প্রযুক্তি ডেস্ক
‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ গেমের পুরস্কার জিতেছে ‘এলডেন রিং’। বছরের সেরা গেমের তকমা জিতে নিতে ডার্ক ফ্যান্টাসি ঘরানার এলডেন রিং–কে হারাতে হয়েছে ‘গড অব ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মতো জনপ্রিয় আর ব্যবসাসফল গেমগুলোকে।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়েই গেমিং দুনিয়া আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে গেমারদের আলোচনায় ছিল এলডেন রিং। গেমটি নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক ‘গেম অব থ্রোনস’–এর স্রষ্টা জর্জ আর আর মার্টিনের সঙ্গে কাজ করেছেন গেমার আর সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি।
এলডেন রিং–এর কারিগরি দিকগুলোতে কাজ করেছেন জনপ্রিয় অ্যাকশন রোল প্লেয়িং গেম ‘ডার্ক সোলস’ সিরিজের প্রকৌশলীরা। গেমের পটভূমি, দৃশ্যায়ন আর সার্বিক অভিজ্ঞতা দিয়ে গেমারদের মুগ্ধ করেছে জাপানি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ‘ফ্রম সফটওয়্যার’-এর রোল প্লেইং গেমটি।
সাম্প্রতিক বছরগুলোতে গেমিং ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’। এই অনুষ্ঠানে বছরের সেরা গেমগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নতুন গেমের বাজারে আসার ঘোষণার পাশাপাশি গেমের ট্রেলারও মুক্তি পায় এ আয়োজনে। এ বছরও ব্যতিক্রম ছিল না।
সমালোচকদেরও মন জিতেছে এলডেন রিং। গেমের রিভিউ তথা সমালোচনা সংগ্রহ এবং প্রকাশভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, সমালোচকদের কাছ থেকে গড়ে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে গেমটি। এ বছরের ‘গেম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে এলডেন রিং। বর্ষসেরা গেমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেম নির্দেশনা’ এবং ‘বেস্ট শিল্প নির্দেশনা’ ছাড়াও ‘বেস্ট রোল প্লেয়িং গেম’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে এলডেন রিং।
‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ গেমের পুরস্কার জিতেছে ‘এলডেন রিং’। বছরের সেরা গেমের তকমা জিতে নিতে ডার্ক ফ্যান্টাসি ঘরানার এলডেন রিং–কে হারাতে হয়েছে ‘গড অব ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মতো জনপ্রিয় আর ব্যবসাসফল গেমগুলোকে।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়েই গেমিং দুনিয়া আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে গেমারদের আলোচনায় ছিল এলডেন রিং। গেমটি নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক ‘গেম অব থ্রোনস’–এর স্রষ্টা জর্জ আর আর মার্টিনের সঙ্গে কাজ করেছেন গেমার আর সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি।
এলডেন রিং–এর কারিগরি দিকগুলোতে কাজ করেছেন জনপ্রিয় অ্যাকশন রোল প্লেয়িং গেম ‘ডার্ক সোলস’ সিরিজের প্রকৌশলীরা। গেমের পটভূমি, দৃশ্যায়ন আর সার্বিক অভিজ্ঞতা দিয়ে গেমারদের মুগ্ধ করেছে জাপানি ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ‘ফ্রম সফটওয়্যার’-এর রোল প্লেইং গেমটি।
সাম্প্রতিক বছরগুলোতে গেমিং ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’। এই অনুষ্ঠানে বছরের সেরা গেমগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নতুন গেমের বাজারে আসার ঘোষণার পাশাপাশি গেমের ট্রেলারও মুক্তি পায় এ আয়োজনে। এ বছরও ব্যতিক্রম ছিল না।
সমালোচকদেরও মন জিতেছে এলডেন রিং। গেমের রিভিউ তথা সমালোচনা সংগ্রহ এবং প্রকাশভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, সমালোচকদের কাছ থেকে গড়ে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে গেমটি। এ বছরের ‘গেম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে এলডেন রিং। বর্ষসেরা গেমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেম নির্দেশনা’ এবং ‘বেস্ট শিল্প নির্দেশনা’ ছাড়াও ‘বেস্ট রোল প্লেয়িং গেম’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে এলডেন রিং।
নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৪ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১৪ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১ দিন আগে