অনলাইন ডেস্ক
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ ঘোষণা করল স্যামসাং। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় কটি ভার্চুয়াল ‘আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে এই নতুন স্মার্টফোন উন্মোচন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের সাম্প্রতিক একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, নতুন ফোনটি একদিকে যেমন পাতলা ও হালকা হবে, তেমনি অন্যদিকে ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের অধিকারী। শুধু তাই নয়, গ্যালাক্সি এস ২৫ এজ ফোনটির প্রধান ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেলের, যা সাধারণত স্যামসাংয়ের এস ২৫ আল্ট্রা মডেলে দেখা যায়।
ব্লগ পোস্টে আরও বলা হয়েছে, নতুন এই ফোনটি স্মার্টফোন প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করবে এবং দীর্ঘদিনের বিক্রয় মন্দা কাটিয়ে মোবাইল শিল্পে ‘উন্নয়নের নতুন দিগন্ত’ খুলে দেবে।
এদিকে অ্যাপলও আইফোন ১৭ এয়ার নামের হালকা–পাতলা ফোন নিয়ে আসবে বলে গুঞ্জন রয়েছে। তবে মডেলটি মাত্র একটি ক্যামেরা ও তুলনামূলকভাবে কিছু নিম্নমানের ফিচার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে তুলনায় স্যামসাংয়ের এই ফোনটি বেশি প্রিমিয়াম হতে পারে।
সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নতুন মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেনসিলের চেয়েও পাতলা।
ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেনসিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে আনুমানিক ৫ দশমিক ৮৫ মিলিমিটার পুরু ও ১৬৩ গ্রাম।
ফোনটির ক্যামেরা এক্সপেরিয়েন্সও দুর্দান্ত হবে বলে আশ্বাস দিচ্ছে স্যামসাং। এতে দেখা যাবে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এ ছাড়া এস ২৫ সিরিজের অন্যান্য মডেলের মতোই বেশ কিছু এআই ফিচার দেখা যাবে ‘এজ’ মডেলটিতেও।
এ ছাড়া স্যামসাংয়ের এই নতুন ফোনটিতে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, আইপি ৬৮ এর সাপোর্ট এবং ৩ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও থাকতে পারে। ফোনটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টান্যাল স্টোরেজ সংস্করণে আসতে পারে।
তবে গ্যালাক্সি এস ২৫ এজ-এর দাম কত হবে বা এটি ঠিক কোন কোন দেশে প্রথম পাওয়া যাবে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং। অনেক প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনটির যুক্তরাষ্ট্রে বাজারজাত হতে কিছুটা দেরি হতে পারে। তবে ইতিমধ্যেই স্যামসাং ইউএস প্রি-অর্ডার রেজিস্ট্রেশনের মাধ্যমে আগ্রহীদের জন্য ৫০ ডলারের ক্রেডিট অফার চালু করেছে, যা যুক্তরাষ্ট্রে শিগগিরই ফোনটি আসার ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, গ্যালাক্সি এস ২৫ এজ উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে স্যামসাংয়ের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ ঘোষণা করল স্যামসাং। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় কটি ভার্চুয়াল ‘আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে এই নতুন স্মার্টফোন উন্মোচন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের সাম্প্রতিক একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, নতুন ফোনটি একদিকে যেমন পাতলা ও হালকা হবে, তেমনি অন্যদিকে ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের অধিকারী। শুধু তাই নয়, গ্যালাক্সি এস ২৫ এজ ফোনটির প্রধান ক্যামেরা হবে ২০০ মেগাপিক্সেলের, যা সাধারণত স্যামসাংয়ের এস ২৫ আল্ট্রা মডেলে দেখা যায়।
ব্লগ পোস্টে আরও বলা হয়েছে, নতুন এই ফোনটি স্মার্টফোন প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করবে এবং দীর্ঘদিনের বিক্রয় মন্দা কাটিয়ে মোবাইল শিল্পে ‘উন্নয়নের নতুন দিগন্ত’ খুলে দেবে।
এদিকে অ্যাপলও আইফোন ১৭ এয়ার নামের হালকা–পাতলা ফোন নিয়ে আসবে বলে গুঞ্জন রয়েছে। তবে মডেলটি মাত্র একটি ক্যামেরা ও তুলনামূলকভাবে কিছু নিম্নমানের ফিচার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে তুলনায় স্যামসাংয়ের এই ফোনটি বেশি প্রিমিয়াম হতে পারে।
সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নতুন মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেনসিলের চেয়েও পাতলা।
ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেনসিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে আনুমানিক ৫ দশমিক ৮৫ মিলিমিটার পুরু ও ১৬৩ গ্রাম।
ফোনটির ক্যামেরা এক্সপেরিয়েন্সও দুর্দান্ত হবে বলে আশ্বাস দিচ্ছে স্যামসাং। এতে দেখা যাবে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। এ ছাড়া এস ২৫ সিরিজের অন্যান্য মডেলের মতোই বেশ কিছু এআই ফিচার দেখা যাবে ‘এজ’ মডেলটিতেও।
এ ছাড়া স্যামসাংয়ের এই নতুন ফোনটিতে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, আইপি ৬৮ এর সাপোর্ট এবং ৩ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিও থাকতে পারে। ফোনটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টান্যাল স্টোরেজ সংস্করণে আসতে পারে।
তবে গ্যালাক্সি এস ২৫ এজ-এর দাম কত হবে বা এটি ঠিক কোন কোন দেশে প্রথম পাওয়া যাবে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং। অনেক প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনটির যুক্তরাষ্ট্রে বাজারজাত হতে কিছুটা দেরি হতে পারে। তবে ইতিমধ্যেই স্যামসাং ইউএস প্রি-অর্ডার রেজিস্ট্রেশনের মাধ্যমে আগ্রহীদের জন্য ৫০ ডলারের ক্রেডিট অফার চালু করেছে, যা যুক্তরাষ্ট্রে শিগগিরই ফোনটি আসার ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, গ্যালাক্সি এস ২৫ এজ উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে স্যামসাংয়ের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৫ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
৮ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১০ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১২ ঘণ্টা আগে