টিকটকের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করার মাধ্যমে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় ইউটিউব বলেছে, শর্টস প্রতিদিন গড়ে ৭ হাজার কোটিবার ভিউ হয় ও প্ল্যাটফর্মটির ২৫ শতাংশ চ্যানেল শর্টস তৈরি করে আয় করে।
২০২২ সালে শর্টস থেকে আয় করার সুবিধা দেয় ইউটিউব। এর মাধ্যমে ইউটিউব পার্টনার প্রোগ্রামটিকে (ওয়াইপিপি) আরও প্রসারিত করা হয়। বড়–দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে আয় করার জন্য চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে।
তবে ২০২৩ সালের প্রথমদিকে বলা হয়, শর্টের ক্রিয়েটরদের আয়ের জন্য ১ হাজার সাবস্ক্রাইবার ও ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ থাকতে হবে। এসব ক্রিয়েটররা তাদের শর্ট ভিডিও থেকে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পাবে।
ইউটিউবের শর্টসের ক্রিয়েটররা অন্যভাবেও আয় করতে পারে। ইউটিউব বলছে, ৮০ শতাংশ ওয়াইপিপি প্রোগ্রামের আওতাভুক্ত ক্রিয়েটররা শর্টসের পাশপাশি বড় দৈর্ঘ্যের বিজ্ঞাপন, ফ্যানদের তহবিল ফ্যান ফান্ডিং, ইউটিউব প্রিমিয়াম, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, শপিং ফিচার ও অন্যান্য উপায়ে আয় করতে পারে।
এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, শর্টস তৈরি করা কোনো স্বতন্ত্র প্রচেষ্টা নয় বরং এটি নির্মাতাদের বৃহত্তর ব্যবসার একটি দিক হিসেবে কাজ করে।
ইউটিউব বলছে, ১৬ বছরের ওয়াইপিপি প্রোগ্রাম এখন বিশ্বজুড়ে ৩০ লাখেরও বেশি নির্মাতাকে অন্তর্ভুক্ত করেছে এবং গত তিন বছরে নির্মাতা, শিল্পী এবং মিডিয়া সংস্থাগুলোকে ৭ হাজার কোটি ডলার অর্থ প্রদান করেছে ৷ এই সংখ্যা অন্য কোনো ভিডিও প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি।
টিকটককে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এই মাসে যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেনটেটিভসের দ্বিদলীয় সমর্থনে ৩৫২–৬৫ ভোটে টিকটক নিষেধাজ্ঞা দেওয়ার বিলটি পাস হয়। আইন হতে বিলটিতে সিনেটের অনুমোদন লাগবে। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে টিকটকের কার্যক্রমকে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র:টেকক্রাঞ্চ
টিকটকের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করার মাধ্যমে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় ইউটিউব বলেছে, শর্টস প্রতিদিন গড়ে ৭ হাজার কোটিবার ভিউ হয় ও প্ল্যাটফর্মটির ২৫ শতাংশ চ্যানেল শর্টস তৈরি করে আয় করে।
২০২২ সালে শর্টস থেকে আয় করার সুবিধা দেয় ইউটিউব। এর মাধ্যমে ইউটিউব পার্টনার প্রোগ্রামটিকে (ওয়াইপিপি) আরও প্রসারিত করা হয়। বড়–দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে আয় করার জন্য চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে।
তবে ২০২৩ সালের প্রথমদিকে বলা হয়, শর্টের ক্রিয়েটরদের আয়ের জন্য ১ হাজার সাবস্ক্রাইবার ও ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ থাকতে হবে। এসব ক্রিয়েটররা তাদের শর্ট ভিডিও থেকে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পাবে।
ইউটিউবের শর্টসের ক্রিয়েটররা অন্যভাবেও আয় করতে পারে। ইউটিউব বলছে, ৮০ শতাংশ ওয়াইপিপি প্রোগ্রামের আওতাভুক্ত ক্রিয়েটররা শর্টসের পাশপাশি বড় দৈর্ঘ্যের বিজ্ঞাপন, ফ্যানদের তহবিল ফ্যান ফান্ডিং, ইউটিউব প্রিমিয়াম, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, শপিং ফিচার ও অন্যান্য উপায়ে আয় করতে পারে।
এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, শর্টস তৈরি করা কোনো স্বতন্ত্র প্রচেষ্টা নয় বরং এটি নির্মাতাদের বৃহত্তর ব্যবসার একটি দিক হিসেবে কাজ করে।
ইউটিউব বলছে, ১৬ বছরের ওয়াইপিপি প্রোগ্রাম এখন বিশ্বজুড়ে ৩০ লাখেরও বেশি নির্মাতাকে অন্তর্ভুক্ত করেছে এবং গত তিন বছরে নির্মাতা, শিল্পী এবং মিডিয়া সংস্থাগুলোকে ৭ হাজার কোটি ডলার অর্থ প্রদান করেছে ৷ এই সংখ্যা অন্য কোনো ভিডিও প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি।
টিকটককে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এই মাসে যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেনটেটিভসের দ্বিদলীয় সমর্থনে ৩৫২–৬৫ ভোটে টিকটক নিষেধাজ্ঞা দেওয়ার বিলটি পাস হয়। আইন হতে বিলটিতে সিনেটের অনুমোদন লাগবে। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে টিকটকের কার্যক্রমকে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র:টেকক্রাঞ্চ
অ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
১২ মিনিট আগেসোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
২০ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
২১ ঘণ্টা আগে