অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা ১০ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে একটি অভিযান শুরু করতে যাচ্ছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি অপটাসে সাইবার হামলা হওয়ার পর অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে এমন ঘোষণা এল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিন দিন আগে একজন অজ্ঞাত ব্যক্তি অপটাস হ্যাক করা নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘অপটাসের ১০ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে। আমাদের যদি ১০ লাখ ডলার না দেওয়া হয়, তাহলে প্রতিদিন এসব তথ্য প্রকাশ করা হবে।’
এই পোস্টের পরেই অস্ট্রেলিয়ার পুলিশ ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে তৎপর হয়ে ওঠে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) সাইবার কমান্ডের সহকারী কমিশনার জাস্টিন গফ বলেছেন, যাদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে প্রকাশ করা হয়েছে, তাদের শনাক্ত করতে ও সুরক্ষা দিয়ে এএফপি কাজ করছে।
গফ আরও বলেছেন, ১০ হাজার গ্রাহককে শনাক্ত করতে পুলিশ ডেটা বিশ্লেষণ করছে। হ্যাকাররা ডেটা বিক্রি করার চেষ্টা করছে কি না, তা বোঝার জন্য ইন্টারনেট পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক লেনদেনের ব্যাপারে ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইসহ অন্যান্য সংস্থা হ্যাকারদের ধরতে বিশ্বজুড়ে কাজ করছে বলেও জানিয়েছেন গফ। তিনি বলেছেন, ‘এই হামলার পেছনে যারা আছে, তারা খুব অস্পষ্ট কৌশল ব্যবহার করেছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, অপটাস আমাদের অনুরোধে সাড়া দিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন করে পাসপোর্ট করে দেওয়ার খরচ বহন করতে রাজি হয়েছে। আমি মনে করি এটি একটি যথোপযুক্ত পদক্ষেপ।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্য সরকবার বলেছে, তারা অপটাসের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন করে ড্রাইভিং লাইসেন্স করে দেবে।
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে অপটাসের কাছে ই-মেইল করলেও কোনো সাড়া মেলেনি।
অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা ১০ হাজার মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে একটি অভিযান শুরু করতে যাচ্ছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি অপটাসে সাইবার হামলা হওয়ার পর অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে এমন ঘোষণা এল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিন দিন আগে একজন অজ্ঞাত ব্যক্তি অপটাস হ্যাক করা নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘অপটাসের ১০ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে। আমাদের যদি ১০ লাখ ডলার না দেওয়া হয়, তাহলে প্রতিদিন এসব তথ্য প্রকাশ করা হবে।’
এই পোস্টের পরেই অস্ট্রেলিয়ার পুলিশ ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে তৎপর হয়ে ওঠে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) সাইবার কমান্ডের সহকারী কমিশনার জাস্টিন গফ বলেছেন, যাদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে প্রকাশ করা হয়েছে, তাদের শনাক্ত করতে ও সুরক্ষা দিয়ে এএফপি কাজ করছে।
গফ আরও বলেছেন, ১০ হাজার গ্রাহককে শনাক্ত করতে পুলিশ ডেটা বিশ্লেষণ করছে। হ্যাকাররা ডেটা বিক্রি করার চেষ্টা করছে কি না, তা বোঝার জন্য ইন্টারনেট পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক লেনদেনের ব্যাপারে ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইসহ অন্যান্য সংস্থা হ্যাকারদের ধরতে বিশ্বজুড়ে কাজ করছে বলেও জানিয়েছেন গফ। তিনি বলেছেন, ‘এই হামলার পেছনে যারা আছে, তারা খুব অস্পষ্ট কৌশল ব্যবহার করেছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, অপটাস আমাদের অনুরোধে সাড়া দিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন করে পাসপোর্ট করে দেওয়ার খরচ বহন করতে রাজি হয়েছে। আমি মনে করি এটি একটি যথোপযুক্ত পদক্ষেপ।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্য সরকবার বলেছে, তারা অপটাসের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নতুন করে ড্রাইভিং লাইসেন্স করে দেবে।
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে অপটাসের কাছে ই-মেইল করলেও কোনো সাড়া মেলেনি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৭ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৮ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৯ ঘণ্টা আগে