Ajker Patrika

‘উইন্ডোজ ১২’ আনতে পারে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক
‘উইন্ডোজ ১২’ আনতে পারে মাইক্রোসফট

সম্ভবত ২০২৪ সাল নাগাদ ‘উইন্ডোজ ১২’ উন্মোচন করবে মাইক্রোসফট। এই সফটওয়্যার জায়ান্টের নতুন সংস্করণ আনবার সম্ভাবনার কথা উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদনে।

উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।

উইন্ডোজকে সেবা হিসেবে তৈরির ধারণাকে প্রাধান্য দিতে গিয়ে ২০১৫ সালে ‘উইন্ডোজ ১০’ উন্মোচনের পর নিজেদের তিন বছর পরপর সংস্করণ পরিবর্তনের রীতি থেকে সরে এসেছিল মাইক্রোসফট। নতুন সংস্করণে ফিচার যোগ করার পরিবর্তে বছরে দুইবার উইন্ডোজ ১০-এর নতুন ফিচার আপডেট করা হতো।
 
সবশেষ ২০২১ সালে ‘উইন্ডোজ ১১’ উন্মোচন করে এই সফটওয়্যার জায়ান্ট। পাশাপাশি উইন্ডোজ ১০ ও ১১ দুটি অপারেটিং সিস্টেমের জন্য বার্ষিক আপডেট আনার দিকে নজর দেয় কর্তৃপক্ষ।

 সবশেষ ২০২১ সালে ‘উইন্ডোজ ১১’ উন্মোচন করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট‘উইন্ডোজ ১১’-এর আপডেটে মাইক্রোসফটের উইন্ডোজ ১১.১ বা ১১.২ সংস্করণ আনার বিষয়টি দেখা যায়নি। ফলে অনেকেই মনে করেন, ভবিষ্যতে সম্ভবত ‘উইন্ডোজ ১২’ আসছে।

ইতিমধ্যে জানা গেছে, ২০২৪ সালে উইন্ডোজের পরবর্তী সংস্করণ আনছে মাইক্রোসফট। পাশাপাশি আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আসতে পারে ‘উইন্ডোজ ১১’-এর পরবর্তী মূল আপডেট ‘২২ এইচ২ ’।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে একই ধরনের আরেকটি বার্ষিক আপডেট ‘২৩ এইচ২’ আনার পরিকল্পনা খারিজ করেছে মাইক্রোসফট। এর পরিবর্তে ২০২৩ সাল জুড়ে নতুন ফিচার আনার বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছে তারা।

এদিকে উইন্ডোজের নতুন সংস্করণ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট। করোনা মহামারির কারণে উইন্ডোজের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত দুই বছর যাবৎ অপারেটিং সিস্টেমটি নিয়ে নতুন করে কাজ করছে কোম্পানিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত