গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গুগলের প্রডাক্ট লিড রব ওং বলেন, ফিচারগুলো মানুষের জানার আগ্রহ বাড়াবে ও নির্বিঘ্নে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে।
শিক্ষার্থীদের উপযোগী করে প্ল্যাটফর্মটির সার্চ ও লেন্স আপডেট করা হয়েছে। বিজ্ঞান ও গণিত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেবে গুগল। ‘ম্যাথ সলভার’ নামে ফিচার এখন ডেস্কটপে ব্যবহার করা যাবে। শিগররিই মোবাইল ভার্সনেও এটি ছাড়া হবে।
সমীকরণ সমাধানের জন্য ‘ম্যাথ সলভার’
বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানে ম্যাথ সলভার সাহায্য করবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মত বিষয়েও এই ফিচার সাহায্য করতে পারবে। এসব বিষয়ে সমীকরণ সার্চ বারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে গুগল ধাপে ধাপে সমাধানগুলো দেখাবে।
জ্যামিতির জন্য গুগল লেন্স
জ্যামিতির অনেক সমস্যার শুধুমাত্র শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। লেন্স টুলগুলো বিভিন্ন ভিজ্যুয়াল সমস্যা বুঝতে সাহায্য করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এরকম জ্যামিতির বিভিন্ন সমস্যা পরিষ্কার করে বোঝাবে গুগল।
এআই দিয়ে পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান
উন্নত ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শব্দের সমস্যা দেবে গুগল। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিচারের পরিচিতি, অজানা মান শনাক্ত ও সমস্যা সমাধানের জন্য সঠিক সূত্র নির্বাচন করতে সহায়তা করে এই ফিচার।
দেখার মাধ্যমে বিষয়গুলো জানা
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মত বিষয়গুলোর এক হাজারটিরও বেশি ৩ডি মডেল ও ডায়াগ্রাম গুগলে পাওয়া যাবে। এগুলো শিক্ষার্থীদের দেখে দেখে বুঝতে সাহায্য করবে।
গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গুগলের প্রডাক্ট লিড রব ওং বলেন, ফিচারগুলো মানুষের জানার আগ্রহ বাড়াবে ও নির্বিঘ্নে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে।
শিক্ষার্থীদের উপযোগী করে প্ল্যাটফর্মটির সার্চ ও লেন্স আপডেট করা হয়েছে। বিজ্ঞান ও গণিত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেবে গুগল। ‘ম্যাথ সলভার’ নামে ফিচার এখন ডেস্কটপে ব্যবহার করা যাবে। শিগররিই মোবাইল ভার্সনেও এটি ছাড়া হবে।
সমীকরণ সমাধানের জন্য ‘ম্যাথ সলভার’
বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানে ম্যাথ সলভার সাহায্য করবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মত বিষয়েও এই ফিচার সাহায্য করতে পারবে। এসব বিষয়ে সমীকরণ সার্চ বারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে গুগল ধাপে ধাপে সমাধানগুলো দেখাবে।
জ্যামিতির জন্য গুগল লেন্স
জ্যামিতির অনেক সমস্যার শুধুমাত্র শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। লেন্স টুলগুলো বিভিন্ন ভিজ্যুয়াল সমস্যা বুঝতে সাহায্য করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এরকম জ্যামিতির বিভিন্ন সমস্যা পরিষ্কার করে বোঝাবে গুগল।
এআই দিয়ে পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান
উন্নত ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শব্দের সমস্যা দেবে গুগল। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিচারের পরিচিতি, অজানা মান শনাক্ত ও সমস্যা সমাধানের জন্য সঠিক সূত্র নির্বাচন করতে সহায়তা করে এই ফিচার।
দেখার মাধ্যমে বিষয়গুলো জানা
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মত বিষয়গুলোর এক হাজারটিরও বেশি ৩ডি মডেল ও ডায়াগ্রাম গুগলে পাওয়া যাবে। এগুলো শিক্ষার্থীদের দেখে দেখে বুঝতে সাহায্য করবে।
একই সঙ্গে বহু মানুষের কাছে নিজের পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডকে তুলে ধরতে ব্যবহার করতে পারেন ফেসবুক বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন ফেসবুকের ফিডে দেখা যায়। বিজ্ঞাপনগুলো ছবি, ভিডিও, ক্যারোসল বা কালেকশনের মতো বিভিন্ন ফরম্যাটে পোস্ট করা যায়। উপযুক্ত ফরম্যাট ব্যবহার করে ক্রেতাদের আরও ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়
২ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
১২ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৭ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
২১ ঘণ্টা আগে