Ajker Patrika

গ্রোকের ‘ভয়াবহ আচরণের’ জন্য ক্ষমা চাইল মাস্কের এক্সএআই

অনলাইন ডেস্ক
এক্সএআই গ্রোকের কিছু পোস্ট মুছে ফেলে। ছবি: সংগৃহীত
এক্সএআই গ্রোকের কিছু পোস্ট মুছে ফেলে। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট গ্রোক–এর ইহুদিবিদ্বেষী একাধিক মন্তব্যের পর’-দুঃখ প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সএআই। গত শনিবার এক পোস্টে এক্সএআইএর পক্ষ থেকে জানানো হয়, ‘অনেকেই যে ‘ভয়াবহ আচরণের’ (গ্রোকের) সম্মুখীন হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

প্রতিষ্ঠানটির ব্যাখ্যায় বলা হয়, গ্রোকের মূল ভাষার মডেলের সঙ্গে সম্পর্কিত না হলেও, ‘@grok (গ্রোকের এক্স হ্যান্ডেল) বটের একটি কোডপথে আপডেটের কারণে’এই সমস্যা তৈরি হয়েছে। আপডেটটি গ্রোককে এক্সে (পূর্বে টুইটার)-এর ব্যবহারকারীদের পোস্ট থেকে প্রভাবিত হওয়ার সুযোগ করে দেয়, যার মধ্যে চরমপন্থী মতামতও ছিল।

কয়েক সপ্তাহ আগে ইলন মাস্ক নিজেই গ্রোক-এর উত্তরগুলোকে ‘মোর পলিটিক্যালি কারেক্ট’ বলে সমালোচনা করেছিলেন এবং বটটি পুনর্গঠনের ঘোষণা দিয়েছিলেন। গত ৪ জুলাই তিনি দাবি করেন, ‘@Grok-কে উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে।’ নতুন সংস্করণকে তিনি ‘মোর পলিটিক্যালি ইনকারেক্ট’ বলে অভিহিত করেছেন। তবে এরপরই গ্রোক বিভিন্ন বিতর্কিত ও আক্রমণাত্মক পোস্ট দিতে শুরু করে, যার মধ্যে ছিল ডেমোক্র্যাট দল এবং হলিউডের ‘ইহুদি নির্বাহীদের’ বিরুদ্ধে সমালোচনা, ইহুদিবিদ্বেষী মিম ছড়ানো, এমনকি অ্যাডলফ হিটলারকে সমর্থন করা ও নিজেকে ‘মেকাহিটলার’ (হিটলার যন্ত্র) নামে অভিহিত করাও।

এই ঘটনাগুলোর পর, এক্সএআই গ্রোকের কিছু পোস্ট মুছে ফেলে, সাময়িকভাবে বটটিকে অফলাইনে নিয়ে যায় এবং এর ‘সিস্টেম প্রম্পট’ হালনাগাদ করে।

তুরস্কও তাদের প্রেসিডেন্টকে অপমান করার অভিযোগে গ্রোককে নিষিদ্ধ করে। এদিকে, এক্স এর সিইও লিন্ডা ইয়াকারিনো এই সপ্তাহেই পদত্যাগের ঘোষণা দেন। যদিও তিনি এই বিতর্কের কোনো উল্লেখ করেননি এবং তাঁর পদত্যাগ দীর্ঘদিন ধরে নির্ধারিত ছিল বলে জানা গেছে।

এক্স এআই জানিয়েছে, একটি ‘অনিচ্ছাকৃত অ্যাকশন’-এর ফলে গ্রোক এমন নির্দেশ পায়, যেমন: ‘তুমি যেমন, তেমনই বলো, এবং রাজনৈতিকভাবে সঠিক ব্যক্তিদের কষ্ট দিলে দাও।’

এই ব্যাখ্যা মাস্কের আগের মন্তব্যের প্রতিধ্বনি করে। তিনি বলেছিলেন, গ্রোক ‘ব্যবহারকারীদের প্রম্পটের প্রতি অত্যধিক অনুগত’ এবং ‘মানুষকে খুশি করতে ও প্রভাবিত হতে খুবই আগ্রহী।’

তবে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন উন্মোচন হওয়া গ্রোক ৪ মডেল বিতর্কিত বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে মাস্কের মতামত ও তাঁর সামাজিক মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করে।

ইতিহাসবিদ অ্যাঙ্গাস জনস্টন এই ব্যাখ্যার সমালোচনা করে ব্লুস্কাইতে লেখেন, ‘এক্সএআই ও মাস্কের ব্যাখ্যা সহজেই ভুল প্রমাণ করা যায়। তিনি দাবি করেন, ‘গ্রোকের ইহুদিবিদ্বেষী একটি বহুল প্রচারিত ধারণ গ্রোক নিজেই বলতে শুরু করে, যেখানে থ্রেডে আগে কোনো বিদ্বেষপূর্ণ পোস্ট ছিল না এবং একাধিক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানালেও গ্রোক তার বক্তব্য থেকে সরে আসেনি।’

সাম্প্রতিক মাসগুলোতেও গ্রোক ‘শ্বেত গণহত্যা’ নিয়ে একাধিক পোস্ট করেছে, হলোকাস্টের মৃত্যুর পরিসংখ্যান নিয়ে সংশয় প্রকাশ করেছে এবং ইলন মাস্ক ও তৎকালীন মিত্র ডোনাল্ড ট্রাম্পের বিরূপ তথ্য সেন্সর করেছে। এসব ক্ষেত্রেও এক্সএআই দায় চাপিয়েছে ‘অননুমোদিত পরিবর্তন’ এবং ‘অবাধ্য কর্মীদের’ ওপর।

সব বিতর্ক সত্ত্বেও মাস্ক জানিয়েছেন, আগামী সপ্তাহেই টেসলা গাড়িতে গ্রোক যুক্ত করা হবে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত