ফের টিকটকের ফিচার নকল করে ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফরম্যাট নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বুধবার এক ঘোষণায় নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় এই প্ল্যাটফরম। ফলে ব্যবহারকারীরা ফেসবুকের দীর্ঘ ভিডিও, রিলস, লাইভ কনটেন্ট ভার্টিক্যাল ফরম্যাটে পুরো স্ক্রিন জুড়ে লম্বালম্বিভাবে দেখতে পারবে।
এ ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও সুপারিশ করার জন্য ফেসবুকের রেকমেন্ডেশন ভিডিও ফিচারটিও আরও উন্নত করেছে কোম্পানিটি।
এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ফেসবুক বলে, ‘আমরা আপনাকে একটি দৈনন্দিন মেকআপ রুটিনের জন্য একটি রিল বা অভিজ্ঞ বাড়ির মালিকদের কাছ থেকে বাড়ি ঠিকঠাক করার বিষয়ে একটি দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও সুপারিশ করতে পারি।’
ফেসবুকের নতুন ভিডিও প্লেয়ারের নিচে অনেকগুলো অপশনও যুক্ত করা হয়েছে। এগুলো মাধ্যমে ভিডিওটি টেনে এগিয়ে নেওয়া যাবে বা পেছনে নেওয়া যাবে। পাশাপাশি ভিডিওটি পজ ও প্লেব্যাকের গতি পরিবর্তন করারও অপশন থাকবে। টিকটকে অপশনগুলো আগে থেকেই ছিল।
আগামী কয়েক সপ্তাহ ধরে এসব পরিবর্তন ফেসবুকে যুক্ত করা হবে। ফেসবুকে ভার্টিক্যাল ভিডিও মোডটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা আনুভূমিকভাবেও ভিডিও দেখতে পারবে। এর জন্য ফোন আনুভূমিকভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যবহারকারীদের।
এই পরিবর্তনের কারণে আরও বেশি ক্রিয়েটর ফেসবুকে রিল পোস্ট করা শুরু করতে পারেন। অ্যাপটিতে সিনেমার ট্রেলার ও মিউজিক ভিডিওর মতো সাধারণত অনুভূমিক ভিডিও ফরম্যাটগুলোকে কীভাবে প্রভাবিত হবে তা ফিচারটি উন্মোচনের পরেই বোঝা যাবে।
টিকটকের এই ভিডিও ফরম্যাট শুধু ফেসবুকই নকল করেনি, শর্টস ফিচারের মাধ্যমে এই ভিডিও ফরম্যাট চালু করছে ইউটিউব। তবে ইউটিউব শর্টসে শুধু কম দৈর্ঘ্যের ভিডিও দেখা যায়।
অন্যদিকে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধা নিয়ে আসছে টিকটক। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ৩০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধাও নিয়ে আসছে এই প্ল্যাটফরম।
তথ্যসূত্র: ম্যাশাবল
ফের টিকটকের ফিচার নকল করে ভার্টিক্যাল বা উলম্ব ভিডিও ফরম্যাট নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বুধবার এক ঘোষণায় নতুন ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় এই প্ল্যাটফরম। ফলে ব্যবহারকারীরা ফেসবুকের দীর্ঘ ভিডিও, রিলস, লাইভ কনটেন্ট ভার্টিক্যাল ফরম্যাটে পুরো স্ক্রিন জুড়ে লম্বালম্বিভাবে দেখতে পারবে।
এ ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ভিডিও সুপারিশ করার জন্য ফেসবুকের রেকমেন্ডেশন ভিডিও ফিচারটিও আরও উন্নত করেছে কোম্পানিটি।
এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ফেসবুক বলে, ‘আমরা আপনাকে একটি দৈনন্দিন মেকআপ রুটিনের জন্য একটি রিল বা অভিজ্ঞ বাড়ির মালিকদের কাছ থেকে বাড়ি ঠিকঠাক করার বিষয়ে একটি দীর্ঘ টিউটোরিয়াল ভিডিও সুপারিশ করতে পারি।’
ফেসবুকের নতুন ভিডিও প্লেয়ারের নিচে অনেকগুলো অপশনও যুক্ত করা হয়েছে। এগুলো মাধ্যমে ভিডিওটি টেনে এগিয়ে নেওয়া যাবে বা পেছনে নেওয়া যাবে। পাশাপাশি ভিডিওটি পজ ও প্লেব্যাকের গতি পরিবর্তন করারও অপশন থাকবে। টিকটকে অপশনগুলো আগে থেকেই ছিল।
আগামী কয়েক সপ্তাহ ধরে এসব পরিবর্তন ফেসবুকে যুক্ত করা হবে। ফেসবুকে ভার্টিক্যাল ভিডিও মোডটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা আনুভূমিকভাবেও ভিডিও দেখতে পারবে। এর জন্য ফোন আনুভূমিকভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যবহারকারীদের।
এই পরিবর্তনের কারণে আরও বেশি ক্রিয়েটর ফেসবুকে রিল পোস্ট করা শুরু করতে পারেন। অ্যাপটিতে সিনেমার ট্রেলার ও মিউজিক ভিডিওর মতো সাধারণত অনুভূমিক ভিডিও ফরম্যাটগুলোকে কীভাবে প্রভাবিত হবে তা ফিচারটি উন্মোচনের পরেই বোঝা যাবে।
টিকটকের এই ভিডিও ফরম্যাট শুধু ফেসবুকই নকল করেনি, শর্টস ফিচারের মাধ্যমে এই ভিডিও ফরম্যাট চালু করছে ইউটিউব। তবে ইউটিউব শর্টসে শুধু কম দৈর্ঘ্যের ভিডিও দেখা যায়।
অন্যদিকে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুবিধা নিয়ে আসছে টিকটক। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ৩০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধাও নিয়ে আসছে এই প্ল্যাটফরম।
তথ্যসূত্র: ম্যাশাবল
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে