Ajker Patrika

প্রতারণার অভিযোগ, ফ্রান্সে তদন্তের মুখে এক্স

অনলাইন ডেস্ক
মূলত দুটি সম্ভাব্য অপরাধকে ঘিরে এক্সের বিরুদ্ধে তদন্ত করা হবে। ছবি: এএফপি
মূলত দুটি সম্ভাব্য অপরাধকে ঘিরে এক্সের বিরুদ্ধে তদন্ত করা হবে। ছবি: এএফপি

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে ফরাসি প্রসিকিউটর কার্যালয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রসিকিউটর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, তদন্তটি শুরু করেছে ফরাসি পুলিশের এক বিভাগ।

বিবৃতিতে বলা হয়, মূলত দুটি সম্ভাব্য অপরাধকে ঘিরে তদন্তটি করা হবে। অভিযোগগুলো হলো—সংগঠিতভাবে স্বয়ংক্রিয় তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার কার্যকারিতা নষ্ট করা এবং তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা থেকে প্রতারণামূলকভাবে তথ্য চুরি করা।

তবে সম্ভাব্য অনিয়ম কীভাবে ঘটেছে, তা বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তটি কেবল প্ল্যাটফর্ম এক্সকে নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তিকে নিয়েও করা হবে। এসব ব্যক্তি কারা এবং এক্সে তাঁদের ভূমিকা কী, সে সম্পর্কেও কিছু জানায়নি প্রসিকিউটর অফিস।

গত জানুয়ারিতে দেওয়া দুই ব্যক্তির তথ্যের ভিত্তিতে তদন্তের সূত্রপাত হয়েছে। তাঁদের একজন হচ্ছেন ফ্রান্সের একজন সংসদ সদস্য, অন্যজন সরকারি একটি প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁদের নাম এবং সেই প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করা হয়নি।

এ দুই ব্যক্তি অভিযোগ করেন, এক্সের অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে বিদেশি হস্তক্ষেপের উদ্দেশ্যে। তবে কী ধরনের হস্তক্ষেপ কিংবা অ্যালগরিদম কীভাবে ব্যবহার করা হয়েছে, তা স্পষ্ট করে বলা হয়নি।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে তাদের নিজস্ব যাচাই-বাছাই শেষে এবং ফরাসি গবেষক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে আরও তথ্য পাওয়ার পর এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুলিশের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এক্সের প্রেস অফিসে এ বিষয়ে জানতে চাওয়ার জন্য ইমেইল পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত