Ajker Patrika

টেসলা, গুগল, মাইক্রোসফট থাইল্যান্ডে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে: স্রেথা থাভিসিন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৪
টেসলা, গুগল, মাইক্রোসফট থাইল্যান্ডে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে: স্রেথা থাভিসিন

টেসলা, গুগল ও মাইক্রোসফট থাইল্যান্ডে ৫০০ কোটি ডলারেও বেশি বিনিয়োগ করবে বলে আশা করছেন দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

থাভিসিন বলেন, টেসলা ইভি (বৈদ্যুতিক গাড়ি) উৎপাদনের জন্য এবং মাইক্রোসফট ও গুগল ডেটা সেন্টার তৈরির জন্য বিনিয়োগ করতে চায়। টেসলা, গুগল ও মাইক্রোসফট এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

স্রেথা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের পর ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি এই সপ্তাহের শুরুতে কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গেও আলোচনা করেছিলেন। 

এই নতুন বিদেশি বিনিয়োগ থাইল্যান্ডের দুর্বল অর্থনীতিকে নিরসনে সাহায্য করবে, যা এই বছর ২.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে রপ্তানি কমে যাওয়ার কারণে সংখ্যাটি আগের অনুমানের চেয়ে কম। 

স্রেথা বৈদ্যুতিক গাড়ির খাত সম্পর্কে গত সপ্তাহে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন। 

এশিয়ার চতুর্থ বৃহত্তম অটোমোবাইল অ্যাসেম্বলের ঘাঁটি হল থাইল্যান্ড। এই অবস্থান ধরে রাখার জন্য ইভি ও ব্যাটারি প্রস্তুতকারকদের প্রণোদনা এবং স্থানীয় ইভি ক্রেতাদের ট্যাক্স কমানোর প্রস্তাব করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত