Ajker Patrika

গেমিংয়ের জন্য নতুন হেডফোন ও মনিটর আনছে সনি

গেমিংয়ের জন্য নতুন হেডফোন ও মনিটর আনছে সনি

পিসি গেমিংয়ের জন্য নতুন হেডফোন ও মনিটর উন্মোচনের ঘোষণা দিয়েছে সনি। বুধবার (২৯ জুন) সনি গ্রুপ করপোরেশন জানায়, পিসি বাজারে ভিডিও গেমের চাহিদাকে লক্ষ্য করে এবং নিজস্ব প্লেস্টেশন কনসোল গেমিংয়ের গ্রাহকের বাইরে আরও গ্রাহক আকৃষ্ট করতে নতুন পণ্য আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্লেস্টেশন ফাইভ কনসোলের সরবরাহ ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়েছিল সনি। গত মাসে নিজেদের গেম আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পিসি ও মোবাইল ডিভাইসে আরও বেশি গেম টাইটেল প্রকাশের দিকে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে জাপানি এই প্রযুক্তি জায়ান্ট। 

সনির মূল গেমিং ব্যবসার বাইরের একটি ইউনিটের সহায়তায় নির্মিত ইনজোন লাইনের লক্ষ্য সনির অডিও এবং ডিসপ্লে প্রযুক্তির সুবিধা নেওয়া। সিনেমা, মিউজিক ও গেমিং জগতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান হওয়ার পরও নিজেদেরকে আরও বিস্তৃত গ্রাহকের কাছে নিয়ে যেতে চায় সনি। 

সনির ইনজোন হেডফোনের সাউন্ড গেমারকে গেমে থাকা শত্রুদের শনাক্ত করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রে ডিভাইসটির তারযুক্ত মডেলের দাম ৯৯ দশমিক ৯৯ ডলার এবং তারহীন নয়েজ-ক্যানসেলিং মডেলের দাম ২৯৯ দশমিক ৯৯ ডলার। আর স্পষ্ট ভিজুয়াল এবং উচ্চমাত্রার রিফ্রেশ রেটের প্রতিশ্রুতি দেওয়া ইনজোনের মনিটরের দাম ৫২৯ দশমিক ৯৯ ডলার এবং ‘ফোর কে’ সংস্করণের দাম ৮৯৯ দশমিক ৯৯ ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত