আজকের পত্রিকা ডেস্ক
অনলাইন জগতের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে তরুণদের মধ্যেও। যুক্তরাজ্যের ১৬ থেকে ২১ বছর বয়সী তরুণ-তরুণীদের প্রায় অর্ধেকই (৪৬ শতাংশ) মনে করেন, তাঁরা ইন্টারনেটবিহীন পৃথিবীতে বসবাস করতে চান। সম্প্রতি পরিচালিত এক জরিপে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট পরিচালিত এই জরিপে অংশ নেয় যুক্তরাজ্যের ১ হাজার ২৯৩ জন তরুণ-তরুণী। জরিপে দেখা গেছে, ৭০ শতাংশের কাছাকাছি উত্তরদাতা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। অর্ধেক (৫০ শতাংশ) তরুণ ‘ডিজিটাল কারফিউ’র পক্ষে মত দিয়েছেন—অর্থাৎ, রাত ১০টার পর নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশে নিষেধাজ্ঞা চান তাঁরা।
তরুণদের এক-চতুর্থাংশ প্রতিদিন চার ঘণ্টা বা তার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান। অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ শতাংশ স্বীকার করেছেন, তাঁরা তাঁদের অভিভাবকদের কাছে অনলাইনে কী করেন তা নিয়ে মিথ্যা বলেন।
জরিপে আরও জানা যায়, অনলাইনে ৪২ শতাংশ তাঁদের বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। আর ৪০ শতাংশের ‘বার্নার’ বা বিকল্প অ্যাকাউন্ট রয়েছে এবং ২৭ শতাংশ সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে নিজেকে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করেছেন।
এই জরিপ প্রকাশের পর যুক্তরাজ্যের প্রযুক্তিবিষয়ক সচিব পিটার কাইল জানিয়েছেন, সরকার কিছু অ্যাপ যেমন টিকটক ও ইনস্টাগ্রামের জন্য নির্দিষ্ট সময়ের পর ব্যবহারে বাধা দেওয়ার বিষয়ে ভাবছে।
এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা এনএসপিসিসির নীতিনির্ধারক রানি গোভিন্দর বলেন, ‘শুধু ডিজিটাল কারফিউ দিয়ে শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা যাবে না। দিনের অন্য সময়গুলোতেও তারা একই ধরনের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হতে পারে।’
তিনি আরও বলেন, সরকার ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের জন্য ‘আরও নিরাপদ ও কম আসক্তিকর’ প্ল্যাটফর্ম নিশ্চিত করা।
জরিপে অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ জানিয়েছেন, তাঁরা ইন্টারনেটে অচেনা ব্যক্তিদের সঙ্গে তাদের অবস্থান (লোকেশন) শেয়ার করেছেন।
অন্যদিকে, তিন-চতুর্থাংশ তরুণ জানিয়েছেন, করোনা মহামারির সময় তাঁরা অনলাইনে আরও বেশি সময় কাটিয়েছেন। ৬৮ শতাংশের মতে, এই অনলাইন সময় তাঁদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।
আত্মহত্যা প্রতিরোধে কাজ করা দাতব্য সংস্থা মলি রোজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যান্ডি বারো বলেন, ‘তরুণেরা অনলাইনের ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন এবং তাঁরা প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে কার্যকর পদক্ষেপ চায়।’
তিনি আরও বলেন, অ্যালগরিদমের মাধ্যমে তরুণদের সামনে এমন সব কনটেন্ট হাজির হয়, যা দ্রুত নেতিবাচক ও উদ্বেগজনক পথে ঠেলে দেয়। এই সমস্যার সমাধানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর স্বার্থ প্রাধান্য দেওয়ার আগে সমাজ ও শিশুদের কল্যাণকে গুরুত্ব দিয়ে নতুন আইন তৈরি করা দরকার।
আরও খবর পড়ুন:
অনলাইন জগতের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে তরুণদের মধ্যেও। যুক্তরাজ্যের ১৬ থেকে ২১ বছর বয়সী তরুণ-তরুণীদের প্রায় অর্ধেকই (৪৬ শতাংশ) মনে করেন, তাঁরা ইন্টারনেটবিহীন পৃথিবীতে বসবাস করতে চান। সম্প্রতি পরিচালিত এক জরিপে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট পরিচালিত এই জরিপে অংশ নেয় যুক্তরাজ্যের ১ হাজার ২৯৩ জন তরুণ-তরুণী। জরিপে দেখা গেছে, ৭০ শতাংশের কাছাকাছি উত্তরদাতা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পর নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। অর্ধেক (৫০ শতাংশ) তরুণ ‘ডিজিটাল কারফিউ’র পক্ষে মত দিয়েছেন—অর্থাৎ, রাত ১০টার পর নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশে নিষেধাজ্ঞা চান তাঁরা।
তরুণদের এক-চতুর্থাংশ প্রতিদিন চার ঘণ্টা বা তার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান। অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ শতাংশ স্বীকার করেছেন, তাঁরা তাঁদের অভিভাবকদের কাছে অনলাইনে কী করেন তা নিয়ে মিথ্যা বলেন।
জরিপে আরও জানা যায়, অনলাইনে ৪২ শতাংশ তাঁদের বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। আর ৪০ শতাংশের ‘বার্নার’ বা বিকল্প অ্যাকাউন্ট রয়েছে এবং ২৭ শতাংশ সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে নিজেকে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করেছেন।
এই জরিপ প্রকাশের পর যুক্তরাজ্যের প্রযুক্তিবিষয়ক সচিব পিটার কাইল জানিয়েছেন, সরকার কিছু অ্যাপ যেমন টিকটক ও ইনস্টাগ্রামের জন্য নির্দিষ্ট সময়ের পর ব্যবহারে বাধা দেওয়ার বিষয়ে ভাবছে।
এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা এনএসপিসিসির নীতিনির্ধারক রানি গোভিন্দর বলেন, ‘শুধু ডিজিটাল কারফিউ দিয়ে শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা যাবে না। দিনের অন্য সময়গুলোতেও তারা একই ধরনের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হতে পারে।’
তিনি আরও বলেন, সরকার ও প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের জন্য ‘আরও নিরাপদ ও কম আসক্তিকর’ প্ল্যাটফর্ম নিশ্চিত করা।
জরিপে অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ জানিয়েছেন, তাঁরা ইন্টারনেটে অচেনা ব্যক্তিদের সঙ্গে তাদের অবস্থান (লোকেশন) শেয়ার করেছেন।
অন্যদিকে, তিন-চতুর্থাংশ তরুণ জানিয়েছেন, করোনা মহামারির সময় তাঁরা অনলাইনে আরও বেশি সময় কাটিয়েছেন। ৬৮ শতাংশের মতে, এই অনলাইন সময় তাঁদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।
আত্মহত্যা প্রতিরোধে কাজ করা দাতব্য সংস্থা মলি রোজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যান্ডি বারো বলেন, ‘তরুণেরা অনলাইনের ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন এবং তাঁরা প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে কার্যকর পদক্ষেপ চায়।’
তিনি আরও বলেন, অ্যালগরিদমের মাধ্যমে তরুণদের সামনে এমন সব কনটেন্ট হাজির হয়, যা দ্রুত নেতিবাচক ও উদ্বেগজনক পথে ঠেলে দেয়। এই সমস্যার সমাধানে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর স্বার্থ প্রাধান্য দেওয়ার আগে সমাজ ও শিশুদের কল্যাণকে গুরুত্ব দিয়ে নতুন আইন তৈরি করা দরকার।
আরও খবর পড়ুন:
বিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১৪ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
১৫ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
১৫ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা সম্প্রতি একটি বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকেই জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ ওয়েবের চ্যাট ঠিকমতো স্ক্রল করা যাচ্ছে না। ফলে চ্যাটের কথোপকথন খুঁজে পাওয়া বা পুরোনো মেসেজে দেখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আজ সকাল থেকেই এই সমস্যা দেখা গিয়েছে।
১৭ ঘণ্টা আগে