প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের অ্যাপ স্টোরে নকল ‘আর্নি বট’ অ্যাপ থাকার অভিযোগে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং এর সঙ্গে সম্পৃক্ত অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই চ্যাটবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। মূলত চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এই অ্যাপ নিয়ে আসে বাইদু।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাইদু জানিয়েছে, এটি ‘বেইজিং হাইডিয়ান পিপল’স কোর্ট’—এ নকল অ্যাপ বানানো অ্যাপ নির্মাতা ও অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে।
গত শুক্রবার (৭ এপ্রিল) অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট ‘বাইদু এআই’ তে দেওয়া পোস্টে বাইদু জানিয়েছে, এ মুহূর্তে আর্নি বটের কোনো আনুষ্ঠানিক অ্যাপ নেই। এ ছাড়া আদালতে জমা দেওয়া নথির ছবিও পোস্ট করেছে বাইদু।
বাইদু জানায়, কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত অ্যাপ স্টোর বা অন্যান্য স্টোরে থাকা সব আর্নি অ্যাপই নকল। অ্যাপলের অ্যাপ স্টোরে এখন পর্যন্ত আর্নি বট নামের অন্তত চারটি অ্যাপ দেখা গেছে।
বাইদু আরও জানায়, আর্নি বট কেবল সেই সকল ব্যবহারকারীই ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যাঁরা এর বিভিন্ন অ্যাক্সেস কোড পেয়েছেন। এসব কোড বিক্রি নিয়েও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে, গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন)। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’
অ্যাপলের অ্যাপ স্টোরে নকল ‘আর্নি বট’ অ্যাপ থাকার অভিযোগে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং এর সঙ্গে সম্পৃক্ত অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই চ্যাটবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। মূলত চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এই অ্যাপ নিয়ে আসে বাইদু।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাইদু জানিয়েছে, এটি ‘বেইজিং হাইডিয়ান পিপল’স কোর্ট’—এ নকল অ্যাপ বানানো অ্যাপ নির্মাতা ও অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে।
গত শুক্রবার (৭ এপ্রিল) অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট ‘বাইদু এআই’ তে দেওয়া পোস্টে বাইদু জানিয়েছে, এ মুহূর্তে আর্নি বটের কোনো আনুষ্ঠানিক অ্যাপ নেই। এ ছাড়া আদালতে জমা দেওয়া নথির ছবিও পোস্ট করেছে বাইদু।
বাইদু জানায়, কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত অ্যাপ স্টোর বা অন্যান্য স্টোরে থাকা সব আর্নি অ্যাপই নকল। অ্যাপলের অ্যাপ স্টোরে এখন পর্যন্ত আর্নি বট নামের অন্তত চারটি অ্যাপ দেখা গেছে।
বাইদু আরও জানায়, আর্নি বট কেবল সেই সকল ব্যবহারকারীই ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যাঁরা এর বিভিন্ন অ্যাক্সেস কোড পেয়েছেন। এসব কোড বিক্রি নিয়েও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে, গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন)। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’
গুগল ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এই সিস্টেম চালু করেছে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & emergency’ বা ‘Location’-এর ভেতরে ‘Location Services’— ‘Earthquake alerts’ অপশনটি চালু রয়েছে কি না, তা দেখে নিতে পারেন। এটি চালু থাকলে আপনার ফোনেও ভূমিকম্পের আগাম বার্তা চলে আসবে।
৯ ঘণ্টা আগেমেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
১৫ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে...
১৫ ঘণ্টা আগেদুই দশক পর প্রথমবারের মতো নিজের নাম লিখতে সক্ষম হয়েছেন এক পক্ষাঘাতগ্রস্ত নারী। তাও শুধু চিন্তার মাধ্যমে। এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে নিউরালিংক কোম্পানির উদ্ভাবিত উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির সাহায্যে।
১৫ ঘণ্টা আগে