Ajker Patrika

রাশিয়ায় পরিষেবা স্থগিত করবে স্পটিফাই

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৫: ৪৮
রাশিয়ায় পরিষেবা স্থগিত করবে স্পটিফাই

রাশিয়ায় পরিষেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। গত শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। রাশিয়ার নতুন মিডিয়া আইনের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্পটিফাই। ধারণা করা হচ্ছে, এপ্রিলের শুরুতেই স্পটিফাই তাদের পরিষেবা স্থগিত করবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে রাশিয়ায় তার অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে স্পটিফাই। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণেই এ পদক্ষেপ নিয়েছে এই অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। 

রাশিয়ার নতুন আইন রুশ সামরিক বাহিনীকে অসম্মান করতে পারে এমন কোনো ঘটনার প্রতিবেদন তৈরি করাকে অবৈধ করে তুলেছে। 

সম্প্রতি রাশিয়ায় চালু হওয়া নতুন মিডিয়া আইনে বলা আছে, রুশ সামরিক বাহিনীকে অসম্মান করে এমন কোনো ঘটনার প্রতিবেদন তৈরি করা অবৈধ। 

এক বিবৃতিতে স্পটিফাই জানিয়েছে, ‘স্বাধীন সংবাদ ও তথ্য প্রদানের জন্য রাশিয়ায় আমাদের পরিষেবা চালু রাখার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত, দেশটির নতুন মিডিয়া আইন স্বাধীন মত প্রকাশকে বাধা দেয়। শুধু তাই নয়, নির্দিষ্ট ধরনের সংবাদ প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করে, যা স্পটিফাইয়ের কর্মীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।’ 

চলতি মাসের শুরুতে আরেকটি স্ট্রিমিং পরিষেবা নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত