প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের অ্যাপ স্টোরে নকল ‘আর্নি বট’ অ্যাপ থাকার অভিযোগে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং এর সঙ্গে সম্পৃক্ত অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই চ্যাটবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। মূলত চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এই অ্যাপ নিয়ে আসে বাইদু।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাইদু জানিয়েছে, এটি ‘বেইজিং হাইডিয়ান পিপল’স কোর্ট’—এ নকল অ্যাপ বানানো অ্যাপ নির্মাতা ও অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে।
গত শুক্রবার (৭ এপ্রিল) অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট ‘বাইদু এআই’ তে দেওয়া পোস্টে বাইদু জানিয়েছে, এ মুহূর্তে আর্নি বটের কোনো আনুষ্ঠানিক অ্যাপ নেই। এ ছাড়া আদালতে জমা দেওয়া নথির ছবিও পোস্ট করেছে বাইদু।
বাইদু জানায়, কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত অ্যাপ স্টোর বা অন্যান্য স্টোরে থাকা সব আর্নি অ্যাপই নকল। অ্যাপলের অ্যাপ স্টোরে এখন পর্যন্ত আর্নি বট নামের অন্তত চারটি অ্যাপ দেখা গেছে।
বাইদু আরও জানায়, আর্নি বট কেবল সেই সকল ব্যবহারকারীই ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যাঁরা এর বিভিন্ন অ্যাক্সেস কোড পেয়েছেন। এসব কোড বিক্রি নিয়েও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে, গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন)। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’
অ্যাপলের অ্যাপ স্টোরে নকল ‘আর্নি বট’ অ্যাপ থাকার অভিযোগে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবং এর সঙ্গে সম্পৃক্ত অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এই চ্যাটবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। মূলত চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এই অ্যাপ নিয়ে আসে বাইদু।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাইদু জানিয়েছে, এটি ‘বেইজিং হাইডিয়ান পিপল’স কোর্ট’—এ নকল অ্যাপ বানানো অ্যাপ নির্মাতা ও অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে।
গত শুক্রবার (৭ এপ্রিল) অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট ‘বাইদু এআই’ তে দেওয়া পোস্টে বাইদু জানিয়েছে, এ মুহূর্তে আর্নি বটের কোনো আনুষ্ঠানিক অ্যাপ নেই। এ ছাড়া আদালতে জমা দেওয়া নথির ছবিও পোস্ট করেছে বাইদু।
বাইদু জানায়, কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত অ্যাপ স্টোর বা অন্যান্য স্টোরে থাকা সব আর্নি অ্যাপই নকল। অ্যাপলের অ্যাপ স্টোরে এখন পর্যন্ত আর্নি বট নামের অন্তত চারটি অ্যাপ দেখা গেছে।
বাইদু আরও জানায়, আর্নি বট কেবল সেই সকল ব্যবহারকারীই ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যাঁরা এর বিভিন্ন অ্যাক্সেস কোড পেয়েছেন। এসব কোড বিক্রি নিয়েও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে, গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন)। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’
রসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৩ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৪ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৫ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল
৬ ঘণ্টা আগে