শুরুর দিনেই বাজার মাতাল শাওমি ১৪ সিরিজের ফোন। গতকাল চীনের বাজারে এক দিনের জন্য রাখা শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেলের সব ফোন মাত্র চার ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ফোন বিক্রির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে আছে ফোনটির চমৎকার ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮ জেন, ৩ চিপসেট ও শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম।
এ ছাড়া দুটি ফোনেই প্রাইমারি ক্যামেরায় রয়েছে লেইকা সুমিলাক্স লেন্স ও লাইট হান্টার ৯০০ সেনসর, যা উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে শাওমি বলেছে, বছরের ‘প্রথম দিনের ও পুরো দিনের’ বিক্রির সব রেকর্ড ভেঙেছে নতুন এই সিরিজ। টিমল, জিংডং মল, ডুয়িন ও কুয়াইশোর মতো চীনের অনলাইন স্টোরে চার ঘণ্টার মধ্যে শাওমি ১৪ সিরিজের সব ফোন বিক্রি হয়ে যায়। তবে শাওমি ১৪ ও ১৪ প্রো বিক্রির প্রকৃত সংখ্যা জানায়নি এই কোম্পানি।
ব্র্যান্ডটি বলেছে, বাজারে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে শাওমি ১৪ সিরিজটির প্রাথমিক পর্যায়ের বিক্রি আগের প্রজন্মের চেয়ে ছয় গুণ বেড়েছে।
শাওমির ভাইস প্রেসিডেন্ট জিয়াওয়ান ওয়াং বলেন, বিশালসংখ্যক গ্রাহক ১৪ সিরিজ ফোন কেনার ফলে শাওমির প্রধান অনলাইন স্টোরে কারিগরি সমস্যা দেখা দেয়।
শাওমি ১৪ সিরিজের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
শুরুর দিনেই বাজার মাতাল শাওমি ১৪ সিরিজের ফোন। গতকাল চীনের বাজারে এক দিনের জন্য রাখা শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেলের সব ফোন মাত্র চার ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ফোন বিক্রির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে আছে ফোনটির চমৎকার ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮ জেন, ৩ চিপসেট ও শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম।
এ ছাড়া দুটি ফোনেই প্রাইমারি ক্যামেরায় রয়েছে লেইকা সুমিলাক্স লেন্স ও লাইট হান্টার ৯০০ সেনসর, যা উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে শাওমি বলেছে, বছরের ‘প্রথম দিনের ও পুরো দিনের’ বিক্রির সব রেকর্ড ভেঙেছে নতুন এই সিরিজ। টিমল, জিংডং মল, ডুয়িন ও কুয়াইশোর মতো চীনের অনলাইন স্টোরে চার ঘণ্টার মধ্যে শাওমি ১৪ সিরিজের সব ফোন বিক্রি হয়ে যায়। তবে শাওমি ১৪ ও ১৪ প্রো বিক্রির প্রকৃত সংখ্যা জানায়নি এই কোম্পানি।
ব্র্যান্ডটি বলেছে, বাজারে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে শাওমি ১৪ সিরিজটির প্রাথমিক পর্যায়ের বিক্রি আগের প্রজন্মের চেয়ে ছয় গুণ বেড়েছে।
শাওমির ভাইস প্রেসিডেন্ট জিয়াওয়ান ওয়াং বলেন, বিশালসংখ্যক গ্রাহক ১৪ সিরিজ ফোন কেনার ফলে শাওমির প্রধান অনলাইন স্টোরে কারিগরি সমস্যা দেখা দেয়।
শাওমি ১৪ সিরিজের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
১০ মিনিট আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৮ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগে