আজকের পত্রিকা ডেস্ক
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে ফরাসি প্রসিকিউটর কার্যালয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রসিকিউটর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, তদন্তটি শুরু করেছে ফরাসি পুলিশের এক বিভাগ।
বিবৃতিতে বলা হয়, মূলত দুটি সম্ভাব্য অপরাধকে ঘিরে তদন্তটি করা হবে। অভিযোগগুলো হলো—সংগঠিতভাবে স্বয়ংক্রিয় তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার কার্যকারিতা নষ্ট করা এবং তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা থেকে প্রতারণামূলকভাবে তথ্য চুরি করা।
তবে সম্ভাব্য অনিয়ম কীভাবে ঘটেছে, তা বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তটি কেবল প্ল্যাটফর্ম এক্সকে নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তিকে নিয়েও করা হবে। এসব ব্যক্তি কারা এবং এক্সে তাঁদের ভূমিকা কী, সে সম্পর্কেও কিছু জানায়নি প্রসিকিউটর অফিস।
গত জানুয়ারিতে দেওয়া দুই ব্যক্তির তথ্যের ভিত্তিতে তদন্তের সূত্রপাত হয়েছে। তাঁদের একজন হচ্ছেন ফ্রান্সের একজন সংসদ সদস্য, অন্যজন সরকারি একটি প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁদের নাম এবং সেই প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করা হয়নি।
এ দুই ব্যক্তি অভিযোগ করেন, এক্সের অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে বিদেশি হস্তক্ষেপের উদ্দেশ্যে। তবে কী ধরনের হস্তক্ষেপ কিংবা অ্যালগরিদম কীভাবে ব্যবহার করা হয়েছে, তা স্পষ্ট করে বলা হয়নি।
প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে তাদের নিজস্ব যাচাই-বাছাই শেষে এবং ফরাসি গবেষক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে আরও তথ্য পাওয়ার পর এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুলিশের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এক্সের প্রেস অফিসে এ বিষয়ে জানতে চাওয়ার জন্য ইমেইল পাঠানো হয়েছে।
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে ফরাসি প্রসিকিউটর কার্যালয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রসিকিউটর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, তদন্তটি শুরু করেছে ফরাসি পুলিশের এক বিভাগ।
বিবৃতিতে বলা হয়, মূলত দুটি সম্ভাব্য অপরাধকে ঘিরে তদন্তটি করা হবে। অভিযোগগুলো হলো—সংগঠিতভাবে স্বয়ংক্রিয় তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার কার্যকারিতা নষ্ট করা এবং তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা থেকে প্রতারণামূলকভাবে তথ্য চুরি করা।
তবে সম্ভাব্য অনিয়ম কীভাবে ঘটেছে, তা বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তটি কেবল প্ল্যাটফর্ম এক্সকে নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তিকে নিয়েও করা হবে। এসব ব্যক্তি কারা এবং এক্সে তাঁদের ভূমিকা কী, সে সম্পর্কেও কিছু জানায়নি প্রসিকিউটর অফিস।
গত জানুয়ারিতে দেওয়া দুই ব্যক্তির তথ্যের ভিত্তিতে তদন্তের সূত্রপাত হয়েছে। তাঁদের একজন হচ্ছেন ফ্রান্সের একজন সংসদ সদস্য, অন্যজন সরকারি একটি প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁদের নাম এবং সেই প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করা হয়নি।
এ দুই ব্যক্তি অভিযোগ করেন, এক্সের অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে বিদেশি হস্তক্ষেপের উদ্দেশ্যে। তবে কী ধরনের হস্তক্ষেপ কিংবা অ্যালগরিদম কীভাবে ব্যবহার করা হয়েছে, তা স্পষ্ট করে বলা হয়নি।
প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে তাদের নিজস্ব যাচাই-বাছাই শেষে এবং ফরাসি গবেষক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে আরও তথ্য পাওয়ার পর এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুলিশের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এক্সের প্রেস অফিসে এ বিষয়ে জানতে চাওয়ার জন্য ইমেইল পাঠানো হয়েছে।
বিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
১ মিনিট আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
২৩ মিনিট আগেসোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
২০ ঘণ্টা আগে