আইফোনের দুটি মডেলে নিজস্ব ৫জি চিপ যুক্ত করতে পারে অ্যাপল। মডেল দুটি হলো—চতুর্থ জেনারেশনের আইফোন এসই ও আইফোনের ১৭ আলট্রা স্লিম। ২০২৫ সালে ফোন দুটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও এসব তথ্য জানান।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলেন, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আইফোন এসই মডেল ও তৃতীয় ত্রৈমাসিকে নতুন আলট্রা স্লিম মডেল (অ্যাপলর সবচেয়ে চিকন আইফোন) উন্মোচন করা হবে। আর দুটি মডেলেই নিজস্ব ৫জি মডেম বা চিপ যুক্ত করবে অ্যাপল।
সেলুলার নেটওয়ার্কের জন্য আইফোনের মডেলগুলোতে কোয়ালকম মডেম ব্যবহার করা হয়। এই বছরের শুরু দিকে কোয়ালকমের সঙ্গে মডেম সরবরাহের চুক্তি বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত আইফোনের মডেলগুলোর জন্য মডেম সরবরাহ করবে কোয়ালকম। তাই পর্যায়ক্রমে আইফোনের মডেলগুলোয় অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল নিজস্ব ৫জি মডেম তৈরি করছে বলে তা ২০১৮ সাল থেকেই শোনা যাচ্ছিল। তবে প্রকল্পটি বিভিন্ন চ্যালেঞ্জ ও বাঁধার সম্মুখীন হয়।
নিজস্ব চিপের নকশা তৈরি করার জন্য ২০১৯ সালে ইন্টেলের মডেম বিভাগটি কিনে নেয় অ্যাপল। কোয়ালকমের মডেমের তুলনায় অ্যাপলের চিপ ব্যবহারে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। তবে এটি কোয়ালকমের ওপর অ্যাপলের নির্ভরতা কমিয়ে দেবে।
২০১৭ সালে কথিত প্রতিযোগিতামূলক অনুশীলন ও ১০০ কোটি ডলারের রয়্যালটি না দেওয়ার কারণে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। ২০১৯ সালে মামলা নিষ্পত্তি করে কোম্পানি দুটি।
এ ছাড়া বিভিন্ন তথ্য সূত্র বলছে, আইফোন এসই ৪ মডেলটির নকশা ‘হুবহু’ আইফোন ১৬ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের মতো হবে। আইফোন এসই ৪ মডেলের শুধু ক্যামেরায় পরিবর্তন দেখা যাবে। এর আগে জানা গিয়েছিল যে, এই মডেলের পেছনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আইফোনের দুটি মডেলে নিজস্ব ৫জি চিপ যুক্ত করতে পারে অ্যাপল। মডেল দুটি হলো—চতুর্থ জেনারেশনের আইফোন এসই ও আইফোনের ১৭ আলট্রা স্লিম। ২০২৫ সালে ফোন দুটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও এসব তথ্য জানান।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলেন, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আইফোন এসই মডেল ও তৃতীয় ত্রৈমাসিকে নতুন আলট্রা স্লিম মডেল (অ্যাপলর সবচেয়ে চিকন আইফোন) উন্মোচন করা হবে। আর দুটি মডেলেই নিজস্ব ৫জি মডেম বা চিপ যুক্ত করবে অ্যাপল।
সেলুলার নেটওয়ার্কের জন্য আইফোনের মডেলগুলোতে কোয়ালকম মডেম ব্যবহার করা হয়। এই বছরের শুরু দিকে কোয়ালকমের সঙ্গে মডেম সরবরাহের চুক্তি বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত আইফোনের মডেলগুলোর জন্য মডেম সরবরাহ করবে কোয়ালকম। তাই পর্যায়ক্রমে আইফোনের মডেলগুলোয় অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল নিজস্ব ৫জি মডেম তৈরি করছে বলে তা ২০১৮ সাল থেকেই শোনা যাচ্ছিল। তবে প্রকল্পটি বিভিন্ন চ্যালেঞ্জ ও বাঁধার সম্মুখীন হয়।
নিজস্ব চিপের নকশা তৈরি করার জন্য ২০১৯ সালে ইন্টেলের মডেম বিভাগটি কিনে নেয় অ্যাপল। কোয়ালকমের মডেমের তুলনায় অ্যাপলের চিপ ব্যবহারে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। তবে এটি কোয়ালকমের ওপর অ্যাপলের নির্ভরতা কমিয়ে দেবে।
২০১৭ সালে কথিত প্রতিযোগিতামূলক অনুশীলন ও ১০০ কোটি ডলারের রয়্যালটি না দেওয়ার কারণে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। ২০১৯ সালে মামলা নিষ্পত্তি করে কোম্পানি দুটি।
এ ছাড়া বিভিন্ন তথ্য সূত্র বলছে, আইফোন এসই ৪ মডেলটির নকশা ‘হুবহু’ আইফোন ১৬ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের মতো হবে। আইফোন এসই ৪ মডেলের শুধু ক্যামেরায় পরিবর্তন দেখা যাবে। এর আগে জানা গিয়েছিল যে, এই মডেলের পেছনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
অ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
২ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
৪ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
৬ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)–এ এবং একটি
৬ ঘণ্টা আগে