অনলাইন ডেস্ক
গুগল মেসেজে যুক্ত হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটবট জেমিনি এআই। মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লেখায় ও সম্পাদনায় সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট।
গত মাসেই মেসেজে এই সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। তবে বর্তমানে গুগল মেসেজের বেটা সংস্করণ কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী যেসব বেটা টেস্টারদের আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) চালু করা আছে এবং যারা পিক্সেল ৬ বা এর পরবর্তী সংস্করণ, পিক্সেল ফোল্ড, গ্যালাক্সি এস ২২ বা এর পরবর্তী সংস্করণ, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করে—তাদের ফোনে এই ফিচার পাওয়া যাবে। এ ছাড়া ফোনের ল্যাংগুয়েজ সেটিংসে ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। আর কানাডাতে থাকলে ফরাসি ভাষা নির্বাচন করতে হবে।
গুগল মেসেজের সঙ্গে এই জেমিনি চ্যাটবট যুক্ত থাকলে এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যাবে। টেক্সট বা ছবির মাধ্যমে নির্দেশনা দিয়ে জেমিনি সঙ্গে চ্যাট করতে পারবে ব্যবহারকারীরা।
কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীকালে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে, তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ, এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
মেসেজ তৈরি করা ছাড়াও কোনো ছবির বিষয়বস্তু সম্পর্কেও জানাতে পারবে জেমিনি। কোনো গাছ বা খাবারের ছবি দিলেও তা জেমিনি চিহ্নিত করতে পারবে। তবে জেমিনি ছবির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। এ ছাড়া গুগল মেসেজের মাধ্যমে নির্দেশনা দিলেও জেমিনি কোনো ছবি তৈরি করে দিতে পারবে না।
জেমিনি অ্যাডভান্সড প্ল্যানের প্রিমিয়াম ফিচারগুলো মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যবহার করা যাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি গুগল।
তথ্যসূত্র:স্যামমোবাইল
গুগল মেসেজে যুক্ত হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটবট জেমিনি এআই। মেসেজিংয়ের সময়ই এআই ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। মেসেজ লেখায় ও সম্পাদনায় সাহায্য করার পাশাপাশি বিভিন্ন তথ্যও জানাতে পারবে এই চ্যাটবট।
গত মাসেই মেসেজে এই সুবিধা নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। তবে বর্তমানে গুগল মেসেজের বেটা সংস্করণ কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করতে পারছেন।
বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সী যেসব বেটা টেস্টারদের আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) চালু করা আছে এবং যারা পিক্সেল ৬ বা এর পরবর্তী সংস্করণ, পিক্সেল ফোল্ড, গ্যালাক্সি এস ২২ বা এর পরবর্তী সংস্করণ, গ্যালাক্সি জেড ফ্লিপ, গ্যালাক্সি জেড ফোল্ড ব্যবহার করে—তাদের ফোনে এই ফিচার পাওয়া যাবে। এ ছাড়া ফোনের ল্যাংগুয়েজ সেটিংসে ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। আর কানাডাতে থাকলে ফরাসি ভাষা নির্বাচন করতে হবে।
গুগল মেসেজের সঙ্গে এই জেমিনি চ্যাটবট যুক্ত থাকলে এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যাবে। টেক্সট বা ছবির মাধ্যমে নির্দেশনা দিয়ে জেমিনি সঙ্গে চ্যাট করতে পারবে ব্যবহারকারীরা।
কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য ব্যবহারকারীরা জেমিনিকে সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে জেমিনি একটি মেসেজ তৈরি করে দেবে। মেসেজগুলো পরবর্তীকালে এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির উত্তরটি কেমন হয়েছে, তার প্রতিক্রিয়া জানানো যাবে। কারণ, এসব প্রতিক্রিয়ার মাধ্যমে জেমিনি শিখতে পারে। প্রতিক্রিয়া জানানোর জন্য জেমিনির তৈরি করা মেসেজটিকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর লাইক ও আনলাইক বাটনে ট্যাপ করতে পারবেন।
মেসেজ তৈরি করা ছাড়াও কোনো ছবির বিষয়বস্তু সম্পর্কেও জানাতে পারবে জেমিনি। কোনো গাছ বা খাবারের ছবি দিলেও তা জেমিনি চিহ্নিত করতে পারবে। তবে জেমিনি ছবির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। এ ছাড়া গুগল মেসেজের মাধ্যমে নির্দেশনা দিলেও জেমিনি কোনো ছবি তৈরি করে দিতে পারবে না।
জেমিনি অ্যাডভান্সড প্ল্যানের প্রিমিয়াম ফিচারগুলো মেসেজিং অ্যাপটির মাধ্যমে ব্যবহার করা যাবে কি না, তা স্পষ্ট করে জানায়নি গুগল।
তথ্যসূত্র:স্যামমোবাইল
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
২ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগে