ডেভেলপারদের ইনস্ট্যান্ট গেম (আইজি) সরাসরি প্রকাশ করার সুযোগ দিয়েছে ফেসবুক। তৈরির প্রাথমিক পর্যায়ে থাকলেও এসব গেম ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের এক ওয়েবসাইটে এসব তথ্য জানা যায়।
এক ব্লগপোস্টে মেটা বলেছে, ইনস্ট্যান্ট গেম ডেভেলপারদের জন্য নতুন পথ খোলা হয়েছে, যেখানে গেমগুলি সরাসরি ফেসবুক গ্রাহকদের জন্য প্রকাশ করা যাবে। এর আগে ফেসবুকের গুণমানের কড়াকড়ির জন্য গেমগুলো বাধা পেত। এসব গেম এখন আরও সহজে খুঁজে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে মেটা।
প্ল্যাটফর্মটিতে প্লে ল্যাব টিয়ার নামের নতুন পদ্ধতি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে যেসব গেম গুণমানের বিবেচনায় বাদ হয়েছিল, সেগুলো এখানে প্রকাশ করা যাবে। ফলে, গেমগুলো ইউজাররা পাবেন। আর এসব গেম নিয়ে গ্রাহকেরা নিজস্ব অভিজ্ঞতা ও মন্তব্য শেয়ার করতে পারবেন।
উচ্চ মানের ও উচ্চ পারফর্মিং গেমগুলির জন্য কোম্পানিটি প্লে ট্যাব টিয়ার চালু করেছে। প্ল্যাটফর্মটির অর্গানিক সার্চে এই গেমগুলো পাওয়া যাবে এবং এডিটোরিয়াল পেজে প্রচার করা হবে। তবে প্লে ল্যাবের এসব ইনস্ট্যান্ট গেম অরগানিক সার্চ ও এডিটরিয়াল পেজের সমর্থন পাবে না।
প্লে ল্যাব স্তরের গেমগুলো এখনও নিজস্ব গেম পেজ তৈরি করতে পারবে। পেইড ইউজার ও কমিউনিটি তৈরি করে গেমগুলোর গ্রাহক বাড়ানো যাবে।
এছাড়া ফেসবুক স্টোরিজ এপিআই চালু করেছে মেটা। তৃতীয় পক্ষের ডেস্কটপ বা ওয়েব অ্যাপ থেকে ফেসবুক স্টোরিজ তৈরি ও শেয়ার করতে এটি ডেভেলপার, ক্রিয়েটর ও ব্র্যান্ডকে সরাসরি সাহায্য করবে।
নরওয়ের ‘আচরণমূলক বিজ্ঞাপনে’র নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নও গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইকোনমিক এরিয়ার (ইইএ) ৩০টি দেশে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের ডেটা প্রোটেকশন বোর্ড (ইডিপিবি)। গত বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এটি মেটার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। একারণে ফেসবুককে মোট রাজস্বের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
ডেভেলপারদের ইনস্ট্যান্ট গেম (আইজি) সরাসরি প্রকাশ করার সুযোগ দিয়েছে ফেসবুক। তৈরির প্রাথমিক পর্যায়ে থাকলেও এসব গেম ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের এক ওয়েবসাইটে এসব তথ্য জানা যায়।
এক ব্লগপোস্টে মেটা বলেছে, ইনস্ট্যান্ট গেম ডেভেলপারদের জন্য নতুন পথ খোলা হয়েছে, যেখানে গেমগুলি সরাসরি ফেসবুক গ্রাহকদের জন্য প্রকাশ করা যাবে। এর আগে ফেসবুকের গুণমানের কড়াকড়ির জন্য গেমগুলো বাধা পেত। এসব গেম এখন আরও সহজে খুঁজে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে মেটা।
প্ল্যাটফর্মটিতে প্লে ল্যাব টিয়ার নামের নতুন পদ্ধতি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে যেসব গেম গুণমানের বিবেচনায় বাদ হয়েছিল, সেগুলো এখানে প্রকাশ করা যাবে। ফলে, গেমগুলো ইউজাররা পাবেন। আর এসব গেম নিয়ে গ্রাহকেরা নিজস্ব অভিজ্ঞতা ও মন্তব্য শেয়ার করতে পারবেন।
উচ্চ মানের ও উচ্চ পারফর্মিং গেমগুলির জন্য কোম্পানিটি প্লে ট্যাব টিয়ার চালু করেছে। প্ল্যাটফর্মটির অর্গানিক সার্চে এই গেমগুলো পাওয়া যাবে এবং এডিটোরিয়াল পেজে প্রচার করা হবে। তবে প্লে ল্যাবের এসব ইনস্ট্যান্ট গেম অরগানিক সার্চ ও এডিটরিয়াল পেজের সমর্থন পাবে না।
প্লে ল্যাব স্তরের গেমগুলো এখনও নিজস্ব গেম পেজ তৈরি করতে পারবে। পেইড ইউজার ও কমিউনিটি তৈরি করে গেমগুলোর গ্রাহক বাড়ানো যাবে।
এছাড়া ফেসবুক স্টোরিজ এপিআই চালু করেছে মেটা। তৃতীয় পক্ষের ডেস্কটপ বা ওয়েব অ্যাপ থেকে ফেসবুক স্টোরিজ তৈরি ও শেয়ার করতে এটি ডেভেলপার, ক্রিয়েটর ও ব্র্যান্ডকে সরাসরি সাহায্য করবে।
নরওয়ের ‘আচরণমূলক বিজ্ঞাপনে’র নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নও গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইকোনমিক এরিয়ার (ইইএ) ৩০টি দেশে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের ডেটা প্রোটেকশন বোর্ড (ইডিপিবি)। গত বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এটি মেটার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। একারণে ফেসবুককে মোট রাজস্বের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে