Ajker Patrika

হাসি-কান্নাও এখন করতে পারবে এআই

ফিচার ডেস্ক
হাসি-কান্নাও এখন করতে পারবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে যোগ হলো নতুন মাত্রা। ‘ডিয়া’ নামে একটি ওপেন সোর্স এআই মডেল শুধু কথা বলেই নয়; হাসি, কাশি, গলাখাঁকারি, এমনকি চিৎকারও করতে পারে।

নারি ল্যাবসের তৈরি এই মডেল মানুষের আবেগ প্রকাশের সূক্ষ্মতা রপ্ত করেছে। ডিয়া কথা বলার ছন্দ, শ্বাস-প্রশ্বাসের গতি এবং স্বরের ওঠানামা নিয়ন্ত্রণ করে আরও বাস্তব অভিব্যক্তি ফুটিয়ে তোলে।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও ডিয়ার কণ্ঠে এখনো কৃত্রিমতার আভাস রয়ে গেছে, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে এর হাসি-চিৎকার বাস্তব মনে হতে পারে। প্রযুক্তির এই উন্নতির ফলে মিথ্যা আবেগ দেখিয়ে মানুষকে প্রভাবিত করার ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করেছেন তাঁরা।

সূত্র: টেক রাডার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত