Ajker Patrika

বর্ষসেরা গেম ‘এলডেন রিং’, নেপথ্যে গেম অব থ্রোনসের স্রষ্টা

প্রযুক্তি ডেস্ক
বর্ষসেরা গেম ‘এলডেন রিং’, নেপথ্যে গেম অব থ্রোনসের স্রষ্টা

‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ গেমের পুরস্কার জিতেছে ‘এলডেন রিং’। বছরের সেরা গেমের তকমা জিতে নিতে ডার্ক ফ্যান্টাসি ঘরানার এলডেন রিং–কে হারাতে হয়েছে ‘গড অব ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মতো জনপ্রিয় আর ব্যবসাসফল গেমগুলোকে।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়েই গেমিং দুনিয়া আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে গেমারদের আলোচনায় ছিল এলডেন রিং। গেমটি নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক ‘গেম অব থ্রোনস’–এর স্রষ্টা জর্জ আর আর মার্টিনের সঙ্গে কাজ করেছেন গেমার আর সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি। 

এলডেন রিং–এর কারিগরি দিকগুলোতে কাজ করেছেন জনপ্রিয় অ্যাকশন রোল প্লেয়িং গেম ‘ডার্ক সোলস’ সিরিজের প্রকৌশলীরা। গেমের পটভূমি, দৃশ্যায়ন আর সার্বিক অভিজ্ঞতা দিয়ে গেমারদের মুগ্ধ করেছে জাপানি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ‘ফ্রম সফটওয়্যার’-এর রোল প্লেইং গেমটি। 

সাম্প্রতিক বছরগুলোতে গেমিং ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’। এই অনুষ্ঠানে বছরের সেরা গেমগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নতুন গেমের বাজারে আসার ঘোষণার পাশাপাশি গেমের ট্রেলারও মুক্তি পায় এ আয়োজনে। এ বছরও ব্যতিক্রম ছিল না।

সমালোচকদেরও মন জিতেছে এলডেন রিং। গেমের রিভিউ তথা সমালোচনা সংগ্রহ এবং প্রকাশভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, সমালোচকদের কাছ থেকে গড়ে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে গেমটি। এ বছরের ‘গেম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে এলডেন রিং। বর্ষসেরা গেমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেম নির্দেশনা’ এবং ‘বেস্ট শিল্প নির্দেশনা’ ছাড়াও ‘বেস্ট রোল প্লেয়িং গেম’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে এলডেন রিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত