে, তাহলে আমরাও একটা সোশ্যাল অ্যাপ বানাব।’

বিশেষজ্ঞদের মতে, সামাজিক অ্যাপ চালু করলে ওপেনএআই নিজস্ব রিয়েল-টাইম ডেটার উৎস পাবে, যা এআই মডেল প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে ব্যবহার করছে এক্স ও মেটা। যেমন মাস্কের গ্রোক এক্স-এর কনটেন্ট ব্যবহার করে, আর মেটার লামা মডেল প্রশিক্ষিত হচ্ছে মেটার ব্যাপকসংখ্যক ব্যবহারকারীদের ডেটার ওপর ভিত্তি করে।

এই নতুন সোশ্যাল প্রোটোটাইপের পেছনে একটি মূল ধারণা হলো—এআই ব্যবহার করে মানুষ যেন আরও ভালো ও ভাইরাল কনটেন্ট তৈরি করতে পারে। আরেক এআই ল্যাবের কর্মকর্তা বলেন, গ্রোক এক্সের সঙ্গে মিলে যা করছে, তা নিয়ে সবাই ঈর্ষান্বিত। বিশেষ করে যখন মানুষ এটিকে দিয়ে মজার কিছু বলিয়ে ভাইরাল করে।

তবে ওপেনএআই বর্তমানে নানা প্রকল্পে ব্যস্ত। তাই সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির প্রকল্পটি বাস্তবায়িত হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে এই প্রকল্পের অস্তিত্বই বলে দিচ্ছে, ভবিষ্যতের বিপুল প্রত্যাশা সামনে রেখে প্রতিষ্ঠানটি নিজেদের সম্প্রসারণ ও নতুন কিছু তৈরির চেষ্টায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত