আইফোনের দুটি মডেলে নিজস্ব ৫জি চিপ যুক্ত করতে পারে অ্যাপল। মডেল দুটি হলো—চতুর্থ জেনারেশনের আইফোন এসই ও আইফোনের ১৭ আলট্রা স্লিম। ২০২৫ সালে ফোন দুটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও এসব তথ্য জানান।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলেন, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আইফোন এসই মডেল ও তৃতীয় ত্রৈমাসিকে নতুন আলট্রা স্লিম মডেল (অ্যাপলর সবচেয়ে চিকন আইফোন) উন্মোচন করা হবে। আর দুটি মডেলেই নিজস্ব ৫জি মডেম বা চিপ যুক্ত করবে অ্যাপল।
সেলুলার নেটওয়ার্কের জন্য আইফোনের মডেলগুলোতে কোয়ালকম মডেম ব্যবহার করা হয়। এই বছরের শুরু দিকে কোয়ালকমের সঙ্গে মডেম সরবরাহের চুক্তি বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত আইফোনের মডেলগুলোর জন্য মডেম সরবরাহ করবে কোয়ালকম। তাই পর্যায়ক্রমে আইফোনের মডেলগুলোয় অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল নিজস্ব ৫জি মডেম তৈরি করছে বলে তা ২০১৮ সাল থেকেই শোনা যাচ্ছিল। তবে প্রকল্পটি বিভিন্ন চ্যালেঞ্জ ও বাঁধার সম্মুখীন হয়।
নিজস্ব চিপের নকশা তৈরি করার জন্য ২০১৯ সালে ইন্টেলের মডেম বিভাগটি কিনে নেয় অ্যাপল। কোয়ালকমের মডেমের তুলনায় অ্যাপলের চিপ ব্যবহারে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। তবে এটি কোয়ালকমের ওপর অ্যাপলের নির্ভরতা কমিয়ে দেবে।
২০১৭ সালে কথিত প্রতিযোগিতামূলক অনুশীলন ও ১০০ কোটি ডলারের রয়্যালটি না দেওয়ার কারণে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। ২০১৯ সালে মামলা নিষ্পত্তি করে কোম্পানি দুটি।
এ ছাড়া বিভিন্ন তথ্য সূত্র বলছে, আইফোন এসই ৪ মডেলটির নকশা ‘হুবহু’ আইফোন ১৬ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের মতো হবে। আইফোন এসই ৪ মডেলের শুধু ক্যামেরায় পরিবর্তন দেখা যাবে। এর আগে জানা গিয়েছিল যে, এই মডেলের পেছনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আইফোনের দুটি মডেলে নিজস্ব ৫জি চিপ যুক্ত করতে পারে অ্যাপল। মডেল দুটি হলো—চতুর্থ জেনারেশনের আইফোন এসই ও আইফোনের ১৭ আলট্রা স্লিম। ২০২৫ সালে ফোন দুটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও এসব তথ্য জানান।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলেন, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আইফোন এসই মডেল ও তৃতীয় ত্রৈমাসিকে নতুন আলট্রা স্লিম মডেল (অ্যাপলর সবচেয়ে চিকন আইফোন) উন্মোচন করা হবে। আর দুটি মডেলেই নিজস্ব ৫জি মডেম বা চিপ যুক্ত করবে অ্যাপল।
সেলুলার নেটওয়ার্কের জন্য আইফোনের মডেলগুলোতে কোয়ালকম মডেম ব্যবহার করা হয়। এই বছরের শুরু দিকে কোয়ালকমের সঙ্গে মডেম সরবরাহের চুক্তি বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত আইফোনের মডেলগুলোর জন্য মডেম সরবরাহ করবে কোয়ালকম। তাই পর্যায়ক্রমে আইফোনের মডেলগুলোয় অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল নিজস্ব ৫জি মডেম তৈরি করছে বলে তা ২০১৮ সাল থেকেই শোনা যাচ্ছিল। তবে প্রকল্পটি বিভিন্ন চ্যালেঞ্জ ও বাঁধার সম্মুখীন হয়।
নিজস্ব চিপের নকশা তৈরি করার জন্য ২০১৯ সালে ইন্টেলের মডেম বিভাগটি কিনে নেয় অ্যাপল। কোয়ালকমের মডেমের তুলনায় অ্যাপলের চিপ ব্যবহারে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। তবে এটি কোয়ালকমের ওপর অ্যাপলের নির্ভরতা কমিয়ে দেবে।
২০১৭ সালে কথিত প্রতিযোগিতামূলক অনুশীলন ও ১০০ কোটি ডলারের রয়্যালটি না দেওয়ার কারণে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। ২০১৯ সালে মামলা নিষ্পত্তি করে কোম্পানি দুটি।
এ ছাড়া বিভিন্ন তথ্য সূত্র বলছে, আইফোন এসই ৪ মডেলটির নকশা ‘হুবহু’ আইফোন ১৬ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের মতো হবে। আইফোন এসই ৪ মডেলের শুধু ক্যামেরায় পরিবর্তন দেখা যাবে। এর আগে জানা গিয়েছিল যে, এই মডেলের পেছনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
দৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
২ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৩ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৪ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৭ ঘণ্টা আগে