Ajker Patrika

ঘরে বসেই লঞ্চের টিকেট কেনার অ্যাপ ‘জলযাত্রা’

প্রযুক্তি প্রতিবেদক
ঘরে বসেই লঞ্চের টিকেট কেনার অ্যাপ ‘জলযাত্রা’

ঢাকা: ই-টিকেটিং প্রতিষ্ঠান জলযাত্রা লিমিটেড ‘জলযাত্রা’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই যাত্রীবাহী লঞ্চের কেবিন ও সিট বুক করা যাবে। এজন্য গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

ঢাকা-দক্ষিণাঞ্চলের যাত্রীদের টিকেট পাওয়া সহজ করতে এই জলযাত্রা অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপে ইতিমধ্যেই বরিশাল, পটুয়াখালী, আমতলী, ঝালকাঠি, ভান্ডারিয়া, ভোলা, ইলিশা ও চরফ্যাশন নৌরুটের ৩০টির বেশি লঞ্চ তালিকাভুক্ত করা হয়েছে। জলযাত্রা লিমিটেড বলছে, বাকি লঞ্চগুলোও শিগগিরই এ সেবার আওতায় যুক্ত হবে।

টিকেট কাটার জন্য গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর সাইন-আপ অপশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এবার পছন্দমতো লঞ্চে টিকেট কাটতে পারবেন।

নগদ, বিকাশ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেটের টাকা পরিশোধ করা যাবে। অ্যাপের মাধ্যমে বুকিং দেয়া কেবিন ও সিট বাতিল পূর্বক টাকা ফেরত পাওয়ার সুযোগও রয়েছে বলে জানান জলযাত্রা অ্যাপ কতৃপক্ষ।

জলযাত্রা লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইফুল ইসলাম মুকুল জানান, লঞ্চের টিকেট সংগ্রহে যাত্রীদের নানা রকম ভোগান্তির কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জলযাত্রা অ্যাপে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি টিকেট কালোবাজারি ঠেকাতে প্রায় শতভাগ সক্ষম। 

জলযাত্রা অ্যাপে অন্তর্ভুক্ত থাকা লঞ্চ মালিকরা জানান, দক্ষিণ অঞ্চলের মানুষের সুবিধার্থে ২০ শতাংশ টিকেট তাঁরা জলযাত্রা অ্যাপে দিয়েছেন। যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনে টিকিটের পরিমাণ আরও বাড়ানো হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত