অনলাইন ডেস্ক
স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
ওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এসব মডেলগুলো ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ‘দ্য ইনফরমেশন’ এসব তথ্য জানিয়েছে।
১৫ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের জন্য বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একসময় এটি শুধু ব্যক্তিগত ম্যাসেজিং অ্যাপ হিসেবে পরিচিত ছিল। তবে এখন এটি ব্যবসা, ব্র্যান্ডের প্রচার-প্রচারণা এবং বৃহত্তর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামক নতুন ফিচারটি এ
১৭ ঘণ্টা আগেস্মার্টফোনের সবচেয়ে সংবেদশীল অংশ হলো ডিভাইসের স্ক্রিন। হাত থেকে পড়ে গেলে তা সহজেই ভেঙে যেতে পারে। তাই ফোন কেনার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে থাকেন অনেকেই। এটি মূল স্ক্রিনকে একটি অতিরিক্ত সুরক্ষা দেয়। টেম্পারড গ্লাস থেকে শুরু করে লিকুইড কোটিং পর্যন্ত, বিভিন্ন ধরনের স্ক্রিন প্রটেক্টর বাজারে...
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জনসাধারণকে আরও ব্যক্তিগতকৃত কনটেন্ট সরবরাহের জন্য নতুন একটি বিভাগ তৈরি করবে বিবিসি নিউজ। সংবাদমাধ্যমটির প্রধান ডেবোরা টার্নেস বলেন, এআই ব্যবহার করে তাদের সংস্থা ‘এআই’ এবং ‘উদ্ভাবনের’ এর মাধ্যমে শ্রোতাদের নতুন ও আধুনিক উপায়ে সংবাদ উপস্থাপন করবে। বিশেষত তরুণদের..
১ দিন আগে