Ajker Patrika

ক্লাউড গেমিং পরিষেবা ‘গুগল স্ট্যাডিয়া’ বন্ধের চূড়ান্ত ঘোষণা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৭: ০৬
ক্লাউড গেমিং পরিষেবা ‘গুগল স্ট্যাডিয়া’ বন্ধের চূড়ান্ত ঘোষণা

নিজস্ব ক্লাউড গেমিং পরিষেবা ‘গুগল স্ট্যাডিয়া’ বন্ধের ঘোষণা দিয়েছিল গুগল বেশ আগেই। এবার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ১৮ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল স্ট্যাডিয়া। ২০১৮ সালের অক্টোবরে গুগল স্ট্যাডিয়ার বেটা সংস্করণ উন্মোচন করা হয়, পরের বছর এই পরিষেবার পূর্ণাঙ্গ সংস্করণ আনা হয়। 

ক্লাউড গেমিং সার্ভিসটি যতটা জনপ্রিয় হবে বলে মনে করা হয়েছিল, তা না হওয়ায় পরিষেবাটি বন্ধ করতে বাধ্য হচ্ছে গুগল। 

অনেক প্রকাশক ব্যবহারকারীর গুগল স্ট্যাডিয়াতে থাকা গেমের কেনাকাটা এবং অগ্রগতি অন্যান্য প্ল্যাটফর্মে নিয়ে আসার উপায়গুলো বাতলে দিয়েছেন, যাতে ব্যবহারকারী তাঁর গেমগুলো চালিয়ে যেতে পারেন। যদিও সেসব প্ল্যাটফর্ম থেকে গেমগুলো খেলার জন্য গেমারদের আলাদা করে টাকা খরচ করতে হবে। 

‘গুগল স্টোরের’ মাধ্যমে কেনা সব স্ট্যাডিয়া হার্ডওয়্যারের পাশাপাশি স্ট্যাডিয়া স্টোর থেকে কেনা সব গেম, সফটওয়্যারের অর্থ গেমারদের ফেরত দিচ্ছে গুগল। এই ফেরত দেওয়ার প্রক্রিয়াটি গত নভেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছিল। ১৮ জানুয়ারির মধ্যে বেশির ভাগ অর্থই ফেরত দিয়ে দেওয়ার আশা করছে কোম্পানিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত