Ajker Patrika

গল্পের উড়ন্ত গাড়ি এবার বাস্তবে

গল্পের উড়ন্ত গাড়ি এবার বাস্তবে

এত দিন কল্পকাহিনীতে থাকলেও এবার বাস্তবে দেখা মিলেছে উড়ন্ত গাড়ির। রীতিমতো জনসমক্ষে উড়ে দেখাল সেই উড়ুক্কু যান। হেলিকপ্টার সদৃশ আকাশযানটি তৈরি করেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ইনকর্পোরেটেড। প্রযুক্তির নতুন এই আবিষ্কারের প্রথম পাবলিক ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চীনা সংস্থাটি তাদের উড়ুক্কু যানের নাম রেখেছে ‘এক্স টু’। এটি উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করে থাকে। দুই আসনের এই বৈদ্যুতিক গাড়িটির চার কোনায় দুটি করে মোট আটটি প্রপেলার রয়েছে। 

গত সোমবার (১০ অক্টোবর) দুবাইয়ে এর পরীক্ষামূলক উড্ডয়ন হয়। সফল উড্ডয়নের পর উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাণ সংশ্লিষ্টরা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই উড়ন্ত গাড়ি খুবই জনপ্রিয় হবে বলে প্রত্যাশা তাঁদের। 

এক্সপেং’র জেনারেল ম্যানেজার মিনগুয়ান কিউ জানান, আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত গাড়িটি ধাপে ধাপে আত্মপ্রকাশ করতে চায় প্রতিষ্ঠান। টেস্ট ফ্লাইটের জন্য দুবাইকেই বেছে নেওয়া হলো কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দুবাই বিশ্বের অন্যতম উদ্ভাবনী শহর। তাই নতুন উদ্ভাবন প্রকাশ্যে আনতে বেছে নেওয়া হয়েছে এই শহরকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত