পিসি গেমিংয়ের জন্য নতুন হেডফোন ও মনিটর উন্মোচনের ঘোষণা দিয়েছে সনি। বুধবার (২৯ জুন) সনি গ্রুপ করপোরেশন জানায়, পিসি বাজারে ভিডিও গেমের চাহিদাকে লক্ষ্য করে এবং নিজস্ব প্লেস্টেশন কনসোল গেমিংয়ের গ্রাহকের বাইরে আরও গ্রাহক আকৃষ্ট করতে নতুন পণ্য আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্লেস্টেশন ফাইভ কনসোলের সরবরাহ ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়েছিল সনি। গত মাসে নিজেদের গেম আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পিসি ও মোবাইল ডিভাইসে আরও বেশি গেম টাইটেল প্রকাশের দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে জাপানি এই প্রযুক্তি জায়ান্ট।
সনির মূল গেমিং ব্যবসার বাইরের একটি ইউনিটের সহায়তায় নির্মিত ইনজোন লাইনের লক্ষ্য সনির অডিও এবং ডিসপ্লে প্রযুক্তির সুবিধা নেওয়া। সিনেমা, মিউজিক ও গেমিং জগতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান হওয়ার পরও নিজেদেরকে আরও বিস্তৃত গ্রাহকের কাছে নিয়ে যেতে চায় সনি।
সনির ইনজোন হেডফোনের সাউন্ড গেমারকে গেমে থাকা শত্রুদের শনাক্ত করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রে ডিভাইসটির তারযুক্ত মডেলের দাম ৯৯ দশমিক ৯৯ ডলার এবং তারহীন নয়েজ-ক্যানসেলিং মডেলের দাম ২৯৯ দশমিক ৯৯ ডলার। আর স্পষ্ট ভিজুয়াল এবং উচ্চমাত্রার রিফ্রেশ রেটের প্রতিশ্রুতি দেওয়া ইনজোনের মনিটরের দাম ৫২৯ দশমিক ৯৯ ডলার এবং ‘ফোর কে’ সংস্করণের দাম ৮৯৯ দশমিক ৯৯ ডলার।
পিসি গেমিংয়ের জন্য নতুন হেডফোন ও মনিটর উন্মোচনের ঘোষণা দিয়েছে সনি। বুধবার (২৯ জুন) সনি গ্রুপ করপোরেশন জানায়, পিসি বাজারে ভিডিও গেমের চাহিদাকে লক্ষ্য করে এবং নিজস্ব প্লেস্টেশন কনসোল গেমিংয়ের গ্রাহকের বাইরে আরও গ্রাহক আকৃষ্ট করতে নতুন পণ্য আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্লেস্টেশন ফাইভ কনসোলের সরবরাহ ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়েছিল সনি। গত মাসে নিজেদের গেম আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পিসি ও মোবাইল ডিভাইসে আরও বেশি গেম টাইটেল প্রকাশের দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে জাপানি এই প্রযুক্তি জায়ান্ট।
সনির মূল গেমিং ব্যবসার বাইরের একটি ইউনিটের সহায়তায় নির্মিত ইনজোন লাইনের লক্ষ্য সনির অডিও এবং ডিসপ্লে প্রযুক্তির সুবিধা নেওয়া। সিনেমা, মিউজিক ও গেমিং জগতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান হওয়ার পরও নিজেদেরকে আরও বিস্তৃত গ্রাহকের কাছে নিয়ে যেতে চায় সনি।
সনির ইনজোন হেডফোনের সাউন্ড গেমারকে গেমে থাকা শত্রুদের শনাক্ত করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রে ডিভাইসটির তারযুক্ত মডেলের দাম ৯৯ দশমিক ৯৯ ডলার এবং তারহীন নয়েজ-ক্যানসেলিং মডেলের দাম ২৯৯ দশমিক ৯৯ ডলার। আর স্পষ্ট ভিজুয়াল এবং উচ্চমাত্রার রিফ্রেশ রেটের প্রতিশ্রুতি দেওয়া ইনজোনের মনিটরের দাম ৫২৯ দশমিক ৯৯ ডলার এবং ‘ফোর কে’ সংস্করণের দাম ৮৯৯ দশমিক ৯৯ ডলার।
নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৪ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১৪ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১ দিন আগে