আজ থেকে বন্ধ হচ্ছে গুগলের পডকাস্ট অ্যাপ। ফলে ব্যবহারকারীর পছন্দের প্রোগ্রামগুলো আর এই অ্যাপের মাধ্যমে শুনতে পারবে না। তবে অ্যাপটির পরিবর্তে ইউটিউবে পডকাস্ট নামে একটি ফিচার যুক্ত করার জন্য অনুরোধ করেছেন ব্যবহারকারীরা।
কিছুদিন ধরেই অ্যাপটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটিতে বন্ধের একটি নোটিফিকেশন দেখানো হচ্ছিল। নোটিফিকেশনে বলা হয়, ২ এপ্রিল ২০২৪ থেকে অ্যাপটি আর কাজ করবে না। তবে এই প্ল্যাটফর্মের জন্য কেনা সাবস্ক্রিপশন প্ল্যানটি অন্য অ্যাপে এক্সপোর্ট করার সুযোগ দেওয়া হবে। পডকাস্ট শোনার বিকল্প অ্যাপ হিসেবে ইউটিউব মিউজিক অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিচ্ছে টেক জায়ান্টটি। সাবস্ক্রিপশন প্ল্যান সহজে এক্সপোর্টের ইউটিউব মিউজিক অ্যাপে একটি নতুন টুলও যুক্ত করা হয়েছে।
গুগলের পডকাস্ট অ্যাপটি বন্ধ করার পরিকল্পনাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করে কোম্পানিটি। সেসময় এক ব্লগ পোস্টে গুগল বলে, পডকাস্ট শোনার ফিচার যুক্তরাষ্ট্রের ইউটিউব মিউজিকে যুক্ত করা হয়েছে।
এডিসন রিসার্চের ডেটা উদ্ধৃতি দিয়ে গুগল বলে, শুধু অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকেই পডকাস্ট অ্যাপটি ৫০ কোটি বার ডাউনলোড করা হয়। তবে প্রতি সপ্তাহে ২৩ শতাংশ ব্যবহারকারী ইউটিউব মিউজিকে পডকাস্ট শুনতে পছন্দ করে। অপরদিকে প্রতি সপ্তাহে ৪ শতাংশ ব্যবহারকারী গুগল পডকাস্ট শুনতে পছন্দ করে।
অ্যাপটির কার্যক্রম বন্ধ করার ফলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট চালু করতে পারবে না। তবে ব্যবহারকারীর ডেটা ও সাবস্ক্রিপশন অন্য কোনো অ্যাপ বা ইউটিউব মিউজিকে এক্সপোর্টের জন্য কিছুদিন সময় দেবে গুগল। ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্টের জন্য একটি বিশেষ টুল যুক্ত করা হয়েছে। অন্য অ্যাপে এক্সপোর্টের জন্য সাবস্ক্রিপশনগুলোকে একটি ওপিএমএল ফাইলে পরিবর্তন করতে হবে। তবে অন্য অ্যাপে ব্যবহারকারীর পডকাস্টগুলো আরএসএস ফিডের মাধ্যমে এক্সপোর্ট করতে হবে। যখন একটি পডকাস্ট পর্ব প্রকাশিত হয়, তখন সেই তথ্যটি আরএসএস ফিডে যোগ করা হয় ও আরএসএস ফিড নির্দিষ্ট প্ল্যাটফর্মে সেই কনটেন্ট শেয়ার করতে দেয়।
যারা ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্ট করতে চান তাদের জন্য একটি সাপোর্ট পেজ তৈরি করেছে গুগল। কীভাবে এক্সপোর্ট করা যাবে সেই পদ্ধতি এই পেজে বর্ণনা করা হয়েছে। তবে যেসব পডকাস্ট ইউটিউবের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব মিউজিকে এক্সপোর্ট হবে না।
এই সমস্যার সম্মুখীন হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ইউটিউব মিউজিকের লাইব্রেরি অপশনে যান।
২. পডকাস্ট অপশন নির্বাচন করুন।
৩. ‘এড টু পডকাস্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘এড এ পডকাস্ট বাই আরএসএস ফিড’ অপশনটি নির্বাচন করুন।
আজ থেকে বন্ধ হচ্ছে গুগলের পডকাস্ট অ্যাপ। ফলে ব্যবহারকারীর পছন্দের প্রোগ্রামগুলো আর এই অ্যাপের মাধ্যমে শুনতে পারবে না। তবে অ্যাপটির পরিবর্তে ইউটিউবে পডকাস্ট নামে একটি ফিচার যুক্ত করার জন্য অনুরোধ করেছেন ব্যবহারকারীরা।
কিছুদিন ধরেই অ্যাপটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটিতে বন্ধের একটি নোটিফিকেশন দেখানো হচ্ছিল। নোটিফিকেশনে বলা হয়, ২ এপ্রিল ২০২৪ থেকে অ্যাপটি আর কাজ করবে না। তবে এই প্ল্যাটফর্মের জন্য কেনা সাবস্ক্রিপশন প্ল্যানটি অন্য অ্যাপে এক্সপোর্ট করার সুযোগ দেওয়া হবে। পডকাস্ট শোনার বিকল্প অ্যাপ হিসেবে ইউটিউব মিউজিক অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিচ্ছে টেক জায়ান্টটি। সাবস্ক্রিপশন প্ল্যান সহজে এক্সপোর্টের ইউটিউব মিউজিক অ্যাপে একটি নতুন টুলও যুক্ত করা হয়েছে।
গুগলের পডকাস্ট অ্যাপটি বন্ধ করার পরিকল্পনাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশ করে কোম্পানিটি। সেসময় এক ব্লগ পোস্টে গুগল বলে, পডকাস্ট শোনার ফিচার যুক্তরাষ্ট্রের ইউটিউব মিউজিকে যুক্ত করা হয়েছে।
এডিসন রিসার্চের ডেটা উদ্ধৃতি দিয়ে গুগল বলে, শুধু অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকেই পডকাস্ট অ্যাপটি ৫০ কোটি বার ডাউনলোড করা হয়। তবে প্রতি সপ্তাহে ২৩ শতাংশ ব্যবহারকারী ইউটিউব মিউজিকে পডকাস্ট শুনতে পছন্দ করে। অপরদিকে প্রতি সপ্তাহে ৪ শতাংশ ব্যবহারকারী গুগল পডকাস্ট শুনতে পছন্দ করে।
অ্যাপটির কার্যক্রম বন্ধ করার ফলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মের কোনো কনটেন্ট চালু করতে পারবে না। তবে ব্যবহারকারীর ডেটা ও সাবস্ক্রিপশন অন্য কোনো অ্যাপ বা ইউটিউব মিউজিকে এক্সপোর্টের জন্য কিছুদিন সময় দেবে গুগল। ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্টের জন্য একটি বিশেষ টুল যুক্ত করা হয়েছে। অন্য অ্যাপে এক্সপোর্টের জন্য সাবস্ক্রিপশনগুলোকে একটি ওপিএমএল ফাইলে পরিবর্তন করতে হবে। তবে অন্য অ্যাপে ব্যবহারকারীর পডকাস্টগুলো আরএসএস ফিডের মাধ্যমে এক্সপোর্ট করতে হবে। যখন একটি পডকাস্ট পর্ব প্রকাশিত হয়, তখন সেই তথ্যটি আরএসএস ফিডে যোগ করা হয় ও আরএসএস ফিড নির্দিষ্ট প্ল্যাটফর্মে সেই কনটেন্ট শেয়ার করতে দেয়।
যারা ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন এক্সপোর্ট করতে চান তাদের জন্য একটি সাপোর্ট পেজ তৈরি করেছে গুগল। কীভাবে এক্সপোর্ট করা যাবে সেই পদ্ধতি এই পেজে বর্ণনা করা হয়েছে। তবে যেসব পডকাস্ট ইউটিউবের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব মিউজিকে এক্সপোর্ট হবে না।
এই সমস্যার সম্মুখীন হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ইউটিউব মিউজিকের লাইব্রেরি অপশনে যান।
২. পডকাস্ট অপশন নির্বাচন করুন।
৩. ‘এড টু পডকাস্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘এড এ পডকাস্ট বাই আরএসএস ফিড’ অপশনটি নির্বাচন করুন।
তথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৩ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
২১ ঘণ্টা আগে