অনলাইন ডেস্ক
নিজের ব্যবহৃত আইফোন বিক্রি বা বদলানো আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। তবে আইফোনে থাকা ব্যক্তিগত তথ্য মুছে না ফেলে তা বিক্রি করলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন।
যদি আপনি আইফোন বিক্রি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে শুধু তথ্য ট্রান্সফার করে ফোনটি অন্যের কাছে তুলে দেওয়া যাবে না—প্রথমে অবশ্যই আপনার সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে হবে। ডিভাইসটির সব তথ্য মুছে না ফেললে আপনার ব্যক্তিগত ছবি, যোগাযোগের তথ্য, এমনকি কার্ডের তথ্যও চলে যেতে পারে নতুন ব্যবহারকারীর হাতে।
তবে চিন্তার কিছু নেই। ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে আইফোনে থাকা ব্যক্তিগত তথ্য মুছে ফেলা যায়। তবে এই কাজ করার আগে কিছু প্রস্তুতি নিতে হবে। নিচে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হলো—
ব্যাকআপ রাখুন
আপনার সমস্ত তথ্য যাতে নিরাপদ থাকে, তা নিশ্চিত করার প্রথম ধাপ হলো—ব্যাকআপ রাখা।
আইক্লাউডে ব্যাকআপ নিতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোনের সেটিংসে গিয়ে নিজের নামের ওপর ট্যাপ করুন।
২. এখন আইক্লাউড অপশন থেকে আইক্লাউড ব্যাকআপে যান।
৩. ব্যাকআপ অপশনে ট্যাপ করুন। এই ব্যাকআপ নিতে আইফোন কিছুটা সময় নেবে, তবে নতুন ফোনে তথ্য ফেরত আনার সময় এই ব্যাকআপ খুব কাজে আসবে।
কম্পিউটারে ব্যাকআপ নিতে হলে—
উইন্ডোজ পিসিতে: আইটিউনস ডাউনলোড করে আইফোনটি সংযুক্ত করুন, এরপর সফটওয়্যার থেকেই ব্যাকআপ তৈরি করা যাবে।
ম্যাকে: যেহেতু ২০১৯ সাল থেকে ম্যাকে আইটিউনস বন্ধ, তাই ফাইন্ডার ব্যবহার করেই ব্যাকআপ নিতে হবে।
নতুন আইফোন সেটআপ করার সময় দুটি ফোন একসঙ্গে রাখলে একটির ক্যামেরা দিয়ে অন্যটি স্ক্যান করে দ্রুত ডেটা ট্রান্সফার করা যায়। তবু বিক্রির আগে ব্যাকআপ রাখা নিরাপদ।
অ্যাকাউন্ট থেকে সাইন আউট করুন
সব অ্যাপ থেকে লগআউট করা ঝামেলাপূর্ণ মনে হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সেটিংস থেকে অ্যাপ অপশনে প্রবেশ করুন। এবার মেইল, কনটাক্টস ও ক্যালেন্ডার অ্যাপের অ্যাকাউন্টসে গিয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো আনলিংক করে নিন।
বিশেষ করে ব্যাংকিং অ্যাপ, ইমেইল অ্যাপ, মেসেজিং অ্যাপ, অফিশিয়াল অ্যাপ (এমনকি ডিসকর্ডের মতো কমিউনিটি অ্যাপ থেকেও সাইন আউট করুন।
সবশেষে, ফোন রিসেট করার আগে ফাইন্ড মাই আইফোন ফিচারটি বন্ধ করুন। এর জন্য আইফোনের সেটিংসে গিয়ে নিজের নামের ওপর ট্যাপ করুন। এরপর ‘ফাইন্ড মাই’ অপশনে গিয়ে টগল বাটনটি বন্ধ করে দিন।
নতুন আইফোনে মোবাইল সার্ভিস ট্রান্সফার করুন
আপনি যদি পুরোনো আইফোনটি মোবাইল নম্বরসহ ব্যবহার করেন, তবে রিসেট করার আগে আপনার মোবাইল সার্ভিসটি নতুন ফোনে স্থানান্তর করুন।
আগে সিম কার্ড খুলে নতুন ফোনে লাগিয়ে সার্ভিস ট্রান্সফার করা যেত। এখন সেটি করা যায় না, কারণ আইফোন ১৪ এবং পরবর্তী মডেলগুলোতে ফিজিক্যাল সিম থাকে না। এগুলো পুরোপুরি ইসিম-ভিত্তিক।
সার্ভিস ট্রান্সফার করতে হলে ক্যারিয়ারকে কল করতে হবে অথবা সরাসরি দোকানে গিয়ে তা অনলাইনে স্থানান্তর করিয়ে নিতে হবে।
সব প্রস্তুতি নেওয়া হয়ে গেলে ফ্যাক্টরি রিসেটের দিতে পারেন।
ফ্যাক্টরি রিসেট করবেন যেভাবে
১. আইফোনের সেটিংসে গিয়ে নিজের নামের ওপর ট্যাপ করুন।
২. এখন জেনারেল অপশন থেকে ট্রান্সফার বা রিসেট অপশনে ট্যাপ করুন।
৩. ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস অপশনে ট্যাপ করুন। ব্যাকআপে যান।
৪ এখান স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী এগিয়ে যান। প্রথমে পিন কোড এবং পরে অ্যাপল আইডি পাসওয়ার্ড দিতে হবে। এটি ফাইন্ড মাই ফিচার বন্ধ করবে এবং ফোনটিকে আপনার অ্যাকাউন্ট থেকে আলাদা করবে।
এরপর স্ক্রিন কালো হয়ে যাবে এবং নিচে একটি প্রোগ্রেস বার দেখা যাবে। কয়েক মিনিট পর ‘হেলো’ লেখাটি বিভিন্ন ভাষায় আসবে, যেমনটা নতুন আইফোন অন করার সময় দেখা যায়।
এবার আপনি নির্ভার হয়ে ফোনটি বিক্রি করতে পারেন বা অন্য কাউকে দিয়ে দিতে পারেন।
তথ্যসূত্র: সিনেট
নিজের ব্যবহৃত আইফোন বিক্রি বা বদলানো আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। তবে আইফোনে থাকা ব্যক্তিগত তথ্য মুছে না ফেলে তা বিক্রি করলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন।
যদি আপনি আইফোন বিক্রি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে শুধু তথ্য ট্রান্সফার করে ফোনটি অন্যের কাছে তুলে দেওয়া যাবে না—প্রথমে অবশ্যই আপনার সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে হবে। ডিভাইসটির সব তথ্য মুছে না ফেললে আপনার ব্যক্তিগত ছবি, যোগাযোগের তথ্য, এমনকি কার্ডের তথ্যও চলে যেতে পারে নতুন ব্যবহারকারীর হাতে।
তবে চিন্তার কিছু নেই। ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে আইফোনে থাকা ব্যক্তিগত তথ্য মুছে ফেলা যায়। তবে এই কাজ করার আগে কিছু প্রস্তুতি নিতে হবে। নিচে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হলো—
ব্যাকআপ রাখুন
আপনার সমস্ত তথ্য যাতে নিরাপদ থাকে, তা নিশ্চিত করার প্রথম ধাপ হলো—ব্যাকআপ রাখা।
আইক্লাউডে ব্যাকআপ নিতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোনের সেটিংসে গিয়ে নিজের নামের ওপর ট্যাপ করুন।
২. এখন আইক্লাউড অপশন থেকে আইক্লাউড ব্যাকআপে যান।
৩. ব্যাকআপ অপশনে ট্যাপ করুন। এই ব্যাকআপ নিতে আইফোন কিছুটা সময় নেবে, তবে নতুন ফোনে তথ্য ফেরত আনার সময় এই ব্যাকআপ খুব কাজে আসবে।
কম্পিউটারে ব্যাকআপ নিতে হলে—
উইন্ডোজ পিসিতে: আইটিউনস ডাউনলোড করে আইফোনটি সংযুক্ত করুন, এরপর সফটওয়্যার থেকেই ব্যাকআপ তৈরি করা যাবে।
ম্যাকে: যেহেতু ২০১৯ সাল থেকে ম্যাকে আইটিউনস বন্ধ, তাই ফাইন্ডার ব্যবহার করেই ব্যাকআপ নিতে হবে।
নতুন আইফোন সেটআপ করার সময় দুটি ফোন একসঙ্গে রাখলে একটির ক্যামেরা দিয়ে অন্যটি স্ক্যান করে দ্রুত ডেটা ট্রান্সফার করা যায়। তবু বিক্রির আগে ব্যাকআপ রাখা নিরাপদ।
অ্যাকাউন্ট থেকে সাইন আউট করুন
সব অ্যাপ থেকে লগআউট করা ঝামেলাপূর্ণ মনে হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সেটিংস থেকে অ্যাপ অপশনে প্রবেশ করুন। এবার মেইল, কনটাক্টস ও ক্যালেন্ডার অ্যাপের অ্যাকাউন্টসে গিয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো আনলিংক করে নিন।
বিশেষ করে ব্যাংকিং অ্যাপ, ইমেইল অ্যাপ, মেসেজিং অ্যাপ, অফিশিয়াল অ্যাপ (এমনকি ডিসকর্ডের মতো কমিউনিটি অ্যাপ থেকেও সাইন আউট করুন।
সবশেষে, ফোন রিসেট করার আগে ফাইন্ড মাই আইফোন ফিচারটি বন্ধ করুন। এর জন্য আইফোনের সেটিংসে গিয়ে নিজের নামের ওপর ট্যাপ করুন। এরপর ‘ফাইন্ড মাই’ অপশনে গিয়ে টগল বাটনটি বন্ধ করে দিন।
নতুন আইফোনে মোবাইল সার্ভিস ট্রান্সফার করুন
আপনি যদি পুরোনো আইফোনটি মোবাইল নম্বরসহ ব্যবহার করেন, তবে রিসেট করার আগে আপনার মোবাইল সার্ভিসটি নতুন ফোনে স্থানান্তর করুন।
আগে সিম কার্ড খুলে নতুন ফোনে লাগিয়ে সার্ভিস ট্রান্সফার করা যেত। এখন সেটি করা যায় না, কারণ আইফোন ১৪ এবং পরবর্তী মডেলগুলোতে ফিজিক্যাল সিম থাকে না। এগুলো পুরোপুরি ইসিম-ভিত্তিক।
সার্ভিস ট্রান্সফার করতে হলে ক্যারিয়ারকে কল করতে হবে অথবা সরাসরি দোকানে গিয়ে তা অনলাইনে স্থানান্তর করিয়ে নিতে হবে।
সব প্রস্তুতি নেওয়া হয়ে গেলে ফ্যাক্টরি রিসেটের দিতে পারেন।
ফ্যাক্টরি রিসেট করবেন যেভাবে
১. আইফোনের সেটিংসে গিয়ে নিজের নামের ওপর ট্যাপ করুন।
২. এখন জেনারেল অপশন থেকে ট্রান্সফার বা রিসেট অপশনে ট্যাপ করুন।
৩. ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস অপশনে ট্যাপ করুন। ব্যাকআপে যান।
৪ এখান স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী এগিয়ে যান। প্রথমে পিন কোড এবং পরে অ্যাপল আইডি পাসওয়ার্ড দিতে হবে। এটি ফাইন্ড মাই ফিচার বন্ধ করবে এবং ফোনটিকে আপনার অ্যাকাউন্ট থেকে আলাদা করবে।
এরপর স্ক্রিন কালো হয়ে যাবে এবং নিচে একটি প্রোগ্রেস বার দেখা যাবে। কয়েক মিনিট পর ‘হেলো’ লেখাটি বিভিন্ন ভাষায় আসবে, যেমনটা নতুন আইফোন অন করার সময় দেখা যায়।
এবার আপনি নির্ভার হয়ে ফোনটি বিক্রি করতে পারেন বা অন্য কাউকে দিয়ে দিতে পারেন।
তথ্যসূত্র: সিনেট
বিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১২ মিনিট আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১ ঘণ্টা আগেদুর্বল পাসওয়ার্ডের কারণে পথে বসেছে যুক্তরাজ্যের ১৬০ বছরের একটি পুরোনো কোম্পানি। একদল হ্যাকার ব্রিটিশ পরিবহন কোম্পানি কেএনপি লজিস্টিকসের তথ্যভান্ডার হ্যাক করায় আর্থিক ক্ষতির পাশাপাশি কোম্পানিটির ৭০০ কর্মীর চাকরি চলে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই।
৩ ঘণ্টা আগে