স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৬ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৩ দিন আগে