নিজস্ব প্রতিবেদক
চীনে শুরু হয়েছে হুয়াওয়ে কানেক্ট ২০২১। সারা বিশ্বে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবসায়িক পরিস্থিতি ও শিল্প খাতের উন্নয়ন ঘটাবে এবং এ বিষয়ে দক্ষতার সঙ্গে আরও ভালোভাবে সমন্বিত হতে পারে সেই বিষয়ে আলোচনা করা হবে। বিশ্বের আইসিটি শিল্প খাতের উন্নয়নের জন্য হুয়াওয়ের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন করা হয়ে থাকে।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর অনলাইনে এই আয়োজন শুরু হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে হুয়াওয়ে কানেক্ট ২০২১ অনুষ্ঠিত হবে। এ বছর এই আয়োজনটির থিম নির্ধারণ করা হয় ‘ডাইভ ইনটু ডিজিটাল’। অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক শ্যু।
এরিক শ্যু বলেন, ডিজিটাল উন্নয়ন মূলত ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীল। ডিজিটাল প্রযুক্তিকে প্রাসঙ্গিক রাখতে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে উদ্ভাবন করতে হবে এবং ভ্যালু তৈরি করতে হবে। হুয়াওয়ে লো-কার্বন বিকাশের জন্য কী করছে, সামগ্রিকভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলো কোথায় যাচ্ছে এসব উল্লেখ করে শ্যু তার আলোচনায় এই তিনটি ক্ষেত্রে হুয়াওয়ের অগ্রগতির দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন ক্লাউড, এআই ও নেটওয়ার্ক এই তিনটি ডিজিটাল প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটিতে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটি হুয়াওয়ের করপোরেট ওয়েবসাইট এবং এর মিডিয়া পার্টনারদের প্ল্যাটফর্মে মোট ১১টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি পাঁচটি সামিট এবং ৬৬টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দুইশ’র বেশি বক্তা অংশগ্রহণ করবেন।
এ বছরের আয়োজনের মূল প্রতিপাদ্য ডাইভ ইনটু ডিজিটাল। হুয়াওয়ে ক্লাউড, এআই, ও ফাইভ জি এর মতো প্রযুক্তি ব্যবহারিক প্রয়োগে কাজ করছে। এই আয়োজনের মাধ্যমে সব ধরনের প্রতিষ্ঠানকে অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও দক্ষ ও বহুমুখী করে তুলতে পারবে।
এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেবেন ব্যবসায়িক নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইকোসিস্টেম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।
চীনে শুরু হয়েছে হুয়াওয়ে কানেক্ট ২০২১। সারা বিশ্বে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবসায়িক পরিস্থিতি ও শিল্প খাতের উন্নয়ন ঘটাবে এবং এ বিষয়ে দক্ষতার সঙ্গে আরও ভালোভাবে সমন্বিত হতে পারে সেই বিষয়ে আলোচনা করা হবে। বিশ্বের আইসিটি শিল্প খাতের উন্নয়নের জন্য হুয়াওয়ের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন করা হয়ে থাকে।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর অনলাইনে এই আয়োজন শুরু হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে হুয়াওয়ে কানেক্ট ২০২১ অনুষ্ঠিত হবে। এ বছর এই আয়োজনটির থিম নির্ধারণ করা হয় ‘ডাইভ ইনটু ডিজিটাল’। অনলাইনে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক শ্যু।
এরিক শ্যু বলেন, ডিজিটাল উন্নয়ন মূলত ডিজিটাল প্রযুক্তির ওপর নির্ভরশীল। ডিজিটাল প্রযুক্তিকে প্রাসঙ্গিক রাখতে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে উদ্ভাবন করতে হবে এবং ভ্যালু তৈরি করতে হবে। হুয়াওয়ে লো-কার্বন বিকাশের জন্য কী করছে, সামগ্রিকভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলো কোথায় যাচ্ছে এসব উল্লেখ করে শ্যু তার আলোচনায় এই তিনটি ক্ষেত্রে হুয়াওয়ের অগ্রগতির দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন ক্লাউড, এআই ও নেটওয়ার্ক এই তিনটি ডিজিটাল প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটিতে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটি হুয়াওয়ের করপোরেট ওয়েবসাইট এবং এর মিডিয়া পার্টনারদের প্ল্যাটফর্মে মোট ১১টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি পাঁচটি সামিট এবং ৬৬টি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দুইশ’র বেশি বক্তা অংশগ্রহণ করবেন।
এ বছরের আয়োজনের মূল প্রতিপাদ্য ডাইভ ইনটু ডিজিটাল। হুয়াওয়ে ক্লাউড, এআই, ও ফাইভ জি এর মতো প্রযুক্তি ব্যবহারিক প্রয়োগে কাজ করছে। এই আয়োজনের মাধ্যমে সব ধরনের প্রতিষ্ঠানকে অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও দক্ষ ও বহুমুখী করে তুলতে পারবে।
এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেবেন ব্যবসায়িক নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইকোসিস্টেম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে