Ajker Patrika

মঙ্গল নিয়ে নানা কথা, টুইটারে মুখে কুলুপ ইলনের 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৮: ৫৯
Thumbnail image

সদ্যই টুইটার কেনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে দিয়েছেন টেসলা ইনকরপোরেশন ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ ঘটনার পর পরই স্থানীয় সময় গতকাল শনিবার এক প্রযুক্তি সম্মেলনে যোগ দেন ইলন। সেখানে মঙ্গল গ্রহে বসতি স্থাপন নিয়ে বিস্তর আলোচনা করলেও, টুইটার নিয়ে টুঁ শব্দটি উচ্চারণ করেননি তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, ওই প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়েছেন এমন দুজন ব্যক্তি এটি নিশ্চিত করেছেন। জানা গেছে, সম্মেলনে অংশ নিয়ে সাক্ষাৎকার দেন ইলন মাস্ক। সেখানে তিনি জানান, মঙ্গল গ্রহে নতুন সভ্যতার গোড়াপত্তন করতে চান। একই সঙ্গে পৃথিবীতে মানুষের জন্মহার বৃদ্ধির পক্ষেও বক্তব্য দিয়েছেন তিনি। তবে টুইটার কেনা বিষয়ক চুক্তি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি বিশ্বের এই শীর্ষ ধনী। 

এই প্রযুক্তি সম্মেলনটির নাম হলো ‘অ্যালেন অ্যান্ড কোং সান ভ্যালি কনফারেন্স’। এটি মূলত মিডিয়া ও প্রযুক্তি বিষয়ক নির্বাহীদের একটি সম্মেলন। যুক্তরাষ্ট্রের আইদাহো রাজ্যে এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। 

স্থানীয় সময় গত শুক্রবার টুইটার না কেনার বিষয়ে ইলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে। তিনি বলেছেন, ফেক অ্যাকাউন্টের বিষয়ে ‘বিভ্রান্তিকর’ বিবৃতি দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চুপটি করে বসে নেই টুইটারও। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে শিগগিরই।    

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি বিশাল ঘোষণা দিয়ে টুইটার কিনে ফেলার তথ্য জানিয়েছিলেন বিখ্যাত উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্স দিয়ে খ্যাতি কুড়ানো ইলনের টুইটার কেনার ঘোষণায় পুরো প্রযুক্তি বিশ্বেই আলোড়ন ওঠে। ইলন দিয়েছিলেন ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা। এর পর টুইটার কর্তৃপক্ষও নির্দিষ্ট বিরতির পর তাতে সম্মতি জানিয়েছিল। আর তখন থেকেই ইলনের পক্ষ থেকে আসতে থাকে টুইটারের খোলনলচে পাল্টানোর হরেক রকমের কথা। আর টুইটারে প্রধান ব্যক্তি হওয়ার গুঞ্জনের মধ্যেই গত ১৩ মে ইলন জানিয়ে দেন, টুইটার কেনা আপাতত অস্থায়ীভাবে স্থগিত।

এদিকে টুইটার ছাড়াও যমজ সন্তান হওয়া নিয়েও আলোচনার কেন্দ্রে আছেন ইলন মাস্ক। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, নিজ প্রতিষ্ঠান নিউরালিংকের একজন শীর্ষ নির্বাহীর সঙ্গে সংসার পেতেছেন ইলন। সেই ঘরে তাঁর যমজ সন্তানও হয়েছে। নিন্দুকেরা বলছেন, এ কারণেই শনিবারের সম্মেলনে পৃথিবীতে মানুষের জন্মহার বৃদ্ধির পক্ষে বক্তব্য দিয়েছেন ইলন মাস্ক।

ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত