স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২১ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে