অনলাইন ডেস্ক
গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গুগলের প্রডাক্ট লিড রব ওং বলেন, ফিচারগুলো মানুষের জানার আগ্রহ বাড়াবে ও নির্বিঘ্নে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে।
শিক্ষার্থীদের উপযোগী করে প্ল্যাটফর্মটির সার্চ ও লেন্স আপডেট করা হয়েছে। বিজ্ঞান ও গণিত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেবে গুগল। ‘ম্যাথ সলভার’ নামে ফিচার এখন ডেস্কটপে ব্যবহার করা যাবে। শিগররিই মোবাইল ভার্সনেও এটি ছাড়া হবে।
সমীকরণ সমাধানের জন্য ‘ম্যাথ সলভার’
বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানে ম্যাথ সলভার সাহায্য করবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মত বিষয়েও এই ফিচার সাহায্য করতে পারবে। এসব বিষয়ে সমীকরণ সার্চ বারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে গুগল ধাপে ধাপে সমাধানগুলো দেখাবে।
জ্যামিতির জন্য গুগল লেন্স
জ্যামিতির অনেক সমস্যার শুধুমাত্র শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। লেন্স টুলগুলো বিভিন্ন ভিজ্যুয়াল সমস্যা বুঝতে সাহায্য করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এরকম জ্যামিতির বিভিন্ন সমস্যা পরিষ্কার করে বোঝাবে গুগল।
এআই দিয়ে পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান
উন্নত ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শব্দের সমস্যা দেবে গুগল। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিচারের পরিচিতি, অজানা মান শনাক্ত ও সমস্যা সমাধানের জন্য সঠিক সূত্র নির্বাচন করতে সহায়তা করে এই ফিচার।
দেখার মাধ্যমে বিষয়গুলো জানা
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মত বিষয়গুলোর এক হাজারটিরও বেশি ৩ডি মডেল ও ডায়াগ্রাম গুগলে পাওয়া যাবে। এগুলো শিক্ষার্থীদের দেখে দেখে বুঝতে সাহায্য করবে।
গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গুগলের প্রডাক্ট লিড রব ওং বলেন, ফিচারগুলো মানুষের জানার আগ্রহ বাড়াবে ও নির্বিঘ্নে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে।
শিক্ষার্থীদের উপযোগী করে প্ল্যাটফর্মটির সার্চ ও লেন্স আপডেট করা হয়েছে। বিজ্ঞান ও গণিত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেবে গুগল। ‘ম্যাথ সলভার’ নামে ফিচার এখন ডেস্কটপে ব্যবহার করা যাবে। শিগররিই মোবাইল ভার্সনেও এটি ছাড়া হবে।
সমীকরণ সমাধানের জন্য ‘ম্যাথ সলভার’
বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানে ম্যাথ সলভার সাহায্য করবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মত বিষয়েও এই ফিচার সাহায্য করতে পারবে। এসব বিষয়ে সমীকরণ সার্চ বারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে গুগল ধাপে ধাপে সমাধানগুলো দেখাবে।
জ্যামিতির জন্য গুগল লেন্স
জ্যামিতির অনেক সমস্যার শুধুমাত্র শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। লেন্স টুলগুলো বিভিন্ন ভিজ্যুয়াল সমস্যা বুঝতে সাহায্য করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এরকম জ্যামিতির বিভিন্ন সমস্যা পরিষ্কার করে বোঝাবে গুগল।
এআই দিয়ে পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান
উন্নত ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শব্দের সমস্যা দেবে গুগল। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিচারের পরিচিতি, অজানা মান শনাক্ত ও সমস্যা সমাধানের জন্য সঠিক সূত্র নির্বাচন করতে সহায়তা করে এই ফিচার।
দেখার মাধ্যমে বিষয়গুলো জানা
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মত বিষয়গুলোর এক হাজারটিরও বেশি ৩ডি মডেল ও ডায়াগ্রাম গুগলে পাওয়া যাবে। এগুলো শিক্ষার্থীদের দেখে দেখে বুঝতে সাহায্য করবে।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
২ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
২ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৫ ঘণ্টা আগে