আমাদের পরিচিত পৃথিবীকে পরিবর্তন করছে এআই। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে নতুনভাবে গঠন করছে, কাজগুলোকে সহজ করছে। তবে প্রযুক্তি খাতে নিয়োগেরও ক্ষেত্রেও ভূমিকা রাখছে এআই। কারণ চাকরির অনলাইন সাক্ষাৎকারে এআই দিয়ে প্রতারণা করছে প্রার্থীরা। বিশেষ করে দূরবর্তী ইন্টারভিউয়ের (রিমোট ইন্টারভিউ বা অনলাইন সাক্ষাৎকারে) ক্ষেত্রে। যেমন—কোডিং দক্ষ লোক নিয়োগের ক্ষেত্রে দূরবর্তী ইন্টারভিউয়ের সময় এআই ব্যবহার করছেন অনেকেই। এর ফলে আমাজন, মেটা এবং গুগলের মতো বড় কোম্পানিগুলো তাদের নিয়োগ কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।
প্রযুক্তি খাতে নিয়োগে ব্যাপক পরিবর্তন সৃষ্টি করছে এআই। রিমোট (দূরবর্তী) কোডিং ইন্টারভিউতে প্রতারণার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করছেন চাকরি প্রার্থীরা। পূর্বে, প্রার্থীদের সশরীরে ইন্টারভিউ নেওয়া হতো। এসব ইন্টারভিউয়ে প্রার্থীদের হোয়ার্টবোর্ডে অ্যালগোরিদমিক সমস্যা সমাধান করতে হতো তবে, রিমোট ইন্টারভিউয়ের বা অনলাইন সাক্ষাৎকারের উত্থানে প্রার্থীদের জন্য ক্যামেরার বাইরে এআই-চালিত টুল ব্যবহার করে কোড তৈরি করা, সমাধান যাচাই করা এবং সঠিক ব্যাখ্যা দেওয়া অনেক সহজ হয়ে গেছে। এমন প্রবণতা নিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে এবং গুগলের মতো কোম্পানিগুলো এখন নকল ছাড়া নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে ইন-পারসন বা সশরীরে ইন্টারভিউয়ের দিকে ফিরে যাওয়ার কথা ভাবছে।
এআই মাধ্যমে প্রতারণা করার প্রবণতার বৃদ্ধি লক্ষ্য করেছেন নিয়োগকারীরা। ফলে দক্ষ প্রার্থীদের খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়াবে। এসব প্রতারণার কিছু সাধারণ লক্ষণ এর মধ্যে রয়েছে—ব্যাখ্যা ছাড়া নিখুঁত সমাধান, দীর্ঘ বিরতির পর নিখুঁত প্রতিক্রিয়া এবং সমস্যাগুলো বা প্রশ্নের ধরন সামান্য পরিবর্তন করলে প্রার্থীদের বিপাকে পড়ে যাওয়া।
এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় আস্থা হ্রাস পেয়েছে। দক্ষ প্রার্থীরা সত্যতা যাচাইয়ের জটিলতার কারণে প্রত্যাখ্যাত হচ্ছেন। এই সমস্যা মোকাবিলার জন্য কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন যে, রিমোট ইন্টারভিউ পুরোপুরি পরিত্যাগ করার পরিবর্তে উন্নত শনাক্তকরণ টুল তৈরি করা, গভীর ফলোআপ-আপ প্রশ্ন করা এবং নিয়োগকারীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া।
প্রতারণার এই প্রবণতা এআই-চালিত ইন্টারভিউ সহায়তার নতুন একটি বাজার তৈরি করেছে। ২১ বছর বয়সী উদ্যোক্তা চুংইন লি এই সুযোগ কাজে লাগিয়ে এমন টুল তৈরি করছেন যা প্রার্থীদের প্রচলিত কোডিং পরীক্ষাগুলো এড়িয়ে যেতে সহায়তা করে। লি আশা করছেন, তার ব্যবসা মধ্য মে মাস নাগাদ এক মিলিয়ন ডলার আয় করবে। তিনি মনে করেন, প্রার্থীদের এআই ব্যবহার করার জন্য শাস্তি না দিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোকে নিয়োগ প্রক্রিয়া আধুনিক করা উচিত। কারণ, ওই কোম্পানিগুলো নিজেই এআই উন্নয়নের প্রচার করছে।
একইভাবে, একটি এআই টুল তৈরি করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয় লি। এটি আমাজনের লাইভ কোডিং চ্যালেঞ্জগুলো রিয়েল-টাইমে সমাধান করতে পারে এবং এর মাধ্যমে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ অফার পেয়েছেন তিনি। তার এই টুলটি ইউটিউবে প্রকাশ করার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। যেখানে সমালোচকেরা তার কাজকে ‘অসৎ’ বলে আখ্যায়িত করেছেন। তবে তার সমর্থকেরা দাবি করেছেন, তার এই কৌশল নিয়োগ প্রক্রিয়ার গভীর ত্রুটিগুলো উন্মোচন করেছে। অনেকেই মনে করেন, লিটকোডের মতো প্ল্যাটফর্ম থেকে অ্যালগোরিদমিক সমাধান মনে রেখে যেভাবে কোডিং ইন্টারভিউ নেওয়া হয়, তা প্রকৃত ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং সৃজনশীলতা পরিমাপ করতে পারে না।
তথ্যসূত্র: উবার গিজমো
আমাদের পরিচিত পৃথিবীকে পরিবর্তন করছে এআই। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে নতুনভাবে গঠন করছে, কাজগুলোকে সহজ করছে। তবে প্রযুক্তি খাতে নিয়োগেরও ক্ষেত্রেও ভূমিকা রাখছে এআই। কারণ চাকরির অনলাইন সাক্ষাৎকারে এআই দিয়ে প্রতারণা করছে প্রার্থীরা। বিশেষ করে দূরবর্তী ইন্টারভিউয়ের (রিমোট ইন্টারভিউ বা অনলাইন সাক্ষাৎকারে) ক্ষেত্রে। যেমন—কোডিং দক্ষ লোক নিয়োগের ক্ষেত্রে দূরবর্তী ইন্টারভিউয়ের সময় এআই ব্যবহার করছেন অনেকেই। এর ফলে আমাজন, মেটা এবং গুগলের মতো বড় কোম্পানিগুলো তাদের নিয়োগ কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।
প্রযুক্তি খাতে নিয়োগে ব্যাপক পরিবর্তন সৃষ্টি করছে এআই। রিমোট (দূরবর্তী) কোডিং ইন্টারভিউতে প্রতারণার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করছেন চাকরি প্রার্থীরা। পূর্বে, প্রার্থীদের সশরীরে ইন্টারভিউ নেওয়া হতো। এসব ইন্টারভিউয়ে প্রার্থীদের হোয়ার্টবোর্ডে অ্যালগোরিদমিক সমস্যা সমাধান করতে হতো তবে, রিমোট ইন্টারভিউয়ের বা অনলাইন সাক্ষাৎকারের উত্থানে প্রার্থীদের জন্য ক্যামেরার বাইরে এআই-চালিত টুল ব্যবহার করে কোড তৈরি করা, সমাধান যাচাই করা এবং সঠিক ব্যাখ্যা দেওয়া অনেক সহজ হয়ে গেছে। এমন প্রবণতা নিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে এবং গুগলের মতো কোম্পানিগুলো এখন নকল ছাড়া নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে ইন-পারসন বা সশরীরে ইন্টারভিউয়ের দিকে ফিরে যাওয়ার কথা ভাবছে।
এআই মাধ্যমে প্রতারণা করার প্রবণতার বৃদ্ধি লক্ষ্য করেছেন নিয়োগকারীরা। ফলে দক্ষ প্রার্থীদের খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়াবে। এসব প্রতারণার কিছু সাধারণ লক্ষণ এর মধ্যে রয়েছে—ব্যাখ্যা ছাড়া নিখুঁত সমাধান, দীর্ঘ বিরতির পর নিখুঁত প্রতিক্রিয়া এবং সমস্যাগুলো বা প্রশ্নের ধরন সামান্য পরিবর্তন করলে প্রার্থীদের বিপাকে পড়ে যাওয়া।
এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় আস্থা হ্রাস পেয়েছে। দক্ষ প্রার্থীরা সত্যতা যাচাইয়ের জটিলতার কারণে প্রত্যাখ্যাত হচ্ছেন। এই সমস্যা মোকাবিলার জন্য কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন যে, রিমোট ইন্টারভিউ পুরোপুরি পরিত্যাগ করার পরিবর্তে উন্নত শনাক্তকরণ টুল তৈরি করা, গভীর ফলোআপ-আপ প্রশ্ন করা এবং নিয়োগকারীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া।
প্রতারণার এই প্রবণতা এআই-চালিত ইন্টারভিউ সহায়তার নতুন একটি বাজার তৈরি করেছে। ২১ বছর বয়সী উদ্যোক্তা চুংইন লি এই সুযোগ কাজে লাগিয়ে এমন টুল তৈরি করছেন যা প্রার্থীদের প্রচলিত কোডিং পরীক্ষাগুলো এড়িয়ে যেতে সহায়তা করে। লি আশা করছেন, তার ব্যবসা মধ্য মে মাস নাগাদ এক মিলিয়ন ডলার আয় করবে। তিনি মনে করেন, প্রার্থীদের এআই ব্যবহার করার জন্য শাস্তি না দিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোকে নিয়োগ প্রক্রিয়া আধুনিক করা উচিত। কারণ, ওই কোম্পানিগুলো নিজেই এআই উন্নয়নের প্রচার করছে।
একইভাবে, একটি এআই টুল তৈরি করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয় লি। এটি আমাজনের লাইভ কোডিং চ্যালেঞ্জগুলো রিয়েল-টাইমে সমাধান করতে পারে এবং এর মাধ্যমে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ অফার পেয়েছেন তিনি। তার এই টুলটি ইউটিউবে প্রকাশ করার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। যেখানে সমালোচকেরা তার কাজকে ‘অসৎ’ বলে আখ্যায়িত করেছেন। তবে তার সমর্থকেরা দাবি করেছেন, তার এই কৌশল নিয়োগ প্রক্রিয়ার গভীর ত্রুটিগুলো উন্মোচন করেছে। অনেকেই মনে করেন, লিটকোডের মতো প্ল্যাটফর্ম থেকে অ্যালগোরিদমিক সমাধান মনে রেখে যেভাবে কোডিং ইন্টারভিউ নেওয়া হয়, তা প্রকৃত ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং সৃজনশীলতা পরিমাপ করতে পারে না।
তথ্যসূত্র: উবার গিজমো
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৪ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৫ ঘণ্টা আগে