টিকটকের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতেই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘রিলস’ নিয়ে আসে ফেসবুক। এর মাধ্যমে ১৫ থেকে ৯০ সেকেন্ডের ভিডিও তৈরি করে তা প্ল্যাটফর্মটিতে শেয়ার করে ব্যবহারকারীরা। বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য বা পরবর্তীতে আবার দেখার জন্য এগুলো সেভ করে রাখেন অনেকেই। তবে প্রয়োজনের সময় সেগুলো কীভাবে খুঁজে পাওয়া যায় তা সবাই জানে না।
লাইক দেওয়া ও সেভ করা রিলসগুলো আলাদাভাবে গুছিয়ে রাখে ফেসবুক। যেসব রিলস আপনি বুকমার্ক করে রাখবেন সেসব ভিডিও সেভ হয়ে থাকবে। ফেসবুক অ্যাপ বা ডেস্কটপ থেকে সহজেই ভিডিওগুলো খুঁজে পাওয়া যায়।
অ্যাপ থেকে সেভ করা রিলস খুঁজে বের করবেন যেভাবে
১. আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুকে অ্যাপ চালু করুন।
২. ভিডিও ট্যাবে প্রবেশ করুন ও রিলস অপশন নির্বাচন করুন।
৩. ওপরের ডানদিকে কোনায় প্রোফাইল আইকোনে ক্লিক করুন।
৪. এর ফলে একটি রিলস চালু হবে। এরপর ডান পাশের ওপরে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৫. এখন ‘সেভড’ অপশনে ক্লিক করুন।
এখানে সেভ করা রিলসগুলো দেখা যাবে।
ডেস্কটপ থেকে সেভ করা রিলস খুঁজে বের করবেন যেভাবে
১. যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের ছবি ওপর ক্লিক করে প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩. ‘রিলস ট্যাব’ নির্বাচন করুন।
৪. এরপর ‘সেভড রিলস’ অপশন নির্বাচন করুন।
এখানে সেভ করা রিলসগুলো এক জায়গায় দেখা যাবে।
লাইক দেওয়া রিলস অ্যাপ থেকে খুঁজে বের করবেন যেভাবে
রিলসগুলো দেখার সময় পছন্দের ভিডিওগুলোতে লাইক দেয় অনেকেই। সেসব লাইক দেওয়া রিলসগুলোও আপনি খুঁজে দেখতে পারবেন। পছন্দের রিলসগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুকে অ্যাপ চালু করুন।
২. ভিডিও ট্যাবে প্রবেশ করুন ও রিলস অপশন নির্বাচন করুন।
৩. ওপরের ডানদিকে কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৪. এর ফলে একটি রিলস চালু হবে। এরপর ডান পাশের ওপরে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৫. ‘লাইকড’ অপশন নির্বাচন করুন।
এইখানে লাইক দেওয়া ভিডিওগুলো দেখা যাবে।
লাইক দেওয়া রিলস ডেস্কটপ থেকে খুঁজে বের করবেন যেভাবে
অ্যাপের চেয়ে ওয়েবসাইট থেকে ফেসবুকের রিলস খুঁজে পাওয়া একটু জটিল। রিলস খুঁজে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. ওপরের ডান দিকে থাকা নিজের প্রোফাইল আইকোনে ক্লিক করুন।
৩. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৪. ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে ক্লিক করুন।
৫. বামে পাশের প্যানেল থেকে ‘অ্যাক্টিভিটি হিস্টরি’ অপশনে ক্লিক করুন।
এখানে লাইক দেওয়া রিলসহ ব্যবহারকারীরা সব ফেসবুক কার্যক্রম দেখা যাবে। দিন ও সময় অনুযায়ী পর্যায়ক্রমে এসব কার্যক্রম দেখানো হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
টিকটকের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতেই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘রিলস’ নিয়ে আসে ফেসবুক। এর মাধ্যমে ১৫ থেকে ৯০ সেকেন্ডের ভিডিও তৈরি করে তা প্ল্যাটফর্মটিতে শেয়ার করে ব্যবহারকারীরা। বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য বা পরবর্তীতে আবার দেখার জন্য এগুলো সেভ করে রাখেন অনেকেই। তবে প্রয়োজনের সময় সেগুলো কীভাবে খুঁজে পাওয়া যায় তা সবাই জানে না।
লাইক দেওয়া ও সেভ করা রিলসগুলো আলাদাভাবে গুছিয়ে রাখে ফেসবুক। যেসব রিলস আপনি বুকমার্ক করে রাখবেন সেসব ভিডিও সেভ হয়ে থাকবে। ফেসবুক অ্যাপ বা ডেস্কটপ থেকে সহজেই ভিডিওগুলো খুঁজে পাওয়া যায়।
অ্যাপ থেকে সেভ করা রিলস খুঁজে বের করবেন যেভাবে
১. আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুকে অ্যাপ চালু করুন।
২. ভিডিও ট্যাবে প্রবেশ করুন ও রিলস অপশন নির্বাচন করুন।
৩. ওপরের ডানদিকে কোনায় প্রোফাইল আইকোনে ক্লিক করুন।
৪. এর ফলে একটি রিলস চালু হবে। এরপর ডান পাশের ওপরে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৫. এখন ‘সেভড’ অপশনে ক্লিক করুন।
এখানে সেভ করা রিলসগুলো দেখা যাবে।
ডেস্কটপ থেকে সেভ করা রিলস খুঁজে বের করবেন যেভাবে
১. যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের ছবি ওপর ক্লিক করে প্রোফাইল পেজে প্রবেশ করুন।
৩. ‘রিলস ট্যাব’ নির্বাচন করুন।
৪. এরপর ‘সেভড রিলস’ অপশন নির্বাচন করুন।
এখানে সেভ করা রিলসগুলো এক জায়গায় দেখা যাবে।
লাইক দেওয়া রিলস অ্যাপ থেকে খুঁজে বের করবেন যেভাবে
রিলসগুলো দেখার সময় পছন্দের ভিডিওগুলোতে লাইক দেয় অনেকেই। সেসব লাইক দেওয়া রিলসগুলোও আপনি খুঁজে দেখতে পারবেন। পছন্দের রিলসগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুকে অ্যাপ চালু করুন।
২. ভিডিও ট্যাবে প্রবেশ করুন ও রিলস অপশন নির্বাচন করুন।
৩. ওপরের ডানদিকে কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৪. এর ফলে একটি রিলস চালু হবে। এরপর ডান পাশের ওপরে থাকা প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৫. ‘লাইকড’ অপশন নির্বাচন করুন।
এইখানে লাইক দেওয়া ভিডিওগুলো দেখা যাবে।
লাইক দেওয়া রিলস ডেস্কটপ থেকে খুঁজে বের করবেন যেভাবে
অ্যাপের চেয়ে ওয়েবসাইট থেকে ফেসবুকের রিলস খুঁজে পাওয়া একটু জটিল। রিলস খুঁজে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. ওপরের ডান দিকে থাকা নিজের প্রোফাইল আইকোনে ক্লিক করুন।
৩. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৪. ‘অ্যাক্টিভিটি লগ’ অপশনে ক্লিক করুন।
৫. বামে পাশের প্যানেল থেকে ‘অ্যাক্টিভিটি হিস্টরি’ অপশনে ক্লিক করুন।
এখানে লাইক দেওয়া রিলসহ ব্যবহারকারীরা সব ফেসবুক কার্যক্রম দেখা যাবে। দিন ও সময় অনুযায়ী পর্যায়ক্রমে এসব কার্যক্রম দেখানো হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
২০২৩ সালের তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের সময় গুগলের ভূমিকম্প প্রাথমিক সতর্কতা ব্যবস্থা যথাযথভাবে কাজ করেনি বলে স্বীকার করেছে গুগল। ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর ৯৮ মাইলের মধ্যে থাকা এক কোটি মানুষের কাছে গুগল সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা পাঠানোর কথা ছিল।
১২ মিনিট আগেবিজ্ঞান কল্পকাহিনির মতো দৃশ্য এবার বাস্তব হচ্ছে চীনের শেনঝেনে। শহরের ব্যস্ত মেট্রোস্টেশনে এখন দেখা মিলছে স্বয়ংক্রিয় চার চাকার রোবটের। রোবটগুলো শুধু ট্রেনে চলাফেরা করেই থেমে থাকছে না, এগুলো পণ্য পৌঁছে দিচ্ছে সরাসরি দোকানের দরজায়।
১ ঘণ্টা আগেঅজ্ঞাত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ১৬ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। এই চুক্তির আওতায় স্যামসাং চিপ নির্মাণ করবে ওই কোম্পানির জন্য। চুক্তির ঘোষণা দেওয়ার পর সোমবার স্যামসাংয়ের শেয়ারমূল্য ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।
৪ ঘণ্টা আগেইউটিউব একটি বিশাল ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয়। তবে শুধু ভিডিও আপলোড করলেই কাজ হয় না, দর্শকদের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হলে ভিডিওর ডেসক্রিপশন ঠিকঠাক ও প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। ডেসক্রিপশন হলো ভিডিওর নিচে থাকা একটি লেখা, যা ভিডিওর বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ তথ্য, লিংকসহ
৬ ঘণ্টা আগে