অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ এইচ ২০–এর একটি পরিবর্তিত ও কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই সংস্করণ বাজারে আসবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির ঘনিষ্ঠ তিনটি সূত্র।
চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সরকারের কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মূল এইচ ২০ চিপটি চীনে বিক্রির জন্য এখন রপ্তানি লাইসেন্সের আওতাভুক্ত হয়ে পড়েছে। ফলে কোম্পানিটি পরিবর্তিত সংস্করণটি তৈরি করছে।
এক সূত্র জানিয়েছে, নতুন এই চিপে মূল সংস্করণের তুলনায় অনেকাংশেই ক্ষমতা কম থাকবে। বিশেষ করে কমে যাবে মেমোরির পরিমাণ। তবে কেউ চাইলে নিজস্ব ব্যবস্থায় চিপের মডিউল কনফিগারেশন পরিবর্তন করে কিছুটা পারফরম্যান্স বৃদ্ধি করতে পারবেন।
তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এনভিডিয়া।
চীনের বাজারে এনভিডিয়ার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গত মাসে বেইজিং সফর করেন কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফরে তিনি চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চীনের বাজারকে কোম্পানির জন্য ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন।
২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব চিপ সামরিক কাজে ব্যবহার হতে পারে।
গত ২৬ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে এনভিডিয়ার মোট বিক্রির ১৩ শতাংশই এসেছে চীন থেকে। অর্থমূল্যে যা প্রায় ১৭ বিলিয়ন ডলার। বিশাল এ আয়ই প্রমাণ করে, চীন এনভিডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বাজার।
চীনে চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপের পর গত ২০২৩ সালের অক্টোবরেই এনভিডিয়া বাজারে আনে এইচ ২০ চিপ। চীনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন টেনসেন্ট, আলিবাবা ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স এ চিপের বড় অর্ডার দিয়েছে। চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ এর মতো প্রতিষ্ঠানের সাশ্রয়ী মূল্যের এআই মডেলের চাহিদা বাড়ার প্রেক্ষিতে এসব অর্ডার দেওয়া হচ্ছে।
গত মাসের রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত এইচ ২০ চিপের অর্ডার এসেছে ১৮ বিলিয়ন ডলারের বেশি। চীনের বাজার থেকে গত অর্থবছরে এনভিডিয়ার আয় হয়েছে ১৭ বিলিয়ন ডলার, যা তাদের মোট বিক্রির ১৩ শতাংশ।
এনভিডিয়া এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ—দুই পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ এইচ ২০–এর একটি পরিবর্তিত ও কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই সংস্করণ বাজারে আসবে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কোম্পানির ঘনিষ্ঠ তিনটি সূত্র।
চীনে চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সরকারের কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মূল এইচ ২০ চিপটি চীনে বিক্রির জন্য এখন রপ্তানি লাইসেন্সের আওতাভুক্ত হয়ে পড়েছে। ফলে কোম্পানিটি পরিবর্তিত সংস্করণটি তৈরি করছে।
এক সূত্র জানিয়েছে, নতুন এই চিপে মূল সংস্করণের তুলনায় অনেকাংশেই ক্ষমতা কম থাকবে। বিশেষ করে কমে যাবে মেমোরির পরিমাণ। তবে কেউ চাইলে নিজস্ব ব্যবস্থায় চিপের মডিউল কনফিগারেশন পরিবর্তন করে কিছুটা পারফরম্যান্স বৃদ্ধি করতে পারবেন।
তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এনভিডিয়া।
চীনের বাজারে এনভিডিয়ার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতে গত মাসে বেইজিং সফর করেন কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সফরে তিনি চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং চীনের বাজারকে কোম্পানির জন্য ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন।
২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব চিপ সামরিক কাজে ব্যবহার হতে পারে।
গত ২৬ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরে এনভিডিয়ার মোট বিক্রির ১৩ শতাংশই এসেছে চীন থেকে। অর্থমূল্যে যা প্রায় ১৭ বিলিয়ন ডলার। বিশাল এ আয়ই প্রমাণ করে, চীন এনভিডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বাজার।
চীনে চিপ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপের পর গত ২০২৩ সালের অক্টোবরেই এনভিডিয়া বাজারে আনে এইচ ২০ চিপ। চীনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন টেনসেন্ট, আলিবাবা ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স এ চিপের বড় অর্ডার দিয়েছে। চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ এর মতো প্রতিষ্ঠানের সাশ্রয়ী মূল্যের এআই মডেলের চাহিদা বাড়ার প্রেক্ষিতে এসব অর্ডার দেওয়া হচ্ছে।
গত মাসের রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত এইচ ২০ চিপের অর্ডার এসেছে ১৮ বিলিয়ন ডলারের বেশি। চীনের বাজার থেকে গত অর্থবছরে এনভিডিয়ার আয় হয়েছে ১৭ বিলিয়ন ডলার, যা তাদের মোট বিক্রির ১৩ শতাংশ।
এনভিডিয়া এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ—দুই পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২০ মিনিট আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
৩ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
৬ ঘণ্টা আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
৮ ঘণ্টা আগে