Ajker Patrika

মোবাইল ফোনের নম্বর স্থানান্তর

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭: ৫১
মোবাইল ফোনের নম্বর স্থানান্তর

নতুন মোবাইল ফোন কেনার পর প্রথমে যে সমস্যায় পড়তে হয়, তা হলো নতুন মোবাইল ফোনে পুরোনোটির কন্টাক্ট বা নম্বরগুলো নিয়ে আসা। এ ক্ষেত্রে যে নম্বরগুলো সিম কার্ডে সেভ করা থাকে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন মোবাইল ফোনে চলে আসে। কিন্তু মোবাইল ফোন সেটে সেভ করা নম্বর নিয়ে সমস্যায় পড়তে হয়। একটি করে নম্বর সেভ করা প্রায় অসম্ভব। গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে খুব সহজে নতুন মোবাইল ফোনে স্থানান্তর করা সম্ভব।

গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে
নতুন মোবাইল ফোনে নম্বর নিতে হলে প্রথমে পুরোনো স্মার্টফোনের সেটিংস থেকে অ্যাকাউন্টস অপশনে যেতে হবে। তারপর নতুন স্মার্টফোনে ব্যবহার করা গুগল অ্যাকাউন্ট নির্বাচন করে অ্যাকাউন্ট সিংক অপশনে ট্যাপ করতে হবে। এরপর সিংক করার সময় কন্টাক্ট অপশনের টগল চালু করে নিতে হবে। তারপর নতুন স্মার্টফোনের গুগল অ্যাকাউন্টে লগইন করলে পুরোনো স্মার্টফোনে থাকা সব নম্বর স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হয়ে যাবে।

গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে
গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন না, কিন্তু স্মার্টফোন ব্যবহার করেন এমন মানুষও রয়েছেন। এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের কন্টাক্ট লিস্টের ওপরে ডানে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করে সেটিংসে যান। সেখানে এক্সপোর্ট বা ইমপোর্ট অপশন পাওয়া যাবে। এক্সপোর্টে ক্লিক করলে সব কটি কন্টাক্ট একটা ফাইলে জমা হবে। এই ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। যে মোবাইল ফোনে কন্টাক্ট বা নম্বরগুলো নিতে চান, সেই মোবাইল ফোনে ব্লুটুথ বা শেয়ার ইটের মাধ্যমে ফাইলটি নিয়ে নিন। একইভাবে সেই ফোনের কন্টাক্ট সেটিংস এক্সপোর্ট বা ইমপোর্ট অপশনে গিয়ে ইমপোর্টে ক্লিক করলে সব নম্বর নামসহ নতুন মোবাইলে সেভ হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত