Ajker Patrika

হোয়াটসঅ্যাপে এক মিনিটের ভিডিও

প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপে এক মিনিটের ভিডিও

ফেসবুকের রিলে সময় বেশ জনপ্রিয়। মেটা সম্প্রতি নানা ফিচার নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয়। এরই হাত ধরে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। মেটার এই পরিষেবা বর্তমানে তথ্য আদান-প্রদানের অন্যতম মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে।

এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে ৩০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার সুবিধা থাকলেও শিগগিরই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করা যাবে ৬০ সেকেন্ডের ভিডিও। সম্প্রতি এটি ছাড়াও একাধিক ফিচারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে এনক্রিপ্ট মেসেজ ডিসপ্লে হওয়া, ইউজারের প্রোফাইল স্ক্রিনশট নেওয়া বন্ধ করা, স্ট্যাটাসে মেনশন করলে সেই ইউজারকে অ্যালার্ট দেওয়া ইত্যাদি।

স্ট্যাটাস আপডেট হোয়াটসঅ্যাপের একটি জনপ্রিয় ফিচার। এর মাধ্যমে ছবি, জিএফ, টেক্সট ও ভিডিও যুক্ত করা যায়। তবে এগুলোর স্থায়িত্বকাল মাত্র ২৪ ঘণ্টা। ইতিমধ্যে বেটা ব্যবহারকারীদের জন্য ফিচারটি অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে ফিচারটি ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তবে এটি দ্রুত সবার অ্যাকাউন্টে রোল আউট করা হবে বলে জানানো হয়েছে।

এক মিনিটের ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করার জন্য অ্যাপটির সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ফিচার সব ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত