Ajker Patrika

ব্রাজিলে রোবট ঘণ্টায় ১ হাজার ৮০০ চারা রোপণে সক্ষম

ফিচার ডেস্ক
‘ফরেস্ট বট’ নামের এক রোবট উদ্ভাবন করেছেন মার্সেলো গিমারায়েস। ছবি: সংগৃহীত
‘ফরেস্ট বট’ নামের এক রোবট উদ্ভাবন করেছেন মার্সেলো গিমারায়েস। ছবি: সংগৃহীত

পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে বন পুনরুদ্ধার জরুরি হয়ে উঠেছে। এই কাজকে দ্রুত, কার্যকর ও দীর্ঘস্থায়ীভাবে করার জন্য বিশ্বজুড়ে নানা প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে। যেমন এখন বীজ ছড়ানোর জন্য ড্রোন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক তেমনি এক অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছে ব্রাজিলের একটি স্টার্টআপ। তারা তৈরি করেছে ‘ফরেস্ট বট’ নামের এক রোবট।

এই বৈদ্যুতিক রোবট প্রতিদিন ১৪ হাজার গাছের চারা রোপণ করতে পারে। শুধু চারা রোপণ নয়, তাদের যত্ন নেওয়া থেকে শুরু করে পোকামাকড়ের আক্রমণ ঠেকানো পর্যন্ত সব কাজই পারে রোবটটি।

ফরেস্ট বটের জন্ম হয়েছিল খুব সাধারণ একটি সমস্যা থেকে। রোরাইমা প্রদেশে নিজস্ব খামারে আফ্রিকান মেহগনিগাছ চাষের সময় চারা রোপণের কাজটি স্বয়ংক্রিয়ভাবে করার প্রয়োজন অনুভব করেন উদ্যোক্তা মার্সেলো গিমারায়েস। সেই ভাবনা আজ পরিণত হয়েছে বাস্তবতায়। তাঁর প্রতিষ্ঠান অটো অ্যাগ্রোমেশিনস সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে তৈরি করেছে ৯ টনের এক চাষি রোবট, যা এরই মধ্যে নজর কেড়েছে ব্রাজিলের বৃহৎ বন সংরক্ষণ প্রতিষ্ঠান সুজানো ও এলডোরাডোর।

এই প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব বন পুনর্বিন্যাস প্রকল্পে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা শুরু করেছে রোবটটি। এমন করপোরেট ব্যবহারকারীদের অংশগ্রহণ ফরেস্ট বটের বাণিজ্যিক সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

ফরেস্ট বট চারা রোপণের পাশাপাশি সেগুলো রক্ষণাবেক্ষণ করতেও সক্ষম। রোপণের পর রোবটটি আবার মাঠে ফিরে এসে নিয়মিত চারাগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে, প্রয়োজনে পানি দেয় এবং পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

রোবটটির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বিশেষ স্লাইডিং প্ল্যান্টিং সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে চারাগুলো মাটিতে এমনভাবে রোপণ করা হয়, যাতে সেগুলোর টানাহেঁচড়া বা যেকোনো ধরনের শারীরিক ক্ষতি না হয়। ফলে চারাগুলো নিরাপদে মাটির সঙ্গে মিশে যায় এবং দ্রুত শিকড় বিস্তার করতে পারে।

এ ছাড়া ফরেস্ট বট কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিটি রোপণের মান যাচাই করে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করে। এরপর সেই ডেটার ভিত্তিতে একটি ভৌগোলিক মানচিত্র তৈরি হয়, যা বন ব্যবস্থাপনায় সেচ, কীটনাশক প্রয়োগ এবং অন্যান্য সঠিক পদক্ষেপ নিতে ব্যাপক সহায়তা করে।

ফরেস্ট বট প্রতি ঘণ্টায় ১ হাজার ৮০০ চারা রোপণ করতে পারে। একটানা ২৪ ঘণ্টা কাজ করলে এটি ৮৬ হাজার পর্যন্ত চারা রোপণে সক্ষম।

বন পুনরুদ্ধারের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় আজকের সময়ের দুই প্রধান প্রযুক্তি হলো ড্রোন ও রোবট। যদিও ড্রোন দ্রুত বীজ ছড়িয়ে অগমনযোগ্য ও দূরবর্তী অঞ্চলে কাজ করতে পারে, তবে ‘ফরেস্ট বট’-এর মতো রোবট নির্ভুলভাবে গাছের চারা মাটিতে রোপণ করে দীর্ঘ মেয়াদে সফলতার নিশ্চয়তা দেয়।

২০৩০ সালের মধ্যে ১ কোটি ২০ লাখ হেক্টর বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে ব্রাজিল সরকারের। পরিকল্পনায়

এ ধরনের আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে, দেশের ইন্ডাস্ট্রি ৪.০ প্রোগ্রামের আওতায় ২ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে এই প্রকল্পের বিস্তার ও উন্নয়নে গতিশীলতা আনা হয়েছে।

সূত্র: অটো অ্যাগ্রো মেশিন ও গ্রিন মি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত