শুরুর দিনেই বাজার মাতাল শাওমি ১৪ সিরিজের ফোন। গতকাল চীনের বাজারে এক দিনের জন্য রাখা শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেলের সব ফোন মাত্র চার ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ফোন বিক্রির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে আছে ফোনটির চমৎকার ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮ জেন, ৩ চিপসেট ও শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম।
এ ছাড়া দুটি ফোনেই প্রাইমারি ক্যামেরায় রয়েছে লেইকা সুমিলাক্স লেন্স ও লাইট হান্টার ৯০০ সেনসর, যা উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে শাওমি বলেছে, বছরের ‘প্রথম দিনের ও পুরো দিনের’ বিক্রির সব রেকর্ড ভেঙেছে নতুন এই সিরিজ। টিমল, জিংডং মল, ডুয়িন ও কুয়াইশোর মতো চীনের অনলাইন স্টোরে চার ঘণ্টার মধ্যে শাওমি ১৪ সিরিজের সব ফোন বিক্রি হয়ে যায়। তবে শাওমি ১৪ ও ১৪ প্রো বিক্রির প্রকৃত সংখ্যা জানায়নি এই কোম্পানি।
ব্র্যান্ডটি বলেছে, বাজারে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে শাওমি ১৪ সিরিজটির প্রাথমিক পর্যায়ের বিক্রি আগের প্রজন্মের চেয়ে ছয় গুণ বেড়েছে।
শাওমির ভাইস প্রেসিডেন্ট জিয়াওয়ান ওয়াং বলেন, বিশালসংখ্যক গ্রাহক ১৪ সিরিজ ফোন কেনার ফলে শাওমির প্রধান অনলাইন স্টোরে কারিগরি সমস্যা দেখা দেয়।
শাওমি ১৪ সিরিজের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
শুরুর দিনেই বাজার মাতাল শাওমি ১৪ সিরিজের ফোন। গতকাল চীনের বাজারে এক দিনের জন্য রাখা শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেলের সব ফোন মাত্র চার ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ফোন বিক্রির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে আছে ফোনটির চমৎকার ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮ জেন, ৩ চিপসেট ও শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম।
এ ছাড়া দুটি ফোনেই প্রাইমারি ক্যামেরায় রয়েছে লেইকা সুমিলাক্স লেন্স ও লাইট হান্টার ৯০০ সেনসর, যা উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে শাওমি বলেছে, বছরের ‘প্রথম দিনের ও পুরো দিনের’ বিক্রির সব রেকর্ড ভেঙেছে নতুন এই সিরিজ। টিমল, জিংডং মল, ডুয়িন ও কুয়াইশোর মতো চীনের অনলাইন স্টোরে চার ঘণ্টার মধ্যে শাওমি ১৪ সিরিজের সব ফোন বিক্রি হয়ে যায়। তবে শাওমি ১৪ ও ১৪ প্রো বিক্রির প্রকৃত সংখ্যা জানায়নি এই কোম্পানি।
ব্র্যান্ডটি বলেছে, বাজারে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে শাওমি ১৪ সিরিজটির প্রাথমিক পর্যায়ের বিক্রি আগের প্রজন্মের চেয়ে ছয় গুণ বেড়েছে।
শাওমির ভাইস প্রেসিডেন্ট জিয়াওয়ান ওয়াং বলেন, বিশালসংখ্যক গ্রাহক ১৪ সিরিজ ফোন কেনার ফলে শাওমির প্রধান অনলাইন স্টোরে কারিগরি সমস্যা দেখা দেয়।
শাওমি ১৪ সিরিজের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
অ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
৮ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
১০ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
১২ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)–এ এবং একটি
১২ ঘণ্টা আগে