প্রযুক্তি ডেস্ক
ইতিহাসের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে প্রায় ১ লাখ কোটি টাকার বাজারদর হারাতে বসেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, কঠোর মুদ্রানীতি এবং হতাশাজনক রাজস্বের খবরকেই মূলত আমাজনের শেয়ারে বড় দরপতনের কারণ হিসেবে দেখা হচ্ছে।
আমাজনের ই-কমার্স এবং ক্লাউড কোম্পানির শেয়ার গতকাল বুধবার ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ফলে ২০২১ সালের জুলাই মাসে কোম্পানির রেকর্ড বাজারমূল্য ১ লাখ ৮৮ হাজার কোটি ডলার থেকে নেমে দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৯০০ কোটি ডলারে! যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কম। তবে বৃহস্পতিবার শেয়ারদর কিছুটা বেড়েছে।
শুরুতে ক্ষতির অঙ্কে আমাজন এবং মাইক্রোসফট প্রায় কাছাকাছি ছিল। তবে আমাজন শেষ পর্যন্ত মাইক্রোসফটকে পেছনে ফেলেছে। আমাজন যেখানে খুইয়েছে প্রায় ১ লাখ কোটি ডলার, মাইক্রোসফট সেখানে ক্ষতি গুনেছে ৮৮ হাজার ৯০০ কোটি ডলার। মাইক্রোসফট ২০২১ সালের নভেম্বরে তাদের শীর্ষ অবস্থানে থাকার পর থেকেই মূলত ক্ষতির মুখে পড়তে শুরু করে।
সূত্র অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের সেরা পাঁচ প্রযুক্তি কোম্পানি বাজার দর হারিয়েছে মোট প্রায় ৪ লাখ কোটি ডলার।
প্রবৃদ্ধি কমে যাওয়ায় আমাজন এ বছর ব্যয় সংকোচনের পথে হেঁটেছে। কোভিড বিধিনিষেধের পর থেকে মানুষ আবার অফলাইন শপিংয়ে অভ্যস্ত হওয়ায় প্রবৃদ্ধি কমে যায় আমাজনের। পণ্যের বিক্রি কমে যাওয়া, ঊর্ধ্বমুখী মূল্য এবং সুদের হার বৃদ্ধির ফলে আমাজনের শেয়ারে দরপতন ঘটে প্রায় ৫০ শতাংশ।
গত মাসে আমাজন জানিয়েছে, সামনের হলিডে কোয়ার্টারে কোম্পানিটি ইতিহাসের সবচেয়ে কম আয়ের দেখা পাবে। চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ক্রেতারা কেনাকাটা কমিয়ে দেওয়ায় মূলত এ আশঙ্কা করছে আমাজন। করোনা মহামারির পর এই প্রথমবারের মতো আমাজনের বাজারদর ১ লাখ কোটির নিচে নেমে আসে।
উল্লেখ্য, করোনা মহামারির সময় অনলাইন শপিংয়ের প্রতি মানুষ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ায় আমাজনের রেকর্ড পরিমাণ আয় হয়।
ইতিহাসের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে প্রায় ১ লাখ কোটি টাকার বাজারদর হারাতে বসেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, কঠোর মুদ্রানীতি এবং হতাশাজনক রাজস্বের খবরকেই মূলত আমাজনের শেয়ারে বড় দরপতনের কারণ হিসেবে দেখা হচ্ছে।
আমাজনের ই-কমার্স এবং ক্লাউড কোম্পানির শেয়ার গতকাল বুধবার ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ফলে ২০২১ সালের জুলাই মাসে কোম্পানির রেকর্ড বাজারমূল্য ১ লাখ ৮৮ হাজার কোটি ডলার থেকে নেমে দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৯০০ কোটি ডলারে! যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ কম। তবে বৃহস্পতিবার শেয়ারদর কিছুটা বেড়েছে।
শুরুতে ক্ষতির অঙ্কে আমাজন এবং মাইক্রোসফট প্রায় কাছাকাছি ছিল। তবে আমাজন শেষ পর্যন্ত মাইক্রোসফটকে পেছনে ফেলেছে। আমাজন যেখানে খুইয়েছে প্রায় ১ লাখ কোটি ডলার, মাইক্রোসফট সেখানে ক্ষতি গুনেছে ৮৮ হাজার ৯০০ কোটি ডলার। মাইক্রোসফট ২০২১ সালের নভেম্বরে তাদের শীর্ষ অবস্থানে থাকার পর থেকেই মূলত ক্ষতির মুখে পড়তে শুরু করে।
সূত্র অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের সেরা পাঁচ প্রযুক্তি কোম্পানি বাজার দর হারিয়েছে মোট প্রায় ৪ লাখ কোটি ডলার।
প্রবৃদ্ধি কমে যাওয়ায় আমাজন এ বছর ব্যয় সংকোচনের পথে হেঁটেছে। কোভিড বিধিনিষেধের পর থেকে মানুষ আবার অফলাইন শপিংয়ে অভ্যস্ত হওয়ায় প্রবৃদ্ধি কমে যায় আমাজনের। পণ্যের বিক্রি কমে যাওয়া, ঊর্ধ্বমুখী মূল্য এবং সুদের হার বৃদ্ধির ফলে আমাজনের শেয়ারে দরপতন ঘটে প্রায় ৫০ শতাংশ।
গত মাসে আমাজন জানিয়েছে, সামনের হলিডে কোয়ার্টারে কোম্পানিটি ইতিহাসের সবচেয়ে কম আয়ের দেখা পাবে। চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ক্রেতারা কেনাকাটা কমিয়ে দেওয়ায় মূলত এ আশঙ্কা করছে আমাজন। করোনা মহামারির পর এই প্রথমবারের মতো আমাজনের বাজারদর ১ লাখ কোটির নিচে নেমে আসে।
উল্লেখ্য, করোনা মহামারির সময় অনলাইন শপিংয়ের প্রতি মানুষ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ায় আমাজনের রেকর্ড পরিমাণ আয় হয়।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোরজি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশেই এই সমস্যার প্রভাব দেখা যায়।
৮ মিনিট আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৯ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১০ ঘণ্টা আগে