Ajker Patrika

উত্তর কোরিয়াকে প্রযুক্তিসহায়তা করেছিলেন ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞ, আদালতে দোষ স্বীকার

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৮
উত্তর কোরিয়াকে প্রযুক্তিসহায়তা করেছিলেন ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞ, আদালতে দোষ স্বীকার

ইথেরিয়াম ফাউন্ডেশনের সাবেক জ্যেষ্ঠ গবেষক ভার্জিল গ্রিফিথ গত সোমবার যুক্তরাষ্ট্রের আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে তিনি সহায়তা করেছিলেন। পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত 'ব্লকচেইন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি' সম্মেলনে অংশ নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন। ভার্জিল গ্রিফিথের বক্তব্যের বিষয় ছিল 'ব্লকচেইন অ্যান্ড পিস'। সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন ১০০ জন। 

যুক্তরাষ্ট্রের আদালত বলেছে, ভার্জিল গ্রিফিথের এমন কাজে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল। 

গ্রিফিথের আইনজীবী ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, 'গ্রিফিথ এ ঘটনার জন্য আন্তরিকভাবে অনুতপ্ত।' 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিফিথ উত্তর কোরিয়ায় ভ্রমণের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর সেই আবেদন গ্রহণ করা হয়নি। কিন্তু গ্রিফিথ অন্য উপায় অবলম্বন করে উত্তর কোরিয়ায় যান। তিনি চীন হয়ে উত্তর কোরিয়ায় পাড়ি জমান। সাত মাস পরে সিঙ্গাপুরে বসবাসকারী গ্রিফিথকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। 

প্রসিকিউটর বলেন, 'গ্রিফিথ ব্লকচেইন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি বিষয়ে উত্তর কোরিয়ায় আয়োজিত সম্মেলনে প্রেজেন্টেশন দিয়েছিলেন। আলোচনার বিষয়টি উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ নির্ধারণ করেছিল। নিষেধাজ্ঞা ও অর্থ পাচার এড়াতে ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি ব্যবহার করা নিয়ে তিনি আলোচনা করেছিলেন।' 

ভার্জিল গ্রিফিথ গ্রেপ্তার হওয়ার পর ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সির সহপ্রতিষ্ঠাতা ভিটালিক বুটেরিন বলেন, 'উত্তর কোরিয়ায় গ্রিফিথের কার্যক্রমকে ফাউন্ডেশন সমর্থন করেনি।' এক টুইট বার্তায় তিনি বলেন, 'এটি ভার্জিল গ্রিফিথের ব্যক্তিগত সফর ছিল। অনেকেই তাঁকে এর বিরুদ্ধে পরামর্শ দিয়েছিল।' 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়াকে সেবা প্রদান করে ভার্জিল গ্রিফিথ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতা আইন লঙ্ঘন করেছেন। এ কারণ তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়াকে ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের প্রযুক্তিগত পরামর্শ দেন। 

গ্রিফিথের প্রেজেন্টেশন সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, গ্রিফিথের আলোচনায় কীভাবে স্মার্ট চুক্তির মতো ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হওয়া যায়, সে বিষয়টি প্রাধান্য পেয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র বিষয়ে দেনদরবারের বিষয়ও আলোচনায় তুলে আনেন তিনি। 

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অড্রে স্ট্রস বলেছেন, 'গ্রিফিথ আমাদের দেশের সবচেয়ে বিপজ্জনক বিদেশি প্রতিপক্ষ উত্তর কোরিয়াকে সাহায্য করতে সম্মত হয়েছিলেন।' 

আগামী জানুয়ারিতে গ্রিফিথকে সাজা দেওয়া হবে। তাঁর ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও দোষ স্বীকার করায় সাজা কমে হতে পারে সাড়ে ছয় বছর। 

উত্তর কোরিয়ার সেই সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিক ইথান ল টুইটারে বলেন, 'গ্রিফিথ যখন কথা বলছিলেন, তখন তাঁকে আবেগাপ্লুত মনে হয়েছে।' 

উল্লেখ্য, গ্রিফিথ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি সম্পন্ন করেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি ইথেরিয়াম ফাউন্ডেশনের বিশেষ প্রজেক্ট গ্রুপে কর্মরত ছিলেন। টেলিভিশন অনুষ্ঠানেও তাঁকে দেখা যেত। তাঁর আইনজীবী ব্রায়ান ক্লেইন বলেন, 'তাঁর অনেক গুণ রয়েছে। তাঁকে শুধু তাঁর এই ভুল দিয়ে বিচার করলে হবে না।'        

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত