ভয়েস ও ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারে সুবিধা রয়েছে মেসেঞ্জারে। এই ফিচারের মাধ্যমে সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রিনে যা আছে তা পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের দেখানো যায়। আর এই স্ক্রিন শেয়ারের ফিচারটি ব্যবহার করাও খুব সহজ।
আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ডেস্কটপ ডিভাইসের মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করা যায়। এই ফিচার ব্যবহারের প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
আইফোন ও অ্যান্ড্রয়েডের মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. মেসেঞ্জার অ্যাপ চালু করুন এবং যাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে অডিও বা ভিডিও কল দিন।
২. কলে থাকা অবস্থায় স্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে আলতোভাবে টানুন (সোয়াইপ আপ করুন)।
৩. মেনু থেকে ‘Share Your Screen’ নামে অপশন খুঁজে বের করুন এবং ট্যাপ করুন। ডিভাইস অনুযায়ী অপশনটি ভিন্ন নামে থাকতে পারে। তাই একই ধরনের কোনো অপশন খুঁজে পেলে তাতে ট্যাপ করুন। এর মাধ্যমে স্ক্রিন রেকর্ড শুরু হবে।
৪. অপশনটিতে ট্যাপ করলে কিছু ডিভাইস একেবারেই পুরো স্ক্রিন শেয়ার করবে। আবার পুরো স্ক্রিন বা অর্ধেক স্ক্রিন দেখানো হবে কি না, তার জন্য অনুমতি চাইবে কিছু ডিভাইস। পছন্দের মতো অপশন নির্বাচন করুন।
৫. এ ছাড়া মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করার জন্যও আপনার ডিভাইস অনুমতি চাইতে পারে। সে ক্ষেত্রে একটি পপআপ মেনু দেখাবে। মেনু থেকে ‘Allow’ বা Start Recording’ বাটনে ট্যাপ করুন। আগেই এই অনুমতি দেওয়া থাকলে এই ধাপ অনুসরণের প্রয়োজন নেই।
৬. স্ক্রিন শেয়ারের সময় একটি ছোট কন্ট্রোল প্যানেল স্ক্রিনের ওপরে বা নিচের দিকে দেখা যাবে। এই প্যানেলের অপশনগুলোর মাধ্যমে স্ক্রিন শেয়ার বন্ধ, মাইক্রোফোন মিউট, ক্যামেরা চালু বা বন্ধ করা যাবে।
৭. স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের ‘Stop’ বাটনে ট্যাপ করুন।
ডেস্কটপ থেকে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. ফেসবুক মেসেঞ্জার ওয়েবসাইট বা কম্পিউটার থেকে মেসেঞ্জার অ্যাপ চালু করুন এবং যার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাকে অডিও বা ভিডিও কল দিন। ২. স্ক্রিন শেয়ারের বাটনটি খুঁজে বের করুন। এটি একটি মনিটরের মতো আইকোন হতে পারে বা ‘Share Screen’ হিসেবে লেবেল করা থাকতে পারে। এই বাটনে ক্লিক করুন।
৩. এই পর্যায়ে পুরো স্ক্রিন বা অর্ধেক স্ক্রিন দেখানো হবে কি না, তার জন্য অনুমতি চাইতে পারে কিছু ডিভাইস। পছন্দমতো অপশন নির্বাচন করুন।
৪. ‘Share’ বা একই ধরনের কোনো বাটন খুঁজে বের করুন। এতে ক্লিক করলে স্ক্রিন শেয়ার শুরু হবে।
৫. স্ক্রিন শেয়ার সময় একটি ছোট কন্ট্রোল প্যানেল স্ক্রিনের ওপর বা নিচের দিকে দেখা যাবে। স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের ‘Stop’ বাটনে ট্যাপ করুন বা স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ভয়েস ও ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারে সুবিধা রয়েছে মেসেঞ্জারে। এই ফিচারের মাধ্যমে সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রিনে যা আছে তা পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের দেখানো যায়। আর এই স্ক্রিন শেয়ারের ফিচারটি ব্যবহার করাও খুব সহজ।
আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ডেস্কটপ ডিভাইসের মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করা যায়। এই ফিচার ব্যবহারের প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
আইফোন ও অ্যান্ড্রয়েডের মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. মেসেঞ্জার অ্যাপ চালু করুন এবং যাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাঁকে অডিও বা ভিডিও কল দিন।
২. কলে থাকা অবস্থায় স্ক্রিনের নিচ থেকে ওপরের দিকে আলতোভাবে টানুন (সোয়াইপ আপ করুন)।
৩. মেনু থেকে ‘Share Your Screen’ নামে অপশন খুঁজে বের করুন এবং ট্যাপ করুন। ডিভাইস অনুযায়ী অপশনটি ভিন্ন নামে থাকতে পারে। তাই একই ধরনের কোনো অপশন খুঁজে পেলে তাতে ট্যাপ করুন। এর মাধ্যমে স্ক্রিন রেকর্ড শুরু হবে।
৪. অপশনটিতে ট্যাপ করলে কিছু ডিভাইস একেবারেই পুরো স্ক্রিন শেয়ার করবে। আবার পুরো স্ক্রিন বা অর্ধেক স্ক্রিন দেখানো হবে কি না, তার জন্য অনুমতি চাইবে কিছু ডিভাইস। পছন্দের মতো অপশন নির্বাচন করুন।
৫. এ ছাড়া মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করার জন্যও আপনার ডিভাইস অনুমতি চাইতে পারে। সে ক্ষেত্রে একটি পপআপ মেনু দেখাবে। মেনু থেকে ‘Allow’ বা Start Recording’ বাটনে ট্যাপ করুন। আগেই এই অনুমতি দেওয়া থাকলে এই ধাপ অনুসরণের প্রয়োজন নেই।
৬. স্ক্রিন শেয়ারের সময় একটি ছোট কন্ট্রোল প্যানেল স্ক্রিনের ওপরে বা নিচের দিকে দেখা যাবে। এই প্যানেলের অপশনগুলোর মাধ্যমে স্ক্রিন শেয়ার বন্ধ, মাইক্রোফোন মিউট, ক্যামেরা চালু বা বন্ধ করা যাবে।
৭. স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের ‘Stop’ বাটনে ট্যাপ করুন।
ডেস্কটপ থেকে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে
১. ফেসবুক মেসেঞ্জার ওয়েবসাইট বা কম্পিউটার থেকে মেসেঞ্জার অ্যাপ চালু করুন এবং যার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান, তাকে অডিও বা ভিডিও কল দিন। ২. স্ক্রিন শেয়ারের বাটনটি খুঁজে বের করুন। এটি একটি মনিটরের মতো আইকোন হতে পারে বা ‘Share Screen’ হিসেবে লেবেল করা থাকতে পারে। এই বাটনে ক্লিক করুন।
৩. এই পর্যায়ে পুরো স্ক্রিন বা অর্ধেক স্ক্রিন দেখানো হবে কি না, তার জন্য অনুমতি চাইতে পারে কিছু ডিভাইস। পছন্দমতো অপশন নির্বাচন করুন।
৪. ‘Share’ বা একই ধরনের কোনো বাটন খুঁজে বের করুন। এতে ক্লিক করলে স্ক্রিন শেয়ার শুরু হবে।
৫. স্ক্রিন শেয়ার সময় একটি ছোট কন্ট্রোল প্যানেল স্ক্রিনের ওপর বা নিচের দিকে দেখা যাবে। স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে কন্ট্রোল প্যানেলের ‘Stop’ বাটনে ট্যাপ করুন বা স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৩ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৪ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৪ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৫ ঘণ্টা আগে